l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কেন্দ্রেও বিরোধিতার সুর চড়ালেন মমতা
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
রাজ্যে যখন কংগ্রেসের সঙ্গে সম্পর্কের তিক্ততা বাড়ছে, তখন কেন্দ্রেও জোট শরিকের সঙ্গে বৃহত্তর সংঘাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোলের দাম বৃদ্ধি থেকে শুরু করে মনমোহন সিংহের সরকারের নানা সিদ্ধান্তের বিরোধিতা ইতিমধ্যেই করেছে তৃণমূল। এ বার সেই আপত্তির পরিধি আরও বাড়বে। যেমন গত কাল তৃণমূলের সংসদীয় দলনেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্র খুচরো ব্যবসা এবং বিমান চলাচলে বিদেশি লগ্নির পথ খুলে দিতে চাইলে দল তার বিরোধিতা করবে। আর প্রস্তাবিত পেনশন বিলেরও যে বিরোধিতা করা হবে, তা আজ স্পষ্ট করে দিয়েছেন মমতা নিজেই। রাজ্য স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সাম্প্রতিক বিরোধের সূত্রপাত ছোট শরিকের সন্ত্রাস-বিরোধী মিছিল নিয়ে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে তৃণমূলকে দুষে কংগ্রেসের এই মিছিলে বেজায় চটেন মমতা। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কংগ্রেস জোট ছেড়ে চলে গেলে তাঁর কোনও অসুবিধা নেই। কংগ্রেস শীর্ষ স্তর থেকে জোট ভাঙছে না বলে আশ্বাস দেওয়া হলেও রাজ্য নেতাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু রাশ টানা হয়নি।
বিস্তারিত...
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দুনের রেশ না-কাটতেই দুর্ঘটনা ওড়িশা, কাশ্মীরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি
দুন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের পরেই দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু তার ক’ঘণ্টার মধ্যেই দেশের দু’প্রান্তে পরের পর ঘটে গেল আরও দু’-দু’টো রেল দুর্ঘটনা! এবং দুই জায়গায় কারও মৃত্যু না-হলেও আহত হয়েছেন ৩১ জন। রেল-সূত্রের খবর: দু’টো দুর্ঘটনাই বড় মাপের হতে পারত। বস্তুত মঙ্গলবার রাতে ওড়িশার ঝাড়সুগুদা ও কাশ্মীরের কাজিগুন্দে ওই দুই ট্রেনের যাত্রীরা রক্ষা পেয়েছেন অল্পের জন্য। দুন-কাণ্ডের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে দিল্লিতে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা এড়ানোর বিবিধ পন্থা নিয়ে তাঁদের আলোচনা হয়। এর পরেই দেশের সব ক’টি জোনে ‘নিয়ম মেনে ও সাবধানে’ ট্রেন চালানোর নির্দেশ পাঠায় রেল মন্ত্রক। কিন্তু ওই রাতেই দুর্ঘটনার খবর আসে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়সুগুদা থেকে। রেলকর্তারা জানাচ্ছেন, রাত দু’টো নাগাদ হাওড়ামুখী কোরাপুট এক্সপ্রেস সিগন্যাল লাল থাকায় দাঁড়িয়েছিল স্টেশনের বাইরে, পয়েন্টের (এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার ক্রসিং) কাছে। পাশাপাশি লাইনে ছিল একটি মালগাড়ি। প্রথমে মালগাড়িকে সিগন্যাল দেওয়া হয়। মালগাড়ির চালক ট্রেন চালাতে শুরু করেন।
বিস্তারিত...
ভবানীপুর থেকে ‘হার্মাদ’, দুষলেন কংগ্রেসকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্যে কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্কের যে ‘টানাপোড়েন’ চলছে, তাতে তিনি আদৌ বিচলিত নন বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেসের ক্ষমতা ‘সীমিত’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, জোট শরিক কংগ্রেসকে পশ্চিমবঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ দল বলে তিনি মনেই করছেন না! সেই সঙ্গেই এ বার ভবানীপুর-কাণ্ডের সঙ্গে সরাসরি কংগ্রেসকে জড়িয়ে দিলেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা। মমতার মতে, রাজ্যে তৃণমূল বা তাঁর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে প্রদেশ কংগ্রেসের কিছু ‘সমস্যা’ হচ্ছে। কিন্তু তাঁর দিক থেকে কোনও সমস্যা নেই। বরং, কংগ্রেসের হাইকম্যান্ডের সঙ্গে তাঁর সম্পর্ক ‘ভাল’। প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে মমতা ‘বার্তা’ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের প্রধান শাসক দল কংগ্রেসের সঙ্গে সর্বভারতীয় স্তরে তিনি ‘ভাল’ সম্পর্ক রেখেই চলেছেন। জোটে ‘টানাপোড়েনে’র জন্য মমতা যে ভাবে রাজ্য কংগ্রেসকেই দায়ী করেছেন এবং ভবানীপুর-কাণ্ডের সঙ্গে তাদের নাম যুক্ত করেছেন, প্রত্যাশিত ভাবেই তা অস্বীকার করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর এই সাম্প্রতিকতম বক্তব্যের পরে রাজ্যে জোট-রাজনীতি কোন খাতে যায়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জোট শিবিরের অন্দরে।
বিস্তারিত...
