|
|
|
|
সিঙ্গুর শুনানি |
জনস্বার্থের ব্যাখ্যা নেই রাজ্য-আইনে, সওয়াল টাটাদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেশের সংবিধান অনুযায়ী কেবলমাত্র জনকল্যাণ মূলক প্রকল্পের জন্যই জমি অধিগ্রহণ করা যেতে পারে। কিন্তু রাজ্য সরকার নতুন যে আইন নিয়ে এসে ফের সিঙ্গুরের জমি দখল নিয়েছে, সেখানে জনস্বার্থমূলক কোনও উদ্যোগের উল্লেখ নেই বলে কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করলেন টাটা মোটরস-এর আইনজীবী সমরাদিত্য পাল।
শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে সিঙ্গুর মামলায় সওয়াল করার সময় টাটা মোটরস-এর আইনজীবী সমরাদিত্যবাবু জানান, রাজ্য সরকারের নতুন আইনে বলা হয়েছে সিঙ্গুরের জমি জনস্বার্থে ব্যবহার করা হয়নি বলে ফের তা অধিগ্রহণ করা হচ্ছে। আর অধিগৃহীত জমির কিছু অংশ ফেরত দেওয়া হবে অনিচ্ছুক কৃষকদের। বাকি জমি রাজ্যের স্বার্থে কোনও জনকল্যাণ মূলক কাজে ব্যবহার করা হবে। সমরাদিত্যবাবুর দাবি, কী ধরনের জনস্বার্থ তার কোনও ব্যাখ্যা সিঙ্গুর আইনে নেই। ফলে সিঙ্গুরের জমি রাজ্য সরকার কোন কাজে ব্যবহার করবে, সে ব্যাপারে পরিষ্কার কোনও ধারণা করা যাচ্ছে না। কেন্দ্রের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী যা অসাংবিধানিক বলেই মন্তব্য করেন টাটা মোটরসের আইনজীবী। তিনি বলেন, “এমন চলতে থাকলে সবাই ‘জনস্বার্থ’ কথাটুকু লিখেই জমি অধিগ্রহণ করতে থাকবে।” আদালতের কাছে সমরাদিত্যবাবু জানান, অধিগ্রহণ আইনে কোথাও ‘ইচ্ছুক’ বা ‘অনিচ্ছুক’ জমি মালিক বলে কোনও কথা লেখা নেই। অথচ সিঙ্গুর আইনে অনিচ্ছুক কৃষকদের কথা বলা হচ্ছে।
বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়কে এ দিন জানানো হয়, সিঙ্গুরের যা জমি অধিগ্রহণ করা হয়েছে, তাতে ক্ষতিপূরণের তালিকায় ১৩ হাজার ৪৯১ জন মানুষের নামের তালিকা রয়েছে। যাঁদের মধ্যে ১০ হাজার ৮৫২ জন ক্ষতিপূরণের টাকা নিয়েছেন।
সিঙ্গুর মামলার শুনানির শুরু থেকেই সমরাদিত্যবাবু আদালতের কাছে বারবার বলেছেন, জমি অধিগ্রহণের প্রথম দু’টি শর্তই হল, তা জনস্বার্থমূলক হতে হবে এবং জমি মালিককে আগেই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া বাধ্যতামূলক। অধিগ্রহণ করতে গিয়ে কাউকে বঞ্চিত করা যাবে না। তাঁর দাবি, এই দু’টি শর্তের ভিত্তিতেই কেবলমাত্র জমি অধিগ্রহণ করা যায়। নচেৎ নয়। এই যুক্তিগুলিকেই সাজিয়ে সমরাদিত্যবাবু প্রথম দিন থেকে সিঙ্গুর আইনকে অসাংবিধানিক এবং বেআইনি বলে বিচারপতির সামনে সওয়াল করে আসছেন। এ দিনও তিনি বিচারপতিকে জানান, টাটা মোটরস-এর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার জন্যই অন্যায় ভাবে সিঙ্গুর আইন প্রণয়ন করা হয়েছে। |
|
|
|
|
|