উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
স্কুলে তালা, পরীক্ষা বাতিল বসিরহাটে |
|
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: স্কুলের দরজায় তালা বন্ধ থাকায় মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেওয়া হল না ছাত্রীদের। বন্ধ রইল স্কুলের বাৎসরিক পরীক্ষাও। উত্তর ২৪ পরগনার ইটিন্ডা গার্লস হাইস্কুলে বুধবার এমন ঘটনা ঘটেছে। অভিযোগ প্রধান শিক্ষিকা স্কুলে না আসায় তালা খোলা সম্ভব হয়নি। অভিভাবক-ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে বিডিও অফিসের প্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে তালা ভাঙা হলেও অনেক দেরি হয়ে যায়। |
|
নিজস্ব সংবাদদাতা, হাসনাবাদ: এক মহিলাকে খুনের অভিযোগে শাশুড়িকে রাতভর ঘরে আটকে রেখে পুলিশ ডেকে ধরিয়ে দিলেন বৌমা। সোমবার হাসনাবাদের পূবেরঘেরি গ্রামের বাসিন্দা সুধা ওরফে সবিতা পাইকের বাড়িতে তাঁর দাদা, ধরমবেড়িয়া গ্রামের বাসিন্দা কালীপদ মণ্ডল সুশীলা মণ্ডল নামে এক মহিলাকে নিয়ে আসেন। কালীপদবাবু সুশীলাদেবীকে ‘বোন’ পরিচয় দেন। সে কথা মানতে চাননি সবিতাদেবী। এ নিয়ে ভাইবোনের বচসা হয়। |
মহিলা খুন, শাশুড়িকে
ঘরে আটকে পুলিশে
খবর বৌমার |
|
|
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
ধান কেনা দেখতে হুগলি ঘুরে গেলেন খাদ্যমন্ত্রী |
|
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ ও চুঁচুড়া: ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে জেলা সদর চুঁচুড়ায় প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে সরকারি রূপরেখা ব্যাখা করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ দিনের ওই বৈঠকে জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও ছাড়াও জেলার সব অঞ্চলের বিধায়কেরা হাজির ছিলেন। বেনফেড, কনফেডের উপর নির্ভরতা ছেড়ে ক্যাম্প করে সরাসরি ধান কিনে সরকার যে চাষিদের পাশে যে দাঁড়াতে চাইছে, মন্ত্রী এ দিন তা-ও স্পষ্ট করে দেন। |
|
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন আরামবাগের বেশ কিছু সিপিআই নেতা-কর্মী। কিছু দিন আগে সিপিআই থেকে বহিষ্কৃত হয়ে কয়েক জন নেতা তৈরি করেছিলেন নতুন সংগঠন ‘আরামবাগ কৃষক সভা’। তাঁদেরও অনেকে এ দিন যোগ দেন কংগ্রেসে। সব মিলিয়ে প্রায় ১২০০ লোক এ দিন তাঁদের দলে এলেন বলে দাবি করেন হুগলি জেলা কংগ্রেসের সভাপতি দিলীপ নাথ। আরামবাগ মহকুমাশাসকের অফিস চত্বরে এ দিন সভা করে কংগ্রেস। সেখানেই দলে যোগ দেন সকলে। |
সিপিআইয়ের বহু
নেতা-কর্মী দল ছেড়ে
কংগ্রেসে যোগ দিলেন |
|
দিনে লরি নয়, কড়া নির্দেশ হাওড়ায় |
টুকরো খবর |
|
|
|
|