রতন টাটার উত্তরাধিকারী পালোনজি-পুত্র সাইরাস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অবশেষে ঘোষণা করা হল টাটা সাম্রাজ্যের যুবরাজের নাম। রতন টাটার পর তাঁর সিংহাসনে বসবেন সাইরাস পালোনজি মিস্ত্রি। শাপুরজি পালোনজি গোষ্ঠীর কর্ণধার পালোনজি মিস্ত্রির ছোট ছেলে। আর বুধবার টাটা সন্সের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত শুরু হয়ে গেল ভারতের কর্পোরেট দুনিয়ার নতুন এক রূপকথা। এত দিনের জল্পনায় ইতি টেনে এ দিন ৮ হাজার কোটি ডলারের টাটা গোষ্ঠীর হোল্ডিং কোম্পানি টাটা সন্স জানিয়েছে, আপাতত সংস্থার ডেপুটি চেয়ারম্যান হচ্ছেন ৪৩ বছরের সাইরাস। আগামী এক বছর রতন টাটার পাশে পাশে থেকে তিনি শিখবেন সংস্থা পরিচালনার খুঁটিনাটি। আর তার পর ২০১২-র ডিসেম্বরে বর্তমান কর্ণধার পাকাপাকি অবসর নিলেই, সংস্থার রাশ চলে যাবে তাঁর হাতে। বস্তুত, টাটাদের সমস্ত সংস্থার শেয়ারহোল্ডার হল টাটা সন্স। ‘টাটা’ ব্র্যান্ড-নাম এবং ট্রেডমার্কের মালিকও তারা। এই টাটা সন্সেরই ১৮% মালিকানা নির্মাণ সংস্থা শাপুরজি পালোনজি গোষ্ঠীর হাতে। অর্থাৎ একক ভাবে টাটা সন্সে সব থেকে বেশি অংশীদারি তাদেরই। টাটা গোষ্ঠীর প্রতিটি পদক্ষেপের পিছনে যাঁর সবুজ সঙ্কেত থাকে, শাপুরজি পালোনজি গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান সেই অন্তরালবাসী পালোনজি মিস্ত্রিরই ছেলে এই সাইরাস।
বিস্তারিত...
এপিডিআর-মঞ্চে ‘ঘরছাড়া’
সিপিএম, হুঁশিয়ারি পার্থর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
শাসক এবং বিরোধী পক্ষ বদলেছে। রাজনীতির বাকি ঘটনাপ্রবাহের ধারা যে একই আছে, বুধবার ফের তার নমুনা মিলল! গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)-সহ ২১টি গণ সংগঠনের অনশন-অবস্থান মঞ্চে এ দিন হাজির হন কাকদ্বীপের দুই ‘ঘরছাড়া’ সিপিএম সমর্থক। যে ভাবে সিপিএম শাসক থাকার সময়ে তৎকালীন বিরোধী শিবিরের অনেকে মানবাধিকার সংগঠনগুলির দ্বারস্থ হতেন। আবার মেট্রো চ্যানেলে দাঁড়িয়ে মাওবাদীদের বিভিন্ন ভাবে ‘সমর্থনে’র জন্য নাম না-করে বিশিষ্টদের একাংশকে এক হাত নিলেন তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মাওবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ‘মদত’ দেওয়ার জন্য যে ভাবে মানবাধিকার সংগঠন-সহ বিশিষ্টদের একাংশকে অতীতে ‘আক্রমণ’ করত শাসক সিপিএম। এপিডিআর-সহ ওই সংগঠনগুলির সঙ্গে যখন সরকারের বিরোধ বেধেছে, তখনই তাদের অবস্থান মঞ্চে সিপিএমের ‘ঘরছাড়া’ সমর্থকদের উপস্থিতি ‘তাৎপর্যপূর্ণ’। এপিডিআর-এর নেতা তাপস চক্রবর্তীর কথায়, ‘‘পরিবর্তনের পরে শাসক দলের চেহারাটা একই রয়ে গিয়েছে! আগে সিপিএমের অত্যাচারে সাধারণ মানুষ ঘরছাড়া হত। এখন তৃণমূলের অত্যাচারে হচ্ছে। পরিবর্তনের পরে আমরা কিন্তু ভাল কিছু আশা করেছিলাম।”
বিস্তারিত...
