l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
পদত্যাগ, চেয়ার ছোড়ায়
বেনজির সিপিএম সম্মেলন
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
সুমন ঘোষ • খড়্গপুর
রাজ্যের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দলের অন্দরে তোলপাড় শুরু হয়েছে সিপিএমে। ঝাড়গ্রামে একাধিক লোকাল কমিটির সম্মেলনে দলের উপরতলার দিকে আঙুল তুলছেন প্রতিনিধিরা। লোকাল কমিটিগুলিতে নতুন মুখ আনার উপর জোর দিয়েছিলেন শীর্ষনেতৃত্ব। অথচ বাস্তবে তা হচ্ছে না বলে অভিযোগ করছেন সদস্যদের একাংশ। কেন্দ্রীয় কমিটি-রাজ্য কমিটির শত নির্দেশিকা সত্ত্বেও ‘দুর্নীতি’, ‘ঠিকাদারি’, ‘জমির দালালি’, ‘অসংযত আচরণ’, ‘সুবিধাবাদী কার্যকলাপে’ জড়িতরা কমিটিগুলিতে থেকে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। বরং ‘ভুল’ প্রবণতার বিরোধিতা যাঁরা করছেন, তাঁরা কমিটিতে ঠাঁই পাচ্ছেন না বলে অভিযোগ। দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত ‘চাপিয়ে দেওয়া’র প্রবণতা নিয়েও তাঁরা সরব হয়েছেন। এই পরিস্থিতিতে গত কয়েক দিনে ঝাড়গ্রাম শহরে একাধিক লোকাল কমিটি-সম্মেলনে বেশ কয়েক জন দলীয়-পদ থেকে অব্যহতিও চেয়েছেন বলে দল সূত্রেই খবর। শহরের একটি লোকাল কমিটির অন্তর্গত ৫ জন শাখা সম্পাদক রয়েছেন পদত্যাগ-ইচ্ছুকদের দলে। এক জন যুব-সংগঠনের লোকাল কমিটির সম্পাদক পদেও ইস্তফা দিয়েছেন। সম্মেলন চলাকালীন এ ধরনের ঘটনা তাঁদের দলে নজিরবিহীন বলেই মানছেন সিপিএম নেতৃত্বের একাংশ।
বিস্তারিত...
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
সিপিএম নেতাদের উপরে
হামলায় অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
দুই জায়গায় সিপিএমের লোকজনকে মারধর ও পঞ্চায়েত অফিসে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় বর্ধমান থানায় স্মারকলিপি দিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে সিপিএম। তবে তৃণমূলের দাবি, জনরোষের কারণেই ওই দুই ঘটনা। তাদের কেউ জড়িত নয়। প্রথম ঘটনাটি ঘটে বর্ধমান শহরের উপকন্ঠে দেওয়ানদিঘি সংলগ্ন এলাকায়। সিপিএমের জেলা কমিটির সদস্য প্রদীপ তা জানান, এলাকায় বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প-সহ বিভিন্ন উন্নয়নের কাজ নতুন করে চালু করার জন্য স্থানীয় খেতিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মসিরুদ্দিন সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছিলেন। মঙ্গলবার দুপুরে ওই বৈঠক চলার সময়েই এক দল লোক আচমকা সেখানে ঢুকে পড়ে। প্রদীপবাবুর অভিযোগ, “তৃণমূলের দুই নেতা অশোক দত্ত ও তরুণ ঘোষ নামে দাবি করেন, ওই এলাকার সমস্ত কাজ তাঁদের দলের নিযুক্ত কমিটিই করবে। কোনও কাজ করার অধিকারই পঞ্চায়েতের নেই। কোনও সরকারি বৈঠকও ডাকা যাবে না। গোলমাল দেখে কয়েক জন পঞ্চায়েত সদস্য চলে গেলেও নতুনগ্রামের গোলাম হোসেন মল্লিক ও খাঁড়জুলির আবু সামাদ নামে দুই সদস্যকে পঞ্চায়েত ভবনে আটকে রাখে ওই হামলাকারীরা। পরে বিডিও-র কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।”
বিস্তারিত...
