শ্রীরামপুরে জোড়া খুনে ধৃত শ্রীরামপুরের দাগি দুষ্কৃতী হুলো ওরফে দীপু সিংহের চার সাগরেদ জামিন পেয়ে গেল। বুধবার তারা কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়।
পুলিশ সূত্রের খবর, গত ৩০ মে রাতে শ্রীরামপুরের জাননগর রোড এলাকায় বিশ্বজিৎ কুণ্ডু এবং সুমন্ত চক্রবর্তী নামে দুই যুবক খুন হয়। খটিরবাজার এলাকার ওই দুই যুবকের দেহ উদ্ধার হয় বন্ধ রামপুরিয়া কটনমিল চত্বরের মাটি খুঁড়ে। ওই জোড়া খুনের অভিযোগে হুলো-সমেত মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।
মাহেশে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত পুলিশের চাপে অনেকটা নিয়ন্ত্রণে আসে। প্রশাসনেরই একাংশের বক্তব্য, সেই চাপ এখন অনেকটাই আলগা হয়েছে। এ দিন হাইকোর্টে হুলোর সাগরেদ দেবনাথ কর্মকার, পল্লব ধড়, ছোটকা ওরফে শুভজিৎ এবং তরুণ মালিকের জামিনের আবেদনের বিরোধিতাই করেননি সরকার পক্ষের আইনজীবী।
এই ঘটনার প্রেক্ষিতে জেলার পুলিশ ও প্রশাসনিক কর্তাদের একাংশের আশঙ্কা, ওই চার জনের জামিনের বিরোধিতা না করায় হুলো-সহ বাকিদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। এ ভাবে দুষ্কৃতীরা জামিনে ছাড়া পেয়ে বেরিয়ে এলে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফের পুলিশের নাগালের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষও। শুধু হুলোই তাই নয়, গত দু’বছর ধরে হুগলি শিল্পাঞ্চলের ত্রাস রমেশ মাহাতোকে জেলে আটকে রাখতে চেষ্টার কসুর করেনি জেলা পুলিশ। এ বার ওই দুষ্কৃতীর ক্ষেত্রেও পুলিশ আলগা দেবে কিনা, তা নিয়েও কানাঘুসো শুরু হয়েছে।
|