টাটকা খবর |
ইডেন টেস্ট: দ্বিতীয় দিনে সেঞ্চুরি রোহিতের |
দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। সৌজন্যে অভিষেক টেস্টে খেলতে নামা রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন। অভিষেক টেস্টে শতরান করে এক দিকে আজাহারউদ্দিন, সৌরভ, সহবাগদের পাশে নাম লেখালেন। অন্য দিকে, ভারতকে নিশ্চিত বিপর্যয়ের হাত থেকেও বাঁচালেন রোহিত। দিনের শেষে তাঁর নামের পাশে ১২৭ অপরাজিত লেখাটা আসলে একটা ঘোষণা— সচিন পরবর্তী যুগে নতুন প্রজন্ম দায়িত্ব নিতে তৈরি। এটা তিনি মুখে নয়, তাঁর চওড়া ব্যাট দিয়ে করলেন। রোহিতের সঙ্গে যোগ্য সঙ্গত করলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনিও শতরান থেকে মাত্র ৮ রান দূরে। মূলত এই দু’জনের যুগলবন্দিতে তোলা ১৯৮ রান ওয়েস্ট ইন্ডিজের দিকে ঘুরে যাওয়া ম্যাচকে ফের ভারতের দিকে ঘুরিয়ে দিল।
প্রথম দিনের খেলার শেষে বিনা উইকেটে ৩৭ রান নিয়ে খেলা শুরু করলেও বৃহস্পতিবার খুব দ্রুত ৪২ রানের মাথায় ওপেনার শিখর ধবন প্যাভিলিয়নে ফেরেন। গত কালকের স্কোরের সঙ্গে আর মাত্র ২ রান যোগ করে ব্যক্তিগত ২৩ রানে শিলিংফোর্ডের বলে বোল্ড হন তিনি। তার পর মাঠে নামেন গত মরসুমে ফার্স্ট ডাউন নেমে ভাল ক্রিকেট উপহার দেওয়া চেতেশ্বর পূজারা। তিনি এক দিকে থিতু হতে না হতেই স্টেপ আউট করে মারতে গিয়ে স্টামপ্ড আউট হন মুরলি বিজয়। তিনি ফেরেন ব্যক্তিগত ২৬ রানে। একটি অসাধারণ ‘দুসরা’-য় নিজের দ্বিতীয় উইকেট দখল করেন শিলিংফোর্ড। ভারতীয় ব্যাটসম্যান আউট হলেও গ্যালারিতে দর্শকদের চিত্কার শুনে তা মনে হয়নি। কারণ, টেস্ট ম্যাচে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হলে মাঠে নামেন সচিন তেন্ডুলকর। গত কয়েক দিন ধরে দর্শকরা যাঁর ব্যাটিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। পূজারা এবং সচিন মিলে ২২ রানের পার্টনারশিপ গড়ার পরই টেস্ট ক্রিকেটে একটি সম্পূর্ণ অনাবশ্যক শট খেলে ব্যক্তিগত ১৭ রানে আউট হন পূজারা। ম্যাচে নিজের প্রথম উইকেট নেন কটরেল। কিপারের মাথার উপর থেকে স্কুপ করতে গিয়ে গ্লাভসে বল জমা দেন তিনি। |
বিষন্ন। মাঠ ছাড়ছেন সচিন। ছবি: পিটিআই। |
মাঠে আসেন বিরাট কোহলি। ভারতের স্কোর ৮২ রানে পৌঁছনোর পর যা ঘটল তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। শিলিংফোর্ডের বলে এলবিডব্লিউ হন সচিন। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতেই পারে। টেলিভিশনের ক্যামেরায় স্পষ্ট দেখা গিয়েছে বলটি তাঁর থাইয়ের উপরের দিকে লেগেছিল। উইকেট অবধি বল পৌঁছতে তখনও প্রায় ৪ ফুট বাকি। ফলে ‘বেনিফিট অফ ডাউট’ ব্যাটসম্যানের পক্ষে যেতেই পারত। গোটা গ্যালারির দর্শককে স্তব্ধ করে মাঠ ছাডে়ন সচিন।
ভারতীয় স্কোর মাত্র ১ রান বাড়তেই শিলিংফোর্ডের বলেই শর্ট লেগে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩ রানে আউট হলেন কোহলি। ক্রিজে আসলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সকাল থেকে মাত্র ৪৫ রানে পাঁচ পাঁচটি উইকেট খুইয়ে ম্যাচে রীতিমতো চমকপ্রদ পরিবর্তন ঘটল। গত কালের এক তরফা ম্যাচ ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের দিকে ঝুঁকে পড়ল। সৌজন্য ৬ ফুট ২ ইঞ্চির অফ স্পিনার শিলিংফোর্ড। একাই ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভাঙার কাজটি সুচারু ভাবে সারলেন তিনি।
দ্বিতীয় দিন লাঞ্চে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ১২০ রান। সাময়িকভাবে ক্ষত সারানোর কিছুটা কাজ করলেন ধোনি এবং রোহিত। কিন্তু রোহিতের সঙ্গে ৭৩ রানের পার্টনারশিপ গড়ে বাজে শট খেলে টিনো বেস্টের বলে আউট হলেন ধোনি। তার পরই অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান রোহিত। গত কাল মহম্মদ সামি টেস্ট অভিষেকে যেমন নজর কেড়েছেন, আজ তেমন কাড়লেন রোহিত।
|
|
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ ২৩৪
১০২.০ ওভারে ভারত ৩৫৪/৬
রোহিত- ১২৭*, অশ্বিন-৯২*
শিলিংফোর্ড- ৪/১৩০
|
|
|
|
-
ইডেন মাতাতে নামছেন সচিন। ছবি: উত্পল সরকার।
-
মাঠে তখন ধ্বনি সচিন...সচিন...সচিন। ছবি: উত্পল সরকার।
-
বোলিং-ফাঁদে মহানায়ক। ছবি: শঙ্কর নাগ দাস।
-
ওটা কি আউট ছিল? উইকেটে হারিয়ে সচিন। ছবি: শঙ্কর নাগ দাস।
-
বিফল মনোরথে প্যাভিলিয়নের পথে। ছবি: শঙ্কর নাগ দাস।
-
সচিনের আউটে হতাশা ইডেন। ছবি: উত্পল সরকার।
-
শতরানের আনন্দে... নিজের প্রথম টেস্টে ফের জাত চেনালেন রোহিত। ছবি: শঙ্কর নাগ দাস।
-
রোহিত। ছবি: শঙ্কর নাগ দাস।
-
বাহ্ রোহিত! সতীর্থ অশ্বিনের আলিঙ্গনে ভাসলেন শতরানকারী। ছবি: শঙ্কর নাগ দাস।
-
দেখো আমিও পারি! ব্যাট উঁচিয়ে দাবি রোহিতের। ছবি: শঙ্কর নাগ দাস।