কান্না নিয়ে ফিরল ছটফটে খুশির কফিন
বাপি মজুমদার • চাঁচল
ঈদের ছুটির কিছুদিন আগে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেমন খুশি তেমনি সাজো প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। টেলিফোনে সে কথা ঠাকুমা ও কাকাকে জানানোর সময়ে আনন্দে ভাসছিল ছোট্ট খুশি। তখন জানিয়েছিল বাড়ি গিয়ে সেই ছবি দেখাবে। সবজিওয়ালির বেশে প্রথম পুরস্কার পাওয়া সেই ছবি ঈদের ছুটিতে বাড়ি এসে জনে জনে ডেকে দেখিয়েছিল সে। মালদহের রতুয়ার ভাদো বটতলার বাড়িতে তার পর থেকে সবাই তাকে সবজিওয়ালি বলে ক্ষেপাত। তাতে অবশ্য কোনও হেলদোল ছিল না তার। বরং খুশিই হত। ২০ দিন বাদে সেনাকর্মী বাবার সঙ্গে হরিদ্বার ফেরার সময় ঠাকুমাকে কাঁদতে নিষেধ করে তার হাতে ওই ছবিটা গুঁজে দিয়ে বলেছিল, কেঁদো না, মার্চ মাসে পরীক্ষার পর ফের আসব। তার অনেক আগেই কফিনবন্দি হয়ে ফিরছে ৭ বছরের খুশি। আস্ত দেহ নয়, আগুনে পোড়ার পরে যে হাড়গোড় মিলেছে তাই-ই আসছে কফিনে। সোমবার গভীর রাতে দুন এক্সপ্রেসের বি-১ কামরায় কয়েকজনের মতো ঝলসে গিয়েছে আতিয়া বেওয়ার আদরের নাতনি, কাকা হাবিব মোস্তাফার আদরের ভাইঝি, নাদুল ও উমে সালমার বোন খুশি ওরফে মেহজুবির ছোট্ট দেহ। ধানবাদ থেকে বৃহস্পতিবার সকালের মধ্যেই রতুয়ার বাড়িতে কফিন পৌঁছনোর কথা।
বিস্তারিত...
বাম সদস্যদের ইস্তফায় থমকে পঞ্চায়েতের কাজ
স্বপন বন্দ্যোপাধ্যায় • বিষ্ণুপুর
পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ বামপন্থী পঞ্চায়েত সদস্যেরা ইস্তফা দেওয়ায় উন্নয়নমূলক বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। এ ছবি বিষ্ণুপুরের। সম্প্রতি ইস্তফা দিয়েছেন পঞ্চায়েত সমিতির সিপিএম সভাপতিও। পদত্যাগকারীরা প্রকাশ্যে ‘ব্যক্তিগত’ বা ‘শারীরিক অসুস্থতা’ জনিত কারণের কথা বললেও জেলা সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল ‘ভয়’ দেখিয়ে ওই সদস্যদের গণ-ইস্তফা দিতে বাধ্য করিয়েছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ঘটনা হল, একাধিক পঞ্চায়েতে এই গণ-ইস্তফার কারণে কাজকর্ম ব্যাহত হচ্ছে। আখেরে গরিব মানুষেরা সমস্যায় পড়ছেন। তবে শুধু বিষ্ণুপুর নয়, এই একই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগ বা পশ্চিম মেদিনীপুরের কেশপুর, গড়বেতা ও জঙ্গলমহলের ১১টি ব্লকে। গত ১৫ অক্টোবর মেদিনীপুরে বিডিও-দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, যে-সব পঞ্চায়েতে সদস্যদের অনুপস্থিতি বা ইস্তফার জেরে অচলাবস্থা তৈরি হয়েছে, সেখানে বিডিও-রাই দায়িত্ব সামলাবেন। এর পরে রাজ্য সরকার নির্দেশিকা জারি করে ব্লক, মহকুমা ও জেলা স্তরে পঞ্চায়েতের কাজকর্ম দেখভালে ত্রিস্তরীয় তদারকি কমিটি গঠনের কথা বলে।
বিস্তারিত...
