|
|
|
|
মুন্নি গায়েব, তল্লাশি জঙ্গলমহলের গ্রামে গ্রামে |
|
প্রশান্ত পাল, পুরুলিয়া: জঙ্গলমহলের জয়পুরে এখন চলছে এক অন্য তল্লাশি। মুন্নির খোঁজে। গ্রামে গ্রামে, হাটে-বাজারে যাচ্ছেন পুলিশকর্মীরা। কখনও খাকি পোশাকে, কখনও খদ্দের সেজে। পাচারকারীর অভাব নেই, চোরাকারবারিও কম নেই এ অঞ্চলে। তাই ডালে ডালে, পাতায় পাতায়, খোঁজ চলছে। এর আগেও দু’বার পালিয়েছিল মুন্নি, প্রতিবারই পুলিশি তৎপরতায় তাকে খুঁজে পাওয়া গিয়েছে। |
|
হাতি রুখতে চা, বদলাচ্ছে বনবস্তি |
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, গরুমারা: ধান খেত পাহারা দেওয়ার জন্য বন দফতর থেকে যে টং ঘরগুলি তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে এখন কেউ রাত জাগে না। সকালের পরে উঁচু ঘরগুলিতে কাজের ফাঁকে বিশ্রাম নেন শ্রমিকরা। অন্য সময় ফাঁকা পড়ে থাকে। বুনো হাতির উপদ্রবে অতিষ্ঠ লোকজন নিশ্চিত রোজগারের আশায় ধান ও সবজির চাষ ছেড়ে চা বাগান তৈরির কাজে ঝুঁকে পড়ছে। |
|
|
সারদাপীঠের পাঁচিল ভাঙল হাতি |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|