l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
দিল্লি বিস্ফোরণ: নতুন তথ্য
মেট্রোয় ছিনতাইয়ের চেষ্টা
নিরাপত্তা নিয়ে আশঙ্কায় বড়বাজারের ব্যবসায়ীরা
বিস্তারিত...
দুঃসহ স্মৃতির সরণি বেয়ে যাত্রা রিঙ্কুর
অরুণাক্ষ ভট্টাচার্য • বারাসত
ঠিক এক বছর পর মাঝরাতে সেই ‘বধ্যভূমি’তে পা রাখলেন তিনি। দেখলেন, কার