পুর পরিষেবায় দুর্নীতিতে রেয়াত নয়, বার্তা মমতার
লের যাঁরা পুরসভার মতো ছোট ছোট ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন, ‘দুর্নীতিতে জড়ালে তাঁদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট ‘বার্তা’ দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশিই, সাধারণ মানুষের উপর তিনি যে কোনও ধরনের পুরকরের বোঝা (সে অর্থে যে কোনও করেরই বোঝা) চাপাতে রাজি নন, তা-ও আবার দলের অন্দরে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগে মমতা তৃণমূল পরিচালিত পুরসভাগুলিতে জলকর বসাতে দেননি। কলকাতা সহ অন্য পুরসভা ভোটের প্রচারেও মমতা জলকর না-বসানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজ্যের শাসনক্ষমতায় আসার পরেও যে তাঁর অবস্থানের ‘পরিবতর্ন’ হয়নি, শুক্রবার দলের পুর প্রতিনিধিদের এক বৈঠকে ডেকে তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুর প্রতিনিধিদের প্রতি তাঁর নির্দেশ: কোনও কর বসানোর আগে তৃণমূল পরিচালিত পুর কর্তৃপক্ষকে অবশ্যই দলীয় নেতৃত্বের ‘অনুমতি’ নিতে হবে।
শুক্রবার বৈঠকে মুখ্যমন্ত্রী। ছবি: অশোক মজুমদার
পুর পরিষেবা মানুষের কাছে ঠিক ভাবে পৌঁছোচ্ছে কিনা এবং পুর পরিষেবায় বিভিন্ন প্রকল্প বাবদ সরকারি অর্থের সদ্ব্যবহার হচ্ছে কিনা, তা দেখতে এ দিন মমতার নির্দেশে একটি কমিটি গঠিত হয়েছে। যার চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী সৌগত রায় কমিটিতে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম, পূর্ত মন্ত্রী সুব্রত বক্সি ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী ২০ অগস্ট তৃণমূল ভবনে কমিটির প্রথম বৈঠক বসবে। তারপর এক মাস অন্তর ওই বৈঠক হবে। মমতা জানিয়েছেন, পুর পরিষেবার কাজ খতিয়ে দেখতে তিনি নিজে পুর প্রতিনিধিদের সঙ্গে তিন মাস অন্তর বৈঠক করবেন।
এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কলকাতা, বিধাননগর সহ তৃণমূল পরিচালিত রাজ্যের ৫৭টি পুরসভার জন প্রতিনিধিদের বৈঠকে ডেকেছিলেন মমতা। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে পুরসভাগুলিকে জলকর না-বসিয়েও অর্থনৈতিক ভাবে ‘স্বাবলম্বী’ হওয়ার ব্যাপারে সৌগতবাবু পরামর্শ দিতে গেলে মমতা তাঁকে থামিয়ে দেন। কারণ, মমতার মতে, ‘নীতিগত’ বিষয়ে আলোচনার জায়গা ওই বৈঠক নয়। তবে কর বসানো বা না-বসানোর চেয়েও বৈঠকে মমতা ‘গুরুত্ব’ গিয়েছেন পুর প্রতিনিধিদের কাজে ‘স্বচ্ছতা রক্ষা’, ‘দুর্নীতিমুক্ত’ পুর-প্রশাসন এবং মানুষের কাছে পুর পরিষেবা পৌঁছে দেওয়ার উপরে। এক সপ্তাহ আগে মহারাষ্ট্র নিবাস হলে দলের নেতা-কর্মীদের ‘সংযত’ হয়ে চলার পরামর্শ দিয়েছিলেন মমতা। এ দিন পুর প্রতিনিধিদেরও কাজে স্বচ্ছতা রক্ষা ও দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণ তো বন্ধ করতেই হবে, সেই সঙ্গে দলের কেউ সে কাজে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তৃণমূল নেত্রী জানিয়েছেন, দলের কারও কারও বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ এসেছে। উদাহরণ দিয়ে তিনি হুগলির আরামবাগের দুই যুবনেতাকে দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কারের প্রসঙ্গ টেনে সকলকে ‘সতর্ক’ করেছেন।
বস্তুত, সরকারে এসেই মমতা বলেছিলেন, ‘স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত’ প্রশাসন দিতে চান। এদিনের বৈঠকে এ-ও স্পষ্ট যে, সরকার তো বটেই, পুরসভার মতো তুলনায় ছোট ক্ষমতার বিন্দুতেও তিনি কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না।
বৈঠকে হাজির একাংশের অভিমত, রাজ্যে ‘পরিবর্তনে’র পরে তাঁর দল, তাঁর নেতৃত্বাধীন সরকার এবং তাঁর দল পরিচালিত পুরসভাগুলির কাজের মধ্যে একটা সমন্বয় রক্ষার প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী তাঁদের বোঝাতে চেয়েছেন। বৈঠকের পর মুকুলবাবু বলেন, “আসলে বিভিন্ন পুরসভায় তৃণমূল ক্ষমতায় আসার পরে রাজ্যে পরিবর্তন হয়েছে। এখন আমরা যেমন রাজ্যে সরকারে রয়েছি, তেমনই কেন্দ্রে পুর ও নগরোন্নয়ন দফতর এবং গ্রামোন্নয়ন দফতরেও আমাদের মন্ত্রীরা আছেন। ফলে কেন্দ্র ও রাজ্যের তরফে পুর পরিষেবার যে সমস্ত প্রকল্প আছে, তা কী ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, মূলত সেই আলোচনার জন্যই বৈঠক ডাকা হয়েছিল।”
এ দিনের বৈঠকে সৌগতবাবু, মুকুলবাবু, সুব্রতবাবু, ববি হাকিম ও মেয়র বক্তৃতা করেন। তবে সিংহভাগ সময় জুড়েই বলেন মমতা। দলীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, “এতদিন আমাদের দল সরকারে ছিল না। এখন দলের নেতৃত্বের একটা বড় অংশ কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী। রাজ্যে ১২৭টা পুরসভার মধ্যে ৫৭টি আমরা একক ভাবে পরিচালনা করছি। ১৪টি কংগ্রেসের সঙ্গে জোট করে চালাচ্ছি। এই পরিস্থিতিতে দলের তৃণমূল স্তরে কর্মীদের সঙ্গে যোগসূত্র রাখতে এবং সর্বোপরি মানুষের সঙ্গে যোগাযোগ রাখা খুবই দরকার। দলনেত্রী সেটাই আমাদের বারবার বলছেন।” পুর প্রতিনিধিদের বৈঠকেও সেই ‘একই বার্তা’ তিনি পৌঁছে দিতে চেয়েছেন বলেই ওই নেতাদের ধারণা।
Previous Story Rajya Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.