-
শতরানের হুঙ্কার! ছবি: উত্পল সরকার।
|
|
আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত এসজেডিএ-বাস্তুকার |
বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তুকার মৃগাঙ্কমৌলি সরকারের বিপুল সম্পত্তির সঙ্গে আয়ের অসঙ্গতির অভিযোগে পুলিশ মামলা করেছিল। বৃহস্পতিবার আদালতে ওই অভিযোগ খতিয়ে দেখতে মৃগাঙ্কবাবুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করে পুলিশ। তা মঞ্জুর হয়েছে। বর্তমানে এসজেডিএ’র বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতির কয়েকটি মামলায় ওই বাস্তুকার জেল হেফাজতে রয়েছেন। তাঁর আয়ের সঙ্গে সম্পত্তির অসঙ্গতি নিয়ে শিলিগুড়ি থানায় করা ওই মামলায় পুলিশ মৃগাঙ্কবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে চায়। ওই মামলায় এখনও পুলিশ মৃগাঙ্কবাবুকে গ্রেফতার করেনি।
পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “ওই আধিকারিকের আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির হিসেবের অসঙ্গতি রয়েছে। তা নিয়ে পুলিশের তরফে একটি আলাদা মামলা করা হয়েছিল। ইতিমধ্যেই তাঁর দুটি ফ্ল্যাট-সহ বিভিন্ন সম্পত্তির হদিস মিলেছে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত তা মঞ্জুর করেছে।”
|
চলন্ত বাসে ধারালো অস্ত্রের কোপ যুবককে
নিজস্ব সংবাদদাতা |
ডান হাত দিয়ে ধরা বাঁ হাত। সেখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। বৃহস্পতিবার সকালে টালা ব্রিজের কাছে ওই দৃশ্য দেখে স্বভাবতই অবাক হয়েছিলেন বাসস্টপে অপেক্ষারত যাত্রীরা। পরে জানা যায়, চলন্ত বাসে ছিনতাইয়ে বাধা দিয়ে দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ওই যুবক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে টালা ব্রিজের উপরে। আহত ওই যুবকের নাম জিতু তিওয়ারি। তাঁর বাড়ি কাশীপুরের খগেন চ্যাটার্জি রোডে। তিনি ধর্মতলায় একটি বিপণিতে কাজ করেন। পুলিশ জানায়, জিতুর বাঁ হাতের ক্ষতস্থানে আটটি সেলাই পড়েছে। জিতুর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।
|
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা |
তারাতলায় বুধবার রাতে বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টা নাগাদ হাইড রোড এলাকার বাসিন্দা রাজদেব মুনিয়া (৪২) সাইকেলে বাড়ি ফিরছিলেন। তারাতলা মোড়ে একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজদেবকে মৃত ঘোষণা করা হয়। বাস-সহ চালককে আটক করা হয়েছে।
|
পুরুলিয়ায় গ্রেফতার অভিযুক্ত হোটেল মালিক |
পুরুলিয়ায় হোটেল ম্যানেজার ভাস্কর চট্টোপাধ্যায়ের খুনের ঘটনায় বুধবার রাতে পুরুলিয়া শহর থেকেই মূল অভিযুক্ত আশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে অনির্বাণকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁরা একটি গাড়িতে ছিলেন। তাঁদের বিরুদ্ধে খুন (৩০২) ও বেআইনি অস্ত্র রাখা (২৫, ২৭, ৩৫) এই দুই ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের এ দিন আদালতে তোলা হলে বিচারক তাঁদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার আশিসবাবুর সঙ্গে বচসার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ভাস্করবাবু।
|
দুর্গাপুরে তিন দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরের সিটি সেন্টারের একটি পানশালা থেকে বুধবার রাতে একটি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি সমেত তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হেমন্ত সাহি, রনিনীল প্রধান ও সায়ন মজুমদার। পুলিশ জানিয়েছে, তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ মেটাতে চেয়েছিল। কিন্তু পানশালার ম্যানেজার নগদ চান। বচসা শুরু হয়। সেই সময় দুষ্কৃতীদের এক জন ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় ও মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ তাদের তাড়া করে ধরে ফেলে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
|
মণিপুরে জোড়া বিস্ফোরণ, হত ১, আহত ৬ |
ফের মণিপুরে জোড়া বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার রাত ১২টা নাগাদ মণিপুরের থউবল জেলায় এই দু’টি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, রিমোট কনট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে লালি কুমার নামে স্থানীয় এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। তাঁদের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এ ভর্তি করা হয়েছে। ঘটনার পর গোটা অঞ্চলে চিরুনি তল্লাশি চালায় যৌথবাহিনী। |
|