জাতীয় সড়ক মেরামতির দাবিতে লাগাতার সড়ক অবরোধের হুমকি দিল উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং জেলার বণিক সভা চেম্বার অব কমার্স। গত দু’মাসে জাতীয় সড়ক মেরামতের দাবিতে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি থেকে শুরু করে পরিবহণ ধর্মঘটের পরেও, মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হয় নি বলে দুই সংগঠনের অভিযোগ। সে কারণেই আরও এক সপ্তাহ অপেক্ষা করে, অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিন মঙ্গলবার দুটি সংগঠনের সদস্যরা রায়গঞ্জে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনের বিষয়টি এদিন লিখিতভাবে বিষয়টি জেলাশাসককেও জানানো হয়েছে।
জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দীর্ঘদিন ধরেই সড়ক মেরামত করার অনুরোধ করা হচ্ছে। এদিনও ফের জানানো হয়েছে। তাঁরা খুব শীঘ্রই সড়ক মেরামতের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।” জাতীয় সড়কের মালদহ বিভাগের প্রকল্প অধিকর্তা মহম্মদ সইফুল্লা বলেন, “প্রশাসনিক জটিলতার কারণে জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু করতে সাময়িক দেরি হচ্ছে। তবে শীঘ্রই সমস্যার সমাধানের চেষ্টা চলছে।” |
অভিযোগ, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি শুরু হতেই জাতীয় সড়কে এক হাত অন্তর অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। করণদিঘি, রায়গঞ্জ ও ডালখোলার বিভিন্ন এলাকার জাতীয় সড়কে পিচের চাদর উঠে গিয়ে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে যানজটের জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এই পরিস্থিতিতে গত তিন দিনের টানা বৃষ্টিতে জাতীয় সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ। বেহাল জাতীয় সড়কে চলাচল করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গত সোমবার রায়গঞ্জ, ডালখোলা ও শিলিগুড়ি রুটের চারটি বাস উল্টে অন্তত ৩০ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, জাতীয় সড়ক মেরামতের দাবিতে গত মে ও জুন মাস জুড়ে রায়গঞ্জে যৌথভাবে বিক্ষোভ মিছিল, বেসরকারি পরিবহণ ধর্মঘট করেন বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন ও চেম্বার অব কমার্সের সদস্যরা। পাশাপাশি, গত দু’মাসে অন্তত সাতটি চিঠি দিয়ে জেলা প্রশাসন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে সমস্যার কথা জানিয়ে সড়ক মেরামতের দাবি জানানো হয়েছে বলে দাবি।
বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “প্রতিদিনই একাধিক বাস বিকল হয়ে পড়ছে। যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। ক্ষতির আশঙ্কায় একাংশ মালিক ও চালকরা রাস্তায় বাস নামাতে চাইছেন না। আগামী একসপ্তাহের মধ্যে জাতীয় সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া না হলে শতাধিক বাস নিয়ে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে।” সংগঠন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রায়গঞ্জ থেকে ডালখোলা হয়ে প্রায় ২০০টি বেসরকারি বাস শিলিগুড়ি যাতায়াত করে। চেম্বার অব কমার্সের জেলা সম্পাদক জয়ন্ত সোম বলেন, “জাতীয় সড়কে দিনভর যানজট ও দুর্ঘটনা লেগে থাকায় ব্যবসায়ীরা ঠিকমতো পণ্য আমদানি রফতানি করতে না পেরে ক্ষতির মুখে। অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জেলাবাসীর স্বার্থে গ্রেফতার হতেও প্রস্তুত।” |