যানজট, বেহাল রাস্তায় অতিষ্ঠ বাসিন্দারা |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সকাল থেকে রাত। রামপুরহাট শহরের প্রধান প্রধান রাস্তাগুলিতে একটাই চিত্র ধরা পড়বে। তা হল যানজট। কারণ ওই সব রাস্তা দিয়ে বেশিরভাগ সময়ে যাতায়াত করে ভারী ট্রাক বা লরি।
এর ফলে শহরবাসী থেকে নিত্যযাত্রী এবং জরুরি প্রয়োজনে মহকুমা ও তার বাইরে থেকে আসা মানুষজনকে যানজটে পড়ে নাকাল হতে হচ্ছে। তার উপরে রয়েছে রাস্তাঘাটের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তায় যানজটের মধ্যে হেঁটে যাতায়াত করতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। মাঝে মধ্যে ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে। অবিলম্বে যানজট মুক্ত করতে ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন আইএনটিটিইউসি প্রভাবিত রামপুরহাট ফুটপাথ ক্ষুদ্রব্যবসায়ী সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাঁরা রাস্তা সংস্কারের জন্য যাতে পুরসভাকে চাপ দেওয়া হয় সে ব্যাপারেও মহকুমাশাসকের কাছে আবেদন জানিয়েছেন। |
|
পাথর বোঝাই লরি ঢোকার ফলে রামপুরহাট শহরে যানজটে আটকে পড়েছেন পথচারীরা। |
প্রশাসনিক কর্তাদের কথায়, শহরে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘নোএন্ট্রি’ লাগু আছে। ফলে শহরের ভিতরে জরুরি প্রয়োজন ছাড়া কোনও ভারি ট্রাক বা লরি যেতে আসতে পারে না। পাশাপাশি বাইপাস সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে গেলে শহরের মধ্যে কোনও রকম ভারী ট্রাক বা লরিকে ঢুকতে দেওয়া হবে না বলে আশ্বাস প্রশাসনের। বাস্তবে ধরা পড়ছে উল্টো চিত্র।
রামপুরহাটের ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম জানান, রামপুরহাট শহর লাগোয়া মনসুবা মোড় থেকে ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত ৬ কিলোমিটার বাইপাস ঠিকমতো নির্মাণ না হওয়ায় ২০০৩ সাল থেকে এলাকার মানুষকে একাধিকবার দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। সম্প্রতি বাইপাস নির্মাণকারী ঠিকাদারকে দিয়ে রাস্তার উপরে দু’টি কালভার্ট সংস্কারের কাজ চলছে। এর জন্য রামপুরহাট শহর সংলগ্ন রামপুরহাট দুমকা রোডের উপরে পাথর শিল্পাঞ্চল এলাকায় লরি বা ট্রাক ঢোকার জন্য সকাল ৯টার আগে এবং রাত ৯টার পরের সময় নির্ধারণ করা হয়েছে। সেই মতো পাথর শিল্পাঞ্চল এলাকার লরি বা ট্রাক ঢোকা নিয়ন্ত্রণ করে পুলিশ। তাঁর দাবি, “এলাকার ব্যবসাদার এবং কিছু রাজনৈতিক নেতাদের মদতে পাথর শিল্পাঞ্চলের ট্রাক বা লরি ছাড়া অন্য পণ্য পরিবহণকারী ট্রাক বা লরি সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ঢুকে পড়ছে শহরের মধ্যে। যার জন্য যানজট তৈরি হচ্ছে। প্রশাসনের তরফে মানা করা হলেও ওই ট্রাক বা লরি খালি করতে গেলে শ্রমিক পাওয়া যাবে না এই অজুহাতে ব্যবসায়ীরা দিনের বেলায় গাড়ি নিয়ে শহরে ঢুকে পড়ছে।” |
|
কামারপট্টি মোড়ে পুরসভার বেহাল রাস্তা। |
ডেপুটি ম্যাজিস্ট্রেটের আশ্বাস, “বাইপাস সংস্কারের কাজ যাতে দ্রুত শেষ করা যায়, তার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে শহরে নোএন্ট্রি লাগু থাকা সত্ত্বেও ভারি যানবাহন যাতে শহরে ঢুকতে না পারে পুলিশি নজরদারি বাড়ানোর ব্যবস্থা করা হবে” আইএনটিটিইউসি প্রভাবিত রামপুরহাট ফুটপাথ ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠনের সদস্যদের অভিযোগ, পুরসভা কয়েক মাস আগে ৪৫ লক্ষ টাকা খরচ করে শহরের প্রধান প্রধান রাস্তা সংস্কার করার পরেও বেহাল অবস্থায় জেরবার মানুষ। ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন, “যতদূর জানি পুরসভা কিছু রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে। পুরকর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।”
|
ছবি: সব্যসাচী ইসলাম। |
|