হাতির হানায় মৃত রানিচেরা বাগানে
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে ডুয়ার্সের রানিচেরা চা বাগানের নিউ স্টেশন লাইনে একটি দলছুট দাঁতালটি ঢুকে পড়ে। সেই সময় সাইকেল চালিয়ে ফ্যাক্টরিতে কাজে যাচ্ছিলেন কিলবিউস মিন্জ (৩৬)। আচমকাই তাঁর সামনে দাঁতালটি চলে আসে। কিলবিউসকে শুঁড়ে উঠিয়ে আছাড় মারে দাঁতালটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরে বাগান জুড়ে দাঁপিয়ে বেড়ায় দাঁতালটি। নিউস্টেশন এলাকার শ্রমিক বস্তিতে ঢুকে একটি গরুকেও মারে হাতিটি। রানিচেরা থেকে বার হয়ে ডামডিম ও ওদলাবাড়ি এলাকার মাঝখানে সাইলি মোড়ে ৩১নং জাতীয় সড়কে ওঠে দাঁতালটি। জাতীয় সড়কে হাতি দেখে আতঙ্কিত হন বাসিন্দারা। মালবাজার বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা হাতিটিকে জাতীয় সড়ক পার করে চেল নদীর পাশে তারঘেরার জঙ্গলে পাঠাতে সক্ষম হন। দাঁতালটি ভুট্টাবাড়ির জঙ্গল থেকে রানিচেরায় ঢুকে পড়েছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। জলপাইগুড়ির ডিএফও সুমিতা ঘটক জানিয়েছেন, মৃতের পরিবারকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।
|
|
ভয়ানক ভীমরুল। হুগলিতে তাপস ঘোষের তোলা ছবি। |
|
সাপের ছোবলে মৃত্যু হয়েছে দশ বছরের এক বালকের। পুলিশ জানিয়েছে, মৃত রামনারায়ণ মোদকের বাড়ি পাড়া থানার ধুলাবাইদ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনারায়ন ভাগাবাইদ প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার পরে গ্রামের মাঠে সে খেলতে গিয়েছিল। সেই সময়েই তাকে সাপে ছোবল মারে। তার ঠাকুরমা আষাড়ি মোদক জানান, নাতি খেলার মাঠ থেকে অসুস্থ অবস্থায় ফিরে আসে। তাকে নিয়ে যাওয়া হয় পাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র। সেখান থেকে পাঠানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে। সোমবার রাতে তার মৃত্যু হয়।
|
হাতির হামলায় সাতটি ঘর ভেঙে গিয়েছে। মধু চা বাগানে সোমবার গভীর রাতে তিনটি হাতি হামলা চালায়। মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের আধিকারিক মধুরমিলন ঘোষ বলেন, “প্রায় প্রতি রাতেই এলাকায় হাতির উপদ্রব হচ্ছে। সোমবার রাতেও হয়। খবর পেয়ে রাতেই বন কর্মীরা মধু চা বাগানে হাতি তাড়াতে যায়।”
|
|
বাসা তৈরিতে ব্যস্ত বাবুই। বালুরঘাটে অমিত মোহান্তের তোলা ছবি। |
|