টুকরো খবর
|
ছিঁড়ল পোস্টার, পতাকা খুলে নিয়ে গেল দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
|
রানিগঞ্জের বল্লভপুরে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার সিপিএম সমর্থকেরা রানিগঞ্জ বল্লভপুর রাস্তা ঘণ্টা খানেক অবরোধ করে বিক্ষোভ দেখাল। সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্ত জানান, সোমবার রাতে তৃণমূল সমর্থকেরা তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে ১০টির বেশি পোস্টার ছিঁড়ে ফেলেছে। মঙ্গলবার সকালে তারা রানিগঞ্জের বল্লভপুর পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল অভিযোগ অস্বীকার করেন। পুলিশ জানায়, তদন্ত চলছে। অন্ডালের সিদুলিতে সিপিআইয়ের পতাকা খুলে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিপিআই-এর বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলির সদস্য প্রভাত রায় জানান, মঙ্গলবার সকালে তারা দেখেন তাদের কোল বেল্ট ইস্ট লোকাল কমিটির কার্যালয় এবং সংলগ্ন এলাকা থেকে ১৬টির বেশি পতাকা কেউ খুলে নিয়ে গিয়েছে।
|
ন্যূনতম বেতনের দাবিতে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ন্যূনতম বেতনের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস অনুমোদিত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্যাজুয়াল ওয়ার্কার্স ইউনিয়ন। মঙ্গলবার পুরসভার মেয়রের কাছে স্মারকলিপিও দেন তাঁরা। তাঁদের দাবি, কর্মীদের ন্যূনতম বেতন ও ক্যাজুয়াল ঠিকা কর্মীদের ব্যাঙ্কের মাধ্যমে বেতন দিতে হবে। সংগঠনের সম্পাদক পার্থ ভট্টাচার্যে অভিযোগ, বহুদিন থেকেই বিষয়গুলি নিয়ে দাবি জানাচ্ছেন। কিন্তু পুর কর্তৃপক্ষ কথা কানে তুলছেন না। এ দিন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
|
গুলিতে জখম
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ দুর্গাপুরের আমরাই এলাকায় গুলিবিদ্ধ হলেন এক ব্যাক্তি। পুলিশ জানিয়েছে, শেখ আবু তালেব নামে ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কানে গুলি লেগেছে তাঁর। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গাঁজার কারবার চলে। শেখ আবু তালেব প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে। আসানসোল দুর্গাপুরের এডিসিপি পূর্ব সুনীল যাদবের নেতৃত্বে এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ। গুলি করার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
|
বিদ্যুত্ নেই, ক্ষোভ শ্রীখণ্ডে
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
|
তিন দিন ধরে বিদ্যুত্ না থাকায় ক্ষুব্ধ কাটোয়ার শ্রীখণ্ড এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই এলাকার একাংশে বিদ্যুত্ না থাকার অভিযোগে বিদ্যুত্ বণ্টন সংস্থার কাটোয়া শাখায় তাঁরা বারবার যোগাযোগ করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। গ্রামবাসীদের দাবি, গ্রাম পঞ্চায়েত দফতর সংলগ্ন এলাকায় বিদ্যুত্ নেই। পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুত্ বণ্টন দফতর সূত্রে জানা গিয়েছে, ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ার জন্য ওই এলাকায় বিদ্যুত্ পরিষেবা বিঘ্নিত হচ্ছে। ট্রান্সফর্মার বদলানোর জন্য প্রয়োজনীয় ব্যস্থা নেওয়া হচ্ছে।
|
কারখানায় আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বয়লার ফেটে আতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গাপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায়। মঙ্গলবারের ঘটনা। তখন কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। সামান্য চোট পেয়েছেন তাঁরা। তবে কারখানার ভিতরে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
|
লরি চুরি, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
লরি চুরি করে পালানোর সময় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের এগারো মাইলের কাছ থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ জুম্মান ও মহম্মদ ওয়াসিম। তাঁদের বাড়ি যথাক্রমে হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা সেকেন্ড লাইন এলাকায় ও টিকিয়াপাড়ায়।
|
জয়ী বার্নপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত রাজলক্ষ্মী ঘটক স্মৃতি আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল বার্নপুর বয়েজ হাইস্কুল। আসানসোল স্টেডিয়ামের খেলায় মহিশীলা বয়েজ হাই স্কুলকে ১-০ গোলে হারায় তারা।
|
হারল প্রিন্স ক্লাব
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
|
আসানসোল স্টেডিয়ামে চলছে ইন্টারস্কুল ফুটবল প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র। |
গোপালনগর ক্রিকেট ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল মহিশীলা অরবিন্দ সঙ্ঘ। গোপালনগর মাঠে তারা প্রিন্স ক্লাবকে ৩-১ গোলে হারায়।
|
অশালীনতায় ধৃত |
এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সালানপুর থানার পুলিশ। ধৃতের নাম দয়াময় রক্ষিত। সোমবার বিকেলে সালানপুর থেকে পুলিশ তাকে ধরে।
|
কোথায় কী |
বর্ধমান
ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি-র কর্মীদের নিয়ে আলোচনাচক্র।
স্থান: জেলা বিজ্ঞান কেন্দ্র। চলবে পাঁচ দিন। সকাল ১০টা।
দুর্গাপুর
সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। স্থান: নেহেরু স্টেডিয়াম।
বিকেল ৪টে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা। |
|