বাহাত্তর ঘণ্টার মধ্যেই উৎসব-হাহাকারের শিবির বদল
ইয়াকুবুদের পায়ের জাদুতে
মোহনবাগান সম্মোহিত
টোলগের হ্যাটট্রিকে
৮ গোল ইস্টবেঙ্গলের
‘সাফল্য’ পুঁজি করে লগ্নি
টানতে দিল্লিতে অন্য মমতা
অগ্নি রায় • নয়াদিল্লি
যাঁর প্রতিবাদী চেহারাসংসদের ভিতরে ও বাইরে এর আগে বহু বার দেখেছে দিল্লি, আজ তাঁকে দেখল একেবারে অন্য রূপে। সকলকে বিস্মিত করে তিনি আজ সন্ধ্যায় হঠাৎ হাজির বঙ্গভবনে। ঢুকে গেলেন রান্নাঘরে। ঘুরে দেখলেন খাওয়ার জায়গাটিও। কর্মীদের বললেন, “অনেক দূর দূর থেকে সবাই এখানে আসেন। তাঁদের সঙ্গে ব্যবহারটা কিন্তু ভাল করবেন।” আর ভবন-কর্তাদের প্রতি তাঁর দু’টি প্রয়োজনীয় নির্দেশ, মূল প্রবেশদ্বারের সামনে লাগানো হোক দার্জিলিঙের ছবি! আরও যত্ন নেওয়া হোক বাইরের অ্যাকোয়ারিয়ামটির। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ‘পরিবর্তনের’ পর নয়াদিল্লিতে এ বার অন্য এক মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি রাজ্যের বিরোধী নেত্রীর পোশাক ছেড়ে উন্নয়নের দিশা খুঁজছেন। এবং সে কারণেই দায়িত্বশীল প্রশাসক হিসেবে বিনিয়োগ টানতে উদ্যোগী। এই নতুন ‘দিল্লি অভিযানের’ প্রতিপদে যিনি সংবাদমাধ্যমকে বুঝিয়ে দিতে চাইছেন, তিনি থাকতে চান মাটির কাছাকাছি, এক জন ‘সাধারণ মানুষের’ মতোই। গত কাল রাতে দিল্লি পৌঁছনোর পরই সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে মমতা মুখোমুখি হন অনিবার্য প্রশ্নটির। কেন্দ্রীয় মন্ত্রী না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কোন তকমাটি বেশি পছন্দ এখন তাঁর? নিজস্ব ঢঙে মমতার জবাব, “কোনওটাই নয়। আমি সবচেয়ে স্বচ্ছন্দ সাধারণ মানুষ হিসাবেই।” রাজনৈতিক সূত্রের বক্তব্য, উগ্র বিরোধী নেত্রী থেকে দায়িত্বশীল প্রশাসকের ভূমিকায় উত্তরণের চেষ্টা এক কথায় মমতার চলতি সফরের ‘থিম’ এটাই।
বিস্তারিত...
এক নজরে...
ভাড়া বাড়াবে না রাজ্য,
যাত্রীদের পথে বসিয়ে
বসে যাচ্ছে বহু বাস
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
‘বর্ণ-ভেদ’ ব্যবস্থায়
এ বার হকার-নিয়ন্ত্রণ
দশ টাকাতেই জুলুমের
‘হক’ মেলে হাওড়ায
রাজ্য
বোরো ধানের বিক্রি নেই,
সুরাহার আশ্বাস খাদ্যমন্ত্রীর
‘নতুন’ বাংলা তুলে
ধরতে আস্থা পিত্রোদায
দেশ
দুনের আগুনে কার্যত
খারিজ অন্তর্ঘাত তত্ত্ব
বিল পাশের দায়ে সায়
‘নরম’ মুলতুবি প্রস্তাবে
ব্যবসা
পড়ল সূচক, আরও
তলানিতে টাকা
বিদেশি সংস্থায় লগ্নি করবে কাতার এয়ার, ইঙ্গিত কিংফিশারের দিকে
খেলা
রণদেব দলে থাকলেন,
মনোজ জড়িয়ে পড়লেন
নতুন বিতর্কে
পিচ নিয়ে বিতর্ক
তুলে দিলেন অশ্বিন
স্বাস্থ্য
স্থগিতাদেশ মেলেনি,
সমস্যার অন্ধকারে
হলদিয়ার মেডিক্যাল
উত্তাপ পাচ্ছে না
অসুস্থ নবজাতক
জীবজগত্
গন্ডারের আবাসস্থল থমকে, বন দফতরের বিরুদ্ধে আদালতে ঠিকাদার
সম্পাদকীয়
‘কে’ নহে, ‘কেন’
আমেরিকা এখন
‘প্যাসিফিক নেশন’
কলকাতা
৩০.১/১৯.১
আজকের দিনে
•
১৮৮৮:
মার্কিন লেখক
ডেল কার্নেগির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.