First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

 
আজকের শিরোনাম
• দক্ষিণ মুম্বইয়ে বহুতলে আগুন
• জোড়াবাগানে বাড়ির বারান্দা ভেঙে মৃত ১
• ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২২
তিন নদীমাতৃক নগর— আমেরিকার সান আন্তোনিও, দক্ষিণ কোরিয়ার
বুসান আর জার্মানির কোব্লেঞ্জ। এই তিন শহরে ভ্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল
একটাই মিল, নদী। নদী ছাড়া এই শহরগুলির অস্তিত্ব ভীষণই রংচটা!
আপনার কলমে তিন নগর-গল্পের সঙ্গে এ বারের সংখ্যার
ফোটোশপে আরও এক নদী-পাড়ের চিত্রকাহিনি— লন্ডন।
ফাস্ট ট্র্যাক কোর্টে আজ উঠছে কামদুনি মামলা

এই সংক্রান্ত আরও খবর
এক মাসে বিচারের অঙ্ক মিলছে না কিছুতেই
কার্ড থাকলেও কাজে লাগাচ্ছেন না চাষিরা
কিষাণ ক্রেডিট কার্ড থাকলে মাত্র সাত শতাংশ সুদে কৃষিঋণ মেলে। নিখরচায় মেলে শস্য বিমাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুসারে, ধানচাষিদের বিমার প্রিমিয়াম এখন দিচ্ছে রাজ্যই। বিমা করা খুব ঝামেলার কাজও নয়। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনও ব্যাঙ্ক থেকে কৃষিঋণ নিলে আপনিই শস্যবিমা করে দেয় ব্যাঙ্কগুলি। অতএব মহাজনদের চড়া সুদ এড়াতে চাষিরা কিষাণ ক্রেডিট কার্ড ব্যবহার করতে আগ্রহী হবেন, এটাই প্রত্যাশিত। অথচ দেখা যাচ্ছে, কিষাণ ক্রেডিট কার্ড চাষিরা যথেষ্ট ব্যবহার করছেন না। ‘এগ্রিকালচার ইনসুরেন্স কোম্পানি লিমিটেড’-এর কলকাতার দফতর থেকে জানা গিয়েছে, ২০১২-১৩ সালে রাজ্যে ২ লক্ষ ৯৫ হাজার আলুচাষি, আর বোরো চাষের মরসুমে (প্রধানত ধান চাষের জন্য) ৪ লক্ষ ৩৩ হাজার চাষি কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ নিয়েছেন। বিমাও পেয়েছেন।
ট্রেন-বাহনে বনগাঁ শাখার বারোমাস্যার সাক্ষী অধীর
রেল পরিষেবা নিয়ে বনগাঁ লাইনের অভাব-অভিযোগ দীর্ঘদিনের। প্রাণ হাতে নিয়ে, বাদুড়ঝোলা হয়ে মানুষের নিত্য যাতায়াত। পরিস্থিতি ঠিক কেমন, তা যাচাই করতে মঙ্গলবার আচমকাই পূর্ব রেলের বনগাঁ শাখার বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। কথা বলেন যাত্রীদের সঙ্গে। শোনেন তাঁদের অভিযোগ। সেখানে দাঁড়িয়েই রেলকর্তাদের নির্দেশ দেন, পরিস্থিতি খতিয়ে দেখে সহানুভূতির সঙ্গে সমস্যার সমাধান করতে হবে। বনগাঁ যাওয়ার জন্য কাউকে আগাম না-জানিয়ে রেল প্রতিমন্ত্রী এ দিন সকালে হঠাৎই শিয়ালদহে হাজির হন। তড়িঘড়ি জোগাড় করা হয় ‘ইনস্পেকশন কার’। চলে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জ্ঞানচন্দ্র অগ্রবাল, ওই রেলের মুখ্য বাস্তুকার এবং অন্যান্য অফিসার। সকলকে নিয়ে বেলা সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন ছাড়ে বনগাঁর দিকে।

