|
|
|
|
ধর্মঘটের জেরে অচল কালিয়াগঞ্জ কলেজ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ছাত্র পরিষদের আন্দোলনে বুধবার অচল হল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজ। অনিয়মের অভিযোগে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচন বাতিল করে ছাত্র সংসদের সাধারণ নির্বাচন ঘোষণার দাবিতে এ দিন থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র পরিষদ। উত্তেজনা থাকায় কর্তৃপক্ষ এ দিন কলেজ ছুটি দিয়ে দেন।
রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির ‘খাসতালুক’ কালিয়াগঞ্জের ওই কলেজে মঙ্গলবার অন্তর্বর্তী নির্বাচনে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) গৌরব সান্যাল। রাজ্যে জোট রাজনীতিতে দুই শরিকের বর্তমান ‘টানাপোড়েনের’ নিরিখে যে ফল অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে দাবি করেছিল তৃণমূল শিবির। কিন্তু ছাত্র পরিষদের দাবি, এসএফআই পরিচালিত বিদায়ী ছাত্র সংসদের ৯ সদস্য সম্প্রতি ছাত্র পরিষদে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। টিএমসিপি ‘হুমকি’ দেওয়ায় সাধারণ সম্পাদক নির্বাচন প্রক্রিয়ায় তাঁরা যোগ দিতে পারেননি। তা ছাড়া, ওই নির্বাচন সংক্রান্ত কলেজ কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি সোমবারই প্রকাশ্যে আসে। ফলে, ওই নির্বাচন প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য ‘প্রয়োজনীয়’ সময়
তারা পায়নি।
ছাত্র পরিষদের কালিয়াগঞ্জ টাউন কমিটির সভাপতি অমিত দেবগুপ্ত
বলেন, “এ সব অনিয়মের কারণেই আমরা অনির্দিষ্টকালের জন্য কলেজে ধর্মঘটের ডাক দিয়েছি। সাধারণ সম্পাদক নির্বাচন বাতিল করে যত দিন না কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংসদের সাধারণ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করছেন, তত দিন কলেজ অচল রাখা হবে।” তাঁর অভিযোগ, “টিএমসিপিকে ছাত্র সংসদ উপহার দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।”কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ছাত্র সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা। গত ফেব্রুয়ারিতে কলেজের ছাত্র সংসদের ২৮টি আসনের মধ্যে ২১টিতে প্রার্থী দেয় এসএফআই ও ছাত্র পরিষদ। ৭টি আসনে কোনও পক্ষ প্রার্থী দিতে পারেনি। ভোটে ২১টি আসনে জিতে এসএফআই ছাত্র সংসদ দখল করে। গত জুনে এসএফআইয়ের ১৪ জন টিএমসিপিতে যোগ দেন। বিদায়ী ছাত্র সংসদের সাধারণ সম্পাদক-সহ এসএফআইয়ের ৭ জন সদস্য তৃতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার পরে ‘নিষ্ক্রিয়’ হয়ে যান। ফলে, ছাত্র সংসদে অচলাবস্থা দেখা দেয়। তাই অন্তর্বর্তী ভাবে সাধারণ সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ পীযূষ দাস বলেন, “ছাত্র পরিষদ মিথ্যা অভিযোগ করছে। সরকারি বিধি মেনেই সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছে। নির্দিষ্ট সময়ে ছাত্র সংসদের সাধারণ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে।” কিন্তু ছাত্র পরিষদ তো কলেজে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে? অধ্যক্ষ বলেন, “পরিস্থিতির উপরে আপাতত নজর রাখব।পক্ষান্তরে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম ঘোষ বলেন, “দীপা দাশমুন্সির খাসতালুকের কলেজে জনসমর্থন হারিয়ে কংগ্রেস নেতাদের নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে ছাত্র পরিষদ। পড়ুয়ারাই এর জবাব দেবেন।” |
|
|
|
|
|