বরুণ বিশ্বাসের দাদার আত্মসমর্পণ |
আদালতে আত্মসমর্পণ করলেন সুটিয়া গণধধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী নিহত বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস। বরুণ বিশ্বাস হত্যা মামলার শুনানিতে হাজির না থাকার জন্য ১ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন বনগাঁ মহকুমা ফাস্ট ট্রা্যক-১ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। তারই প্রেক্ষিতে বুধবার আত্মসমর্পণ করে অসিতবাবু জামিনের জন্য আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। সেই সঙ্গে ২৭ নভেম্বর আদালতে হাজির হয়ে বরুণ হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন। অসিতবাবু এ দিন বলেন, “শারীরিক ভাবে অসুস্থ থাকায় এর আগে শুনানিতে হাজির থাকতে পারিনি। তবে পরবর্তী শুনানিতে হাজির থেকে সাক্ষ্য দেব।” বরুণ হত্যা মামলায় মোট ৫২ জন সাক্ষী রয়েছেন।
|
বিদ্যুৎস্পৃষ্টের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
মঙ্গলবার সন্ধ্যায় গোঘাটের বাজুয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়। পুলিশ জানায়, তাঁর নাম সীলন সাঁতরা (৪৮)। অসাবধানে নিজের বাড়িতেই কাটা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহ ময়না-তদন্তে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
|
মঙ্গলবার রাতে পুড়শুড়ার চিলাডাঙ্গী রোডে বলরামপুর সেতুর উপরে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সমীর মণ্ডল (২৫)। বাড়ি স্থানীয় শ্রীরামপুরে। তিনি দ্রুতগতিতে চিলাডাঙ্গীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বলরামপুর সেতুর গার্ডওয়ালে ধাক্কা খান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়।
|
মঙ্গলবার রাতে আরামবাগের মলয়পুর গ্রামে একটি চুরি যাওয়া মোটরবাইক-সহ দুই চোরকেও পাকড়াও করল পুলিশ। ধৃতদের নাম রাজেশ চৌধুরী ও শেখ ইনজিরুল। কয়েক দিন আগে খানাকুল থানার এক ভিলেজ পুলিশের মোটরবাইক চুরি যায় রাজহাটি গ্রাম থেকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মলয়পুরে হানা দেয়। |