এই সংক্রান্ত আরও খবর
• মন্ত্রী আসবেন শুনেই নিমেষে প্ল্যাটফর্ম ঝাঁ চকচকে
স্ত্রীকে ছাড়তে না চাওয়ার মাসুল, ছাড়তে হল ভিটে
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন স্বামী। আধা ঘুমের মধ্যেই স্ত্রীর উদ্দেশে তিন বার তালাক বলে বসেন। তা শুনেছিল নাবালিকা মেয়ে। কথা ওঠে পাড়া-পড়শির কানেও। গাঁয়ের মাতব্বরেরা নিদান দেন, বাড়ি ছাড়তে হবে স্ত্রীকে। স্বামী বেঁকে বসায় গ্রামছাড়া হতে হয়েছে সপরিবার। ঘটনাটি খানাকুলের কুশালি গ্রামের মোল্লাপাড়ার। গত শুক্রবার স্ত্রী, চার ছেলেমেয়েকে নিয়ে গ্রাম ছেড়েছেন মধ্যবয়সী মোসলেউদ্দিন মোল্লা। গ্রামের লোকের চাপে আঠারো বছরের দাম্পত্যে ইতি টানতে নারাজ তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আরামবাগের এসডিপিও শিবপ্রসাদ পাত্র। পরিবারটিকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন মহকুমাশাসক অরিন্দম রায়ও। এর আগেও মোসলেউদ্দিনের সঙ্গে স্ত্রী নাসরিন বেগমের দাম্পত্য কলহ বেধেছে। পাড়া-প্রতিবেশীদেরও তা অজানা নয়।
ঘর এক প্রার্থী তিন, হাতে রইল আশা
একই বাড়িতে তিনটি ‘হাত’। একটি হাতে গ্রাম পঞ্চায়েতের টিকিট, দ্বিতীয় হাতে পঞ্চায়েত সমিতির, তৃতীয়ে জেলা পরিষদের। মন্তেশ্বরের ফজলপুরে মণ্ডলবাড়ি থেকে হাত চিহ্নে লড়ছেন তিন জন। পূর্বস্থলীর ভাণ্ডারটিকুড়ি গ্রামের দে বাড়িতেও তিন এক্কে তিন তাস! মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েত এলাকার ফজলপুর গ্রামের তরুণ মণ্ডল কংগ্রেস প্রার্থী হয়েছেন জেলা পরিষদে। তাঁর স্ত্রী অজন্তাদেবী পঞ্চায়েত সমিতির সংরক্ষিত আসনের প্রার্থী। জামনা গ্রাম পঞ্চায়েতে আবার প্রার্থী তাঁদের বৌদি, তরুণবাবুর দাদা তাপস মণ্ডলের স্ত্রী শ্যামলীদেবী। এই বাড়ি থেকে ভোটযুদ্ধে হাত নিয়ে ‘হাতাহাতি’ করতে যাওয়া অবশ্য নতুন নয়। তরুণবাবুর মা মহামায়া মণ্ডল আগেই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে এক বার লড়ে ফেলেছেন। ২০০৮ সালে পঞ্চায়েত সমিতির আসনে লড়াই দিয়েছিলেন তরুণবাবু। তবে আজ পর্যন্ত জেতেননি কেউই। তবু কেন একেবারে তিন-তিনটে টিকিট?
গবেষকের আত্মহত্যার চেষ্টা,
ফের বিড়ম্বনায় বিশ্বভারতী
ফের ভুল কারণে খবরের শিরোনামে বিশ্বভারতী। গত অক্টোবরে বিশ্বভারতীর কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ ও কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে এক গবেষণাপ্রার্থী ছাত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল। এ বার গবেষণারত এক ছাত্রের আত্মহত্যার চেষ্টার ঘটনায় নাম জড়াল তাঁরই গাইডের। সোমবার ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন পি এম সদিশ কুমার নামে বায়ো টেকনোলজি বিভাগের এক গবেষক। ওই গবেষকের অভিযোগ, তাঁর পিএইচডি গাইড গবেষণার কাজে তাঁর সঙ্গে সহযোগিতা করছেন না। আর তারই জেরে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। সংবাদমাধ্যমের কাছে ওই গবেষক এমন অভিযোগ করলেও পুলিশের কাছে অভিযোগ করেননি। মঙ্গলবার ঘটনার প্রথম প্রতিক্রিয়াতেই অবশ্য বিশ্বভারতী কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন।
বহুতল তৈরি হচ্ছে ঝোরা বেঁধে, নালিশ
এক নজরে...
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
উত্তরবঙ্গ

বর্ধমান

মুর্শিদাবাদ
‘ঘুমিয়ে বিদ্বজ্জনেরা’,
ফেসবুকে ঝড় বহরমপুরে

মেদিনীপুর

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

কলকাতা





আজকের দিনে
• ১৯৮০: পঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণ করেন হরভজন সিংহ। দেশের হয়ে ২১৫টি টেস্ট ও ১১৩টি একদিনের ক্রিকেট খেলেছেন। দেশের প্রথম বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড রয়েছে তাঁর। ৯৮টি টেস্ট ম্যাচে ৪০৬ উইকেট নিয়েছেন তিনি।

হপ্তা জুড়ে...
শনিবার রবিবার বৃহস্পতির পাক্ষিক


প্রতি মাসের ২১ তারিখ

সোমবার সারাবেলা

সপ্তাহে তিন দিন


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.