টেলিফোনের খুঁটি সারানো দরকার |
কী প্রয়োজন: পাঁচলা গঙ্গাধরপুর ডিগ্রি কলেজের সামনে টেলিফোনের খুঁটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।
কেন? তিনমাথা মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা খুঁটিটির নীচের দিকের অংশে মরচে ধরে গেছে। সেটি একটি লোহার পাইপের সঙ্গে তার দিয়ে বাঁধা। যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে।
প্রস্তাব: খুঁটি না সারালে দুর্ঘটনা ঘটতে পারে।
শ্রীমন্ত পাঁজা, পাঁচলা।
|
কী প্রয়োজন: জগৎবল্লভপুর ব্লকের মুন্সিরহাট চাঁদনির মোড় বাসস্ট্যান্ট থেকে বড়গাছিয়া লেভেল ক্রসিং পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা পাকা হোক।
কেন? রাস্তাটির পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। তার উপরে রাস্তার একপাশে ইমারতি দ্রব্য রাখার ফলে যাতায়াত সমস্যার হয়ে উঠেছে।
প্রস্তাব: এই রাস্তাটি অবিলম্বে সারাই করার জন্য অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এতে বহু মানুষ উপকৃত হবেন।
সৈয়দ আব্দুস সামি, মুন্সিরহাট।
|
কী প্রয়োজন: ভদ্রেশ্বর পোস্ট অফিসে (পিন কোড-৭১১১২৪) বাইরের দিকে একটি শেডের খুবই প্রয়োজন।
কেন? পোস্ট অফিস খোলার আগে বা খোলার পরেও ভিড় থাকলে বহু মানুষ লাইন দিয়ে অপেক্ষা করেন। বাইরের দিকে কোনও শেড না থাকায় রোদে পুড়ে, জলে ভিজে সবাইকে অপেক্ষা করতে হয়।
প্রস্তাব: সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন, পোস্ট অফিসের বাইরের দিকে একটি শেডের ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব করুন।
কালীশঙ্কর মিত্র, ভদ্রেশ্বর। |