|
|
|
|
আট মাস পর পূর্বে মুখ্যমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রায় ৮ মাস পর পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীর ফুটবল মাঠে দুপুর ২টোয় এই সভা। সভায় সাম্প্রতিক বন্যায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্তদের হাতে সরাসরি ক্ষতিপূরণ তুলে দেওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পে প্রাপকদের সাহায্য করার কথা মুখ্যমন্ত্রীর। এক দিকে মঞ্চ বাঁধা, সভায় আসা মানুষজনের বসা, নিরাপত্তার ব্যবস্থা নেওয়া আর একদিকে বন্যা দুর্গত মানুষজনের তালিকা তৈরি করে সভায় আনাগত কয়েকদিন ধরেই দুই জেলার প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। |
|
জোরকদমে। কোলাঘাটে অনুষ্ঠানের প্রস্তুতি। ছবি: পার্থপ্রতিম দাস। |
বৃহস্পতিবার সভাস্থলে গিয়ে দেখা যায় হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে ওই ফুটবল মাঠের একাংশ নিয়ে মণ্ডপ বাঁধা হয়েছে। সভাস্থলের সামনে আচ্ছাদন দেওয়া অংশে বসার জন্য প্রায় ৮ হাজার চেয়ার থাকছে। সভাস্থলের কাছেই রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন গতিতে মাঠের কাদা অংশে বালি ফেলা হচ্ছে। মাঠের একপাশ দিয়ে সভাস্থলে মুখ্যমন্ত্রী-সহ ভিআইপিদের গাড়ি যাতায়াতের জন্য বালি, ইট ও মোরাম দিয়ে রাস্তা বানানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাস্থলের শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে সেখানে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য, পুলিশ সুপার সুকেশ কুমার জৈন-সহ দুই জেলার পদস্থ আধিকারিকরা।
বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, ত্রাণ শিবিরে থাকা দুর্গতদের গৃহস্থালীর সামগ্রী, কৃষকদের সার, বীজ, পাওয়ার টিলার, মস্যজীবীদের জাল, হাঁড়ি, মাছের চারা প্রভৃতি ক্ষতিপূরণ হিসেবে দেওয়া ছাড়াও নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের পাট্টা, সংখ্যালঘু, তফসিলি ছাত্রীদের সাইকেল, কিষান ক্রেডিট কার্ড বিলি, স্বনিযুক্তি প্রকল্পের প্রাপকদের ঋণের টাকা দেবেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও পাঁচটি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন এ দিন।
এ দিকে মাঠ ভরানোর তাগিদ রয়েছে জেলা তৃণমূলের কাছেও। মুখ্যমন্ত্রীর সভা সফল করতে ইতিমধ্যে তৃণমূল জেলা নেতৃত্বের তরফে বিভিন্ন ব্লক এলাকা থেকে লোকজন নিয়ে আসার জন্য দলীয় ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|