সিপিএমের জেলা কমিটির সদস্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাথা হওয়ায় সেই সংস্থাকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। কাঁকসায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তা সামনে আনারও চেষ্টা করছে তারা।
বছর দশেক আগে মূলত সাংসদ তহবিলের টাকায় কাঁকসা পঞ্চায়েত সমিতি পানাগড়ে একটি দ্বিতল ‘কমিউনিটি সেন্টার’ গড়ে তোলে। নির্মাণ কাজের তদরকিতে প্রধান ভূমিকা নিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তৃণমূলের অভিযোগ, সিপিএমের জেলা কমিটির সদস্য পারশ তিওয়ারি ওই সংস্থার সম্পাদক। ২০০৫ সালে বার্ষিক ১০ হাজার টাকায় পাঁচ বছরের জন্য সংস্থাটিকে কমিউনিটি সেন্টার ‘লিজ’ দেয় সিপিএম পরিচালিত পঞ্চায়েত সমিতি। বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংস্থার। কমিউনিটি সেন্টার ভাড়া দিয়ে আয়ও করে তারাই। ২০১১ সালের জুলাইয়ে লিজের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। তবে এ বার লিজ বাবদ ভাড়া বাড়িয়ে বার্ষিক ১৫ হাজার টাকা করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা সূত্রে জানা যায়, কমিউনিটি সেন্টারের একতলার একটি ঘর সংস্থার কার্যালয় হিসাবে ব্যবহার করা হয়। বাকি বাড়ি বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাতের জন্য ভাড়া নেওয়া হয় ৫ থেকে ৭ হাজার টাকা। তৃণমূলের অভিযোগ, সারা বছর এ ভাবে কমিউনিটি সেন্টার ভাড়া দিয়ে মোটা টাকা আয় করে সংস্থাটি। কিন্তু পঞ্চায়েত সমিতি পায় মাত্র ১৫ হাজার টাকা। |
তৃণমূলের কাঁকসা ব্লক যুব সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় এ বার ওই পঞ্চায়েত সমিতির প্রার্থী। তাঁর অভিযোগ, “বছরের পর বছর ধরে সিপিএম নিজের মতো করে জনগণের সম্পত্তি ব্যবহার করে পকেট ভরেছে। কমিউনিটি সেন্টার তার এক উদাহরণ!” তাঁর দাবি, তৃণমূলের পক্ষ থেকে এই অনিয়ম নিয়ে পঞ্চায়েত সমিতিতে অভিযোগ করা হয়েছে। কিন্তু সিপিএম পরিচালিত পঞ্চায়েত সমিতির তা নিয়ে কোনও হেলদোল নেই।
স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক পারশবাবু অবশ্য দাবি করেন, বছরে খুব বেশি বার ভাড়া হয় না। যাঁরা ভাড়া নেন, তাঁদের অনেকের আর্থিক সঙ্গতিও যথেষ্ট নয়। তাঁরা পুরো ভাড়া দিতে পারেন না। তাঁর বক্তব্য, “অনেক দুঃস্থ মানুষ পারিবারিক প্রয়োজনে সেন্টারটি ভাড়া নেন। তাঁরা যেমন পারেন, তেমনই ভাড়া দেয়। নিয়ম করে ‘অডিট’ করা হয়। এতে গোপনীয় কিছু নেই।” পারশবাবুর কটাক্ষ, প্রচারে তেমন কল্কে না পেয়েই ‘কমিউনিটি সেন্টার’ নিয়ে বাজার গরম করছে তৃণমূল।
পঞ্চায়েত সমিতির সিপিএম সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় জানান, কাঁকসা ব্লকে আর কোনও স্বেচ্ছাসেবী সংস্থা আগ্রহ না দেখানোয় পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে আলোচনা করে ওই সংস্থাকে ‘কমিউনিটি সেন্টার’ লিজ দেওয়া হয়। তিনি বলেন, “যা হয়েছে, নিয়ম মেনেই হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূল অযথা জলঘোলা করার চেষ্টা করছে। তবে তাতে লাভ হবে না।” তৃণমূল নেতা পল্লববাবু পাল্টা বলেন, “মানুষ এর জবাব দেবেন ব্যালটে।” |