নির্ভয়া-কাণ্ডে ফাঁসির সাজা |
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। ১৬ ডিসেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর, দিল্লি গণধর্ষণ ঘটনার ন’মাসের মাথায় দোষী সাব্যস্ত চার অপরাধীকেই আজ ফাঁসির সাজা শোনাল দিল্লির সাকেত ফাস্ট ট্র্যাক আদালত। ঘৃণ্য এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে মন্তব্য করলেন বিচারক যোগেশ খন্না। আজ সকাল থেকেই ঐতিহাসিক এই মামলার সাজা ঘোষণার দিকে তাকিয়ে ছিলেন আপামর দেশবাসী। ইতিমধ্যেই গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত নাবালককে সর্বোচ্চ তিন বছরের সাজা ঘোষণা করেছে জুভেনাইল জাস্টিস বোর্ড। অন্যদিকে বিচারাধীন অবস্থায় তিহাড় জেলে আত্মহত্যা করে গণধর্ষণকাণ্ডের অপর এক অভিযুক্ত রাম সিংহ। |
|
|
|
|
অক্ষয় সিংহ ঠাকুর (২৮) |
মুকেশ সিংহ (২৬) |
বিনয় শর্মা (২০) |
পবন গুপ্ত (১৯) |
|
গণধর্ষণ ও খুনের পাশাপাশি গত মঙ্গলবার অভিযুক্ত মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত ও অক্ষয় সিংহ ঠাকুরকে অপহরণ-ডাকাতি-চক্রান্ত-প্রমাণ লোপাটের চেষ্টার মতো ১৩টি অভিযোগে দোষী সাব্যস্ত করে সাকেতের ফাস্ট ট্র্যাক আদালত। অপরাধীদের ‘কঠোরতম’ সাজা হতে পারে তা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিচারক যোগেশ খন্না। পুলিশ সূত্রে খবর, সাজা ঘোষণার পরে কান্নায় ভেঙে পড়ে বিনয় শর্মা। সরকারি পক্ষের আইনজীবী জানান বিচারকের এই রায়ে খুশি মৃতার পরিবার।
পুরনো খবর: নির্ভয়ার ধর্ষণ-খুনে অপরাধী চার জনই
|
আজীবন নির্বাসিত শ্রীসন্থ-চহ্বণ |
আইপিএল স্পট ফিক্সিং-কাণ্ডে রাজস্থান রয়্যালসের চার ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ, অঙ্কিত চহ্বণ, অমিত সিংহ ও সিদ্ধার্থ ত্রিবেদীকে দোষী সাব্যস্ত করল রবি সাওয়ানির তদন্ত কমিটি। ম্যাচ গড়াপেটার অভিযোগে শান্তাকুমারন শ্রীসন্থ ও অঙ্কিত চহ্বণকে আজীবন নির্বাসনের সাজা শোনানো হয়। অমিত সিংহকে পাঁচ বছর ও সিদ্ধার্থ ত্রিবেদীকে এক বছরের জন্য নির্বাসন দেওয়া হয়। বিসিসিআই সূত্রে খবর, যথেষ্ট প্রমাণ না পাওয়ায় হরমিত সিংহকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ না হওয়ার জন্য আর এক ক্রিকেটার অজিত চাণ্ডিলার শাস্তি ঘোষণা এখনই করেনি বিসিসিআই।
|
ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষার পুলিশি হেফাজত |
দমদম ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষার তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। স্কুলের সিনিয়র দিদিদের ‘ র্যাগিং’-এর জেরে অসুস্থ হয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ঐন্দ্রিলা দাসের মৃত্যুর অভিযোগে গতকালই রণক্ষেত্রের চেহাড়া নেয় স্কুল চত্বর। গতকাল রাতে অধ্যক্ষা হেলেন সরকারকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে ব্যারাকপুর থানায় নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে গাফিলতি, অবৈধভাবে আটকে রাখা, আঘাত করা, তোলা আদায়ের মতো অভিযোগ আনেন ছাত্রীর অভিভাবকেরা। ঐন্দ্রিলাকে শৌচাগার থেকে যে সাফাইকর্মী উদ্ধার করেন তাঁকে চিহ্নিত করার দাবি জানিয়েছেন ছাত্রীর বাবা শান্তনু দাস।
পুরনো খবর: ছাত্রীর মৃত্যুতে দমদমে স্কুলের অধ্যক্ষা হাজতে
|
কামদুনি মামলায় প্রধান সাক্ষীর মৃত্যু
|
আজ সকালে কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যু হল কামদুনি গণধর্ষণ কাণ্ডের অন্যতম প্রধান সাক্ষীর। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি সম্পর্কে নির্যাতিতার কাকা। চিকিত্সার গাফিলতিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। গত মঙ্গলবার বিচার ভবন চত্বর ও বিবাদী বাগ এলাকায় অবস্থান বিক্ষোভ করে কামদুনির বাসিন্দারা। ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এর ফলে জখম হন মৃত ছাত্রীর ভাই। কামদুনি বাসিন্দাদের দাবি পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছিলেন নির্যাতিতার কাকাও। গতকাল বুকে যন্ত্রনা হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকজন। অভিযোগ এর পরেই বিনা চিকিত্সায় তাঁকে হাসপাতালে পাঁচ ঘণ্টা ফেলে রাখা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেছে কামদুনিবাসীরা। পুলিশ সূত্রে খবর, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুরনো খবর: কামদুনির চার্জ গঠন নিয়ে চাপান-উতোর, বিক্ষোভ |