First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

 
আজকের শিরোনাম
• নির্ভয়া-কাণ্ডে ফাঁসির সাজা
• আজীবন নির্বাসিত শ্রীসন্থ-চহ্বণ
• ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষার পুলিশি হেফাজত
জিটিএ নির্বাচনে চাপ রাজ্যের,
মোর্চার আন্দোলনের হুমকি
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নতুন ‘চিফ এক্সিকিউটিভ’ নির্বাচনের প্রক্রিয়া ফের শুরু করল রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে ২৭ সেপ্টেম্বর ওই সভা হওয়ার কথা। তবে ওই সভা ডাকতে হবে জিটিএ-র চেয়ারম্যানকেই। জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান বলেন, “ওই দিন বৈঠক করার কথা আমাদের ফোনে জানানো হয়েছে। চিঠি পাইনি। চিঠি পেলে দলে আলোচনা করে পদক্ষেপ করা হবে।” জিটিএ-এর প্রধান সচিব আর ডি মিনাও সরকারি ভাবে নির্দেশ হাতে না আসা পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি নন। গত ৪ সেপ্টেম্বর জিটিএ চেয়ারম্যান নির্বাচনের জন্য সভা ডাকা হয়েছিল। কিন্তু মাত্র ৪ জন জিটিএ সদস্য সভায় উপস্থিত ছিলেন। তাঁরাও নামমাত্র উপস্থিতি দিয়েই বেরিয়ে যান।
৫৮৭ রেশন ডিলারকে শো-কজ পাহাড়ে
গোর্খা জনমুক্তি মোর্চার টানা বন্ধের সময়ে দার্জিলিং পাহাড়ে রেশন দোকানগুলিও বন্ধ ছিল। তাতে পাহাড়ের গণবণ্টন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার। গত সোমবার পাহাড়ের তিন মহকুমার ৫৮৭ জন রেশন ডিলার, ১১ জন ডিস্ট্রিবিউটরের পাশাপাশি খাদ্য সরবরাহ দফতরের ইন্সপেক্টর থেকে করণিক পর্যন্ত ৭৬ জন অফিসার ও কর্মীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আজ, শনিবারের মধ্যে সকলকে শো কজের উত্তর দিতে হবে। গণবণ্টন ব্যবস্থা নিয়ে যে কোনও অসঙ্গতির অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে বলে খাদ্য সরবরাহ দফতর নোটিসও জারি করেছে।
বরুণ-হত্যায় সিবিআই তদন্তের দাবি কামদুনির
বন্ধ্যাকরণে ক্ষোভ, গৃহবধূকে
মেরে পুঁতে দেওয়ার অভিযোগ
বছরখানেক আগে বন্ধ্যাকরণ হয়েছিল তাঁর। কিন্তু অঘটনটা ঘটে গিয়েছিল মাস দুয়েক আগে, আচমকাই। এক সন্ধ্যায় সর্প দংশনে মারা যায় তাঁর এক মাত্র ছেলে। বছর তেইশের আজমিনা খাতুনের উপরে অত্যাচারটা শুরু হয়েছিল তারপরেই। অজ্ঞ স্বামী, শ্বশুর, শাশুড়ির ধারণা হয়েছিল বন্ধ্যাকরণের ফলে আর কখনও ‘মা’ হতে পারবেন না ওই তরুণী। তার জেরেই ওই মহিলার উপরে নিত্য নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির লোকজন। এমনই অভিযোগ করেছেন আজমিনার বাবা কানুদ্দিন শেখ। ৩১ অগস্ট মেয়ের শ্বশুরবাড়ি থেকে খবর পাঠানো হয়, আজমিনা নিখোঁজ। কানুদ্দিন বলেন, “জামাইয়ের কথাবার্তায় সন্দেহ হয়েছিল তখনই। দু’দিন অপেক্ষা করে থানায় গিয়ে তাই মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলাম।”
ঘেরাও, ইস্তফা দিতে চান রায়গঞ্জের অধ্যক্ষ
লাগাতার ঘেরাও-বিক্ষোভ, গোলমালের ‘চাপ’ সহ্য করতে না পেরে ইস্তফা দিতে চাইলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায়। উত্তমবাবুর ইস্তফাপত্র গৃহীত হলে গত এক বছর আট মাসে এই কলেজে চার বার অধ্যক্ষ পরিবর্তন হবে। বৃহস্পতিবার উত্তমবাবুকে প্রায় ঘণ্টা খানেক ঘেরাও করে রাখে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের এক সমর্থককে মারধরে অভিযুক্ত ছাত্র পরিষদের এক সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন দুপুর দু’টো থেকে ঘেরাও শুরু করে টিএমসিপি। বিরাট পুলিশ বাহিনী কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই উত্তমবাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তাঁর পদত্যাগপত্র ফ্যাক্স করে দেন।
‘নিধিরাম’ হাওড়ার কমিশনারেট,
নতুন মহাকরণ পাড়ায় প্রশ্নে সুরক্ষা
আর কিছু দিন পরেই হাওড়ার এইচআরবিসি বিল্ডিংয়ে হবে অস্থায়ী মহাকরণ। মন্দিরতলার ১৪ তলা বাড়িটিতে তাই এখন সাজসাজ রব। কিন্তু বাড়িটি যে পুলিশ কমিশনারেট এলাকায়, তার নিরাপত্তার পরিকাঠামো কতটা উন্নত তা নিয়ে প্রশ্ন উঠছে হাওড়া সিটি পুলিশের অন্দরমহলেই। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ওই বহুতলের ভিতর ও বাইরের চত্বরের সুরক্ষায় থাকবে কলকাতা পুলিশ। বিদ্যাসাগর সেতু থেকে যে অ্যাপ্রোচ রোড ধরে গাড়িগুলি ওই বাড়ি যাবে, তার যান নিয়ন্ত্রণেও থাকছে তারাই। কিন্তু ওই ভবনের পাঁচিলের বাইরের পুরো দায়িত্বই থাকছে হাওড়া সিটি পুলিশের হাতে। আর সেখানেই উঠেছে পরিকাঠামোগত প্রশ্ন। এ বিষয়ে কোনও আলোচনাই করতে রাজি হননি হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে। তাঁর কথায়, “যা দরকার, তা মহাকরণে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
পুলিশ রেখেই কাজ শুরু করল ডিভিসি
অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে নিহত দুই
কোর্ট চত্বরে বিক্ষোভ-মিছিল নিষেধ
বারাসতের কামদুনিতে কলেজছাত্রীকে গণধর্ষণ করে খুনের মামলার দ্রুত বিচার এবং দোষীদের চরম শাস্তি চেয়ে শুধু রাস্তায় নয়, আদালত-চত্বরেও বিক্ষোভ চলছে। এই পরিপ্রেক্ষিতে কলকাতা জেলা ও দায়রা আদালত (বিচার ভবন) এবং তার লাগোয়া এলাকায় মিছিল, সমাবেশ, এমনকী স্লোগান দেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা ও দায়রা আদালতের বিচারক (বেঞ্চ-২) সঞ্চিতা সরকার বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করে তা বলবৎ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। কামদুনির ঘটনাটি ৭ জুনের। শুরুতে সেই মামলা চলছিল বারাসত আদালতে। সেখানেও শুনানির দিনগুলিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ধর্ষিতা ও নিহতের পরিবার-সহ কামদুনিবাসী। ওই আদালতে তারা নিরাপত্তার অভাব বোধ করছে বলে অভিযুক্তদের তরফে অভিযোগ জানানো হয়।
এক নজরে...
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
উত্তরবঙ্গ
গৌড়বঙ্গের অন-লাইন
আবেদনে অশ্লীল ছবি

