|
|
|
|
নেতাই মামলা |
চার্জশিটে দীপকেরও নাম রাখার আবেদন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লালগড়ের নেতাই গ্রামে হত্যাকাণ্ডের মামলায় সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকারের নাম চার্জশিটে রাখার জন্য আবেদন জানাল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। বারের তরফে শুক্রবার হাইকোর্টে বলা হয়, কোনও সাক্ষী বিবৃতিতে বলেছেন, ওই হত্যাকাণ্ডের সামগ্রিক পরিকল্পনা দীপকবাবুরই। সমাজবিরোধীদের নেতাই গ্রামে পাঠিয়েছিলেন তিনিই। হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল এবং বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ বলে, বিচারের সময় বিচারক বিষয়টি খতিয়ে দেখবেন।
অন্য একটি আবেদনে বার অভিযোগ করে, নেতাই-কাণ্ডে সিবিআই তদন্তের সময়েই ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করার জন্য হিডকো সিবিআই অফিসার ও কর্মীদের সমবায় আবাসনের জন্য জমি বরাদ্দ করে। সিবিআইয়ের আইনজীবী হিমাংশু দে বলেন, জমি অনুমোদনের সঙ্গে ওই ঘটনার তদন্তের কোনও সম্পর্ক নেই। ডিভিশন বেঞ্চ সব শুনে বারকে জানিয়ে দেয়, তারা যদি চায়, তা হলে সিবিআইয়ের কর্মী-অফিসারদের আবাসনের জন্য জমি বরাদ্দ করার বিষয়টি নিয়ে আলাদা মামলা দায়ের করতে পারে।
নেতাইয়ের ঘটনায় নিহতদের পরিবারকে রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে বলে সরকার পক্ষ থেকে এ দিন হাইকোর্টে জানানো হয়। গত ২৯ জুলাই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ওই হত্যাকাণ্ডে হতাহতদের পরিবারকে কী হারে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই বিষয়ে সরকারকে ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এ দিন টাকার পরিমাণের কথা আদালতে জানিয়ে দেওয়া হয়। বস্তুত, বৃহস্পতিবারেই মহাকরণে নিহত ন’জনের পরিবারের হাতে তিন লক্ষ করে টাকা তুলে দেওয়া হয়েছে। পূর্বতন বাম সরকার দু’লক্ষ করে টাকা দিয়েছিল। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষে আইনজীবী সুখেন্দুশেখর রায় এ দিন বলেন, তাঁরা নিহতদের পরিবারের জন্য মাথাপিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। কিন্তু রাজ্য সরকারের বর্তমান আর্থিক সঙ্কটের জন্য বার আর অর্থের পরিমাণ বাড়ানোর দাবি জানাচ্ছে না। |
|
|
|
|
|