দক্ষিণ মুম্বইয়ে বহুতলে আগুন |
আজ সকালে দক্ষিণ মুম্বইয়ের একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। বাড়িটিতে মাদক নিয়ন্ত্রণ শাখা, আয়কর বিভাগের মত গুরুত্বপূর্ণ দফতর রয়েছে। ঘটনাস্থলে দমকলে ১২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। বহুতলের সমস্ত কর্মচারীদের বাড়ির বাইরে আনা হয়েছে। দমকল সূত্রে এখনও কারও মৃত্যু বা আহত হওয়ার খবর নেই। তবে তারা জানিয়েছে, বাড়িটিতে থাকা সমস্ত নথি-পত্র নষ্ট হয়ে গিয়েছে।
|
জোড়াবাগানে বাড়ির বারান্দা ভেঙে মৃত ১ |
কলকাতার জোড়াবাগান এলাকায় ৩২, মহর্ষি দেবেন্দ্র রোডের পুরনো বাড়ির বারান্দা ভেঙে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল ৯.৩০ নাগাদ হঠাত্ই বাড়ির ঝুল বারান্দাটি ভেঙে পড়ে। সে সময় সেখান দিয়ে একজন মালবাহক যাচ্ছিলেন। চাঙড় এসে তাঁর মাথায় পড়ে। আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করে। বারান্দার নীচে আরও এক মহিলা সে সময় রান্না করছিলেন। তিনিও গুরুতর জখম হন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বাড়ির মালিকের খোঁজ করছে পুলিশ।
|
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২২ |
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার আচে প্রদেশ। মাত্র ১৫ সেকেন্ডের কম্পনে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেশ কিছু বহুতল ভেঙে পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল প্রায় ৬.২। গত কাল পর্যন্ত পাঁচ জন মারা গেলেও আজ মৃতের সংখ্যা বেড়ে হয় ২২। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পড়ে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি। যদিও সুনামি নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।
|