ভেড়ি-ব্যবসার
প্রতিবাদ করেই
খুন জাহাঙ্গির: পুলিশ
দলাদলিকে দুয়ো,
ভোট এড়িয়ে শুভবুদ্ধির
সমিতি হাওড়ার স্কুলে

বর্ধমান
ফেরানো হয়নি অপসারিত মেয়র পারিষদকে, ক্ষোভ

রামপুরহাট কলেজে ভাঙচুর

মুর্শিদাবাদ

মেদিনীপুর

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

কলকাতা




আজকের দিনে
বিশ্ব চকোলেট দিবস।
• ১৯২৯: কলকাতার বিদ্যাসাগর কলেজে পড়াকালীন রাজনৈতিক ও বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন যতীন্দ্রনাথ দাস। ১৪ জুন গ্রেফতার হন লাহোর ষড়যন্ত্র মামলার জন্য। লাহৌর জেলে ভারতীয় বিপ্লবী বন্দিদের প্রতি ব্রিটিশ সরকারের অমানবিক অত্যাচারের প্রতিবাদে ১৫ জুন অনশন শুরু করেন তিনি। ৬৩ দিন টানা অনশনের পর মৃত্যু হয় এই বিপ্লবীর।

হপ্তা জুড়ে...
এ সপ্তাহে ‘কলকাতা-হাওড়া’ ক্রোড়পত্র প্রকাশিত হল না।
শনিবার রবিবার পাক্ষিক
পেনশন প্ল্যানিং

প্রতি মাসের ২১ তারিখ

প্রতি মাসের ১ ও ১৫ তারিখ

সোমবার সারাবেলা

সপ্তাহে তিন দিন


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.