পুজোর মরসুম প্রায় শেষের পথে। জগদ্ধাত্রী-সহ আর কয়েক জন দেবদেবীর আগমন মাত্র বাকি। তবে বাঙালির মূল উন্মাদনা যাঁর পুজোকে ঘিরে, সেই দুর্গা এক বছরের জন্য পতিগৃহে ফিরে গিয়েছেন। যে চার দিন তিনি বাপেরবাড়ি ছিলেন সেই আনন্দময় দিনগুলির কিছু অনুভূতি নিয়ে আনন্দবাজারের পত্রিকার ইন্টারনেট সংস্করণের বিশেষ নিবেদন।
• ১৮৫৮: অধুনা বাংলাদেশের হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক বিপিন চন্দ্র পাল। তাঁকে ভারতের ‘বিপ্লবী চিন্তাধারার জনক’ বলে আখ্যায়িত করা হয়। তিনি ‘স্বরাজ’ ও ‘বন্দে মাতরম’ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি No part or content of this website
may be copied or reproduced without permission.