তিন মাসের বকেয়া বেতন ও অবিলম্বে উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ দেখালেন দুর্গাপুরের লেনিন সরণির একটি বেসরকারি কারখানার শ্রমিক-কর্মীরা। মঙ্গলবার কারখানার গেটে প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখান তাঁরা। পরে কোকওভেন থানা থেকে পুলিশ এসে বিক্ষোভকারী এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ ইনগট তৈরির ওই কারখানার গেটে বিক্ষোভ শুরু করেন শ’খানের শ্রমিক কর্মী। কারখানার ভেতরে তখন ছিলেন জনাছয়েক আধিকারিক। শ্রমিকদের অভিযোগ, কারখানায় প্রায় পাঁচশো কর্মী ও শ্রমিক কাজ করেন। কিন্তু তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। শেষ ১৫ দিন কর্তৃপক্ষ উৎপাদনও বন্ধ রেখেছেন বলে জানান তাঁরা। তাঁদের আশঙ্কা, কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিতে পারেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। চালু করতে হবে উৎপাদনও। |
বিক্ষোভকারীদের পক্ষে গৌরাঙ্গ গড়াই বলেন, “এর আগেও একাধিকবার বেতন বকেয়া রাখা হয়েছে। সময়ে বেতন না দেওয়া রেওয়াজে পরিণত করে ফেলেছেন কারখানা কর্তৃপক্ষ। রাজনৈতিক মত নির্বিশেষে সব শ্রমিক-কর্মী একসঙ্গে বিক্ষোভে নেমেছি।”
বিক্ষোভ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু বিক্ষোভ তুলে নিতে বললে বিক্ষোভকারীরা জানান, কারখানা কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পেলে তাঁরা বিক্ষোভ তুলবেন না। এরপরে পুলিশ কারখানার ভিতরে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিক্ষোভকারীদের জানায়, শুক্রবারের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ। তবে কাঁচামাল না আসায় এখনই উৎপাদন শুরুর ব্যাপারে আশ্বাস দিতে পারেননি তাঁরা। এরপরেই বিক্ষোভ উঠে যায়। কারখানার এক আধিকারিক অজয় পাণ্ডে বলেন, “বিষয়টি নিয়ে কথা বলার এক্তিয়ার আমার নেই। তবে ঘটনার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব।”
ম্যানেজার ঘেরাও। পদোন্নতিতে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ম্যানেজারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিটু। মঙ্গলবার অন্ডালের মধুসূদনপুর কোলিয়ারির ঘটনা। সিটু নেতা মলয় বসুরায়ের অভিযোগ, এক সুইচ কর্মীকে সুইচ অ্যাটেন্ডেন্সের কাজ করানো হচ্ছে। কোলিয়ারির ম্যানেজার এ কে মুরারি জানান, বিষয়টি আলোচনা করে মিটিয়ে ফেলা হবে। |