বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে এবং স্কুল চলাকালীন সংশ্লিষ্ট রাস্তায় ‘নো-এন্ট্রি’র দাবিতে অবরোধে নামলো পড়ুয়ারা। অভিভাবকদের একাংশ এই অবরোধেও সামিল হয়েছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বোলপুর শহরের কলেজপল্লি এলাকায় এই অবরোধ হয়। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ কলেজপল্লি এলাকার জিএসএফপি শিশু বিদ্যাপীঠের পড়ুয়া মধুরিমা প্রামাণিক স্কুলের সামনের রাস্তা পারাপার করার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইক তাকে ধাক্কা মারে। শহরের হাটতলার বাসিন্দা ওই পড়ুয়াকে গুরুতর জখম অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। |
আঘাত গুরুতর হওয়ায় বৃহস্পতিবার তাকে বর্ধমানে নিয়ে যাওয়া হয়। এই খবর পেয়েই ওই স্কুলের পড়ুয়া এবং অভিভাবকেরা অবরোধে নামেন। অভিভাবক বিউটি বিবি, অনিমা নন্দীদের দাবি, “শিশু বিদ্যাপীঠ, বোলপুর উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, কলেজ এলাকায় বেপরোয়া যান চলাচল করে। অবিলম্বে স্কুলের সময় যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ করতে হবে।” ওই শিশু বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কুহেলি ঘোষ বলেন, “প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৬ জন পড়ুয়া আছে। যান চলাচলের উপরে অবিলম্বে প্রয়োজনীয় ব্যাবস্থা নিক প্রশাসন।” বেলা ১১টা নাগাদ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় তারা। |