আমেরিকায় পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন শেরি রহমান। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির
দফতর থেকে এ কথা জানানো হয়েছে। গত কাল আমেরিকায় পাক রাষ্ট্রদূত হুসেন হক্কানি ইস্তফা দিয়েছিলেন।
কাল ইসলামাবাদে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সেনাপ্রধান
আশফাক কিয়ানি ও গোয়েন্দাপ্রধান সুজা পাশার সঙ্গে বৈঠকে বসেছিলেন হক্কানি। ওই বৈঠকেই তাঁকে ইস্তফা
দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে ‘উদারচেতা’ শেরি রহমানকে নিযুক্ত করে
প্রেসিডেন্ট জারদারি পাক-মার্কিন সম্পর্ককে নিয়ন্ত্রণে রাখতে চাইছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।
কয়েক দিন আগে হক্কানি বিতর্কে জড়িয়ে পড়েন। এক পাক বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি মনসুর ইজাজ দাবি
করেন,
হক্কানির নির্দেশে তিনি একটি গোপন স্মারকলিপি বানিয়ে মার্কিন সেনাপ্রধান মাইক ম্যুলেনকে দেন।
সেই
স্মারকলিপিতে পাক সেনার গোপন অভ্যুত্থানের আটকাতে আমেরিকাকে অনুরোধ করেছিলেন পাক প্রেসিডেন্ট জারদারি। |