গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে বিএডে ভর্তি আবেদন ফর্মে একাধিক ছাত্রীর ছবির বদলে অশ্লীল ছবি দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই জিনিস কী করে ঘটল তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। যে সমস্ত আবেদনপত্রে ওই ছবি রয়েছে, সেইগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অনুমান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়েছে। ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা অবশ্য এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়কেই দায়ী করেন। তাঁদের বক্তব্য, “সাইটের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের সচেতন থাকা প্রয়োজন ছিল।” ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শ্যামসুন্দর বৈরাগ্য বলেন, “বিষয়টি আমি নিজে খতিয়ে দেখেছি। এর পরে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার পদ্ধতি বদলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই আবেদনপত্রগুলি বাতিল হচ্ছে। যে এজেন্সি সাইটের দেখভালের দায়িত্বপ্রাপ্ত, তাঁদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। পুলিশেও জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মালদহ-সহ দুই দিনাজপুরের ১৯টি বিএড কলেজে ১৯৪২টি আসনে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় অনলাইনে গত ২৩ অগস্ট থেকে ভর্তির আবেদন জমা নেওয়া শুরু হয়। ৫ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আজ, শুক্রবার ভর্তির তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তালিকা প্রকাশের এক দিন আগে আবেদনকারী কিছু ছাত্রী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পান, তাঁদের ছবির জায়গায় অশ্লীল ছবি দেখা যাচ্ছে। এরপর ছাত্রীদের অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ে নালিশ জানান। ভর্তির জন্য ১৬ হাজার ছাত্রছাত্রী আবেদন করেছিলেন। আর টাকা জমা দিয়েছেন ১০ হাজার ছাত্রী। যদিও তদন্তের নির্দেশ দিতেই ওয়েবসাইট থেকে অশ্লীল ছবি উধাও হয়ে যায় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানিয়েছেন। কয়েকজন ছাত্রী বলেন, “ওয়েবসাইটে আবেদনপত্র দেখতে দেখা যায়, মহিলাদের অশ্লীল ছবি।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের অনলাইনে বিএডে ভর্তির আবেদনের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে একটি আইডি নম্বর দেওয়া হয়। আইডি নম্বর দিয়ে আবেদনকারী সংশ্লিষ্ট ব্যাঙ্কে ৫৩০ টাকা জমা দেন। টাকা দেওয়ার রসিদ এবং আবেদনকারীর জন্ম তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দাখিল করার পরেই ছবি আবেদন-পত্রে ঢোকাতে হয়েছে। সেখানে কী ভাবে ছবি বদলে গেল তা নিয়েও তদন্ত শুরু করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। |