কেন্দ্র-রাজ্যে পরিকল্পনায় থমকে সেতু
রাজা বন্দ্যোপাধ্যায় • হলদিবাড়ি
হলদিবাড়ি ও মেখলিগঞ্জের মধ্যে তিস্তা নদীর উপর সেতু তৈরির দাবিতে সরব দুই এলাকার বাসিন্দারা। এ নিয়ে বিগত সরকার ও কেন্ত্রীয় সরকারে বহুবার দাবি জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। সরকারি একটি সূত্রে জানা গিয়েছে, ওই দুই এলাকার জন্য তিস্তা নদীতে সেতু তৈরির বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে পরিকল্পনার মধ্যে রয়েছে। বাসিন্দারা জানান, ওই সেতু তৈরি হলে গোটা হলদিবাড়ি ও মেখলিগঞ্জের কয়েকশো বাসিন্দা উপকৃত হবেন। কষ্ট লাঘব হবে। এর পাশাপাশি ওই দুটি শহরের অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি ঘটবে। কোচবিহারের প্রাক্তন সাংসদ অমর রায়প্রধান বলেন, “আমি সাংসদ থাকাকালীন বহুবার এই দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বিগত রাজ্য সরকারের তরফে কোনও পরিকল্পনা না পাঠানোয় সেতু হয়নি।” শুধু তিনিই নন, মেখলিগঞ্জের বিধায়ক, হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ এবং হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির তরফে বহুবার সেতু তৈরির দাবি জানানো হয়েছে। লাভ হয়নি বলে অভিযোগ। কেন সেতু তৈরির প্রস্তাব পাঠানো হয়নি? জবাবে মেখলিগঞ্জের ফরওয়ার্ড ব্লকের পরেশ অধিকারী বলেন, “অত বড় সেতু তৈরি করতে আড়াইশো কোটি টাকা দরকার। রাজ্য সরকারের পক্ষে অত টাকা ব্যয়ে তা করা সম্ভব নয়।
বিস্তারিত...
সিপিআইয়ের বহু নেতা-কর্মী
দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন আরামবাগের বেশ কিছু সিপিআই নেতা-কর্মী। কিছু দিন আগে সিপিআই থেকে বহিষ্কৃত হয়ে কয়েক জন নেতা তৈরি করেছিলেন নতুন সংগঠন ‘আরামবাগ কৃষক সভা’। তাঁদেরও অনেকে এ দিন যোগ দেন কংগ্রেসে। সব মিলিয়ে প্রায় ১২০০ লোক এ দিন তাঁদের দলে এলেন বলে দাবি করেন হুগলি জেলা কংগ্রেসের সভাপতি দিলীপ নাথ। আরামবাগ মহকুমাশাসকের অফিস চত্বরে এ দিন সভা করে কংগ্রেস। সেখানেই দলে যোগ দেন সকলে। হরিণখোলা পঞ্চায়েতের উপপ্রধান তথা সিপিআইয়ের হুগলি জেলা কমিটির সদস্য শেখ আলাউদ্দিনও এ দিন দল ছেড়েছেন। তিনি বলেন, “গত ২৪ বছর ধরে দল করছি। কিন্তু বহু অবজ্ঞা, অবহেলা সহ্য করতে হয় আমাদের। তার উপরে তৃণমূলের অত্যাচার চলছে। দল আমাদের কোনও নিরাপত্তা দিতে পারছে না। এই পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে, কংগ্রেস তুলনায় অনেক সঙ্ঘবদ্ধ দল। এখানে আমরা আমাদের যোগ্য মর্যাদা এবং নিরাপত্তা পাব। সে জন্যই সিপিআই ছেড়ে এলাম।” সিপিএমকেও ‘অত্যাচারী দল’ বলে সমালোচনা করেন আলাউদ্দিন। স্বভাবতই এ দিনের ঘটনায় খুশি কংগ্রেস। দিলীপবাবু বলেন, “কিছু লোক অত্যাচারিত হচ্ছিলেন। আমরা ওঁদের হাতে আমাদের দলের পতাকা তুলে দিয়েছি।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ধর্মঘটের জেরে অচল কালিয়াগঞ্জ কলেজ
দুর্ঘটনায় মৃত যুব নেতা
দক্ষিণবঙ্গ
স্কুলে তালা, পরীক্ষা
বাতিল বসিরহাটে
ধান কেনা দেখতে হুগলি
ঘুরে গেলেন খাদ্যমন্ত্রী
বর্ধমান
বারবার থমকাচ্ছে উড়ালপুল তৈরির কাজ, নাকাল যাত্রীরা
বেআইনি ট্রেকারের দাপটে ক্ষুব্ধ বাস মালিকেরা
পুরুলিয়া
চালকল কম, ধান বিক্রি
করা নিয়ে চিন্তায় চাষিরা
সৌরবিদ্যুৎ পৌঁছল,
খুশি আদিবাসী পাড়ায়
মুর্শিদাবাদ
পছন্দের গাড়িটাই এখন
স্ত্রীর স্মৃতি নীরজের কাছে
মেডিক্যাল কলেজ নিয়ে
আন্দোলনে ফিরছে সিপিএম
মেদিনীপুর
সহায়ক মূল্যে ধান কিনতে আজ বৈঠক মেচগ্রামে
মেদিনীপুরে ‘মহামিছিল’ তৃণমূলের
কলকাতা
৩০.১/১৯.১
আজকের দিনে
•
১৮৮৮:
মার্কিন লেখক
ডেল কার্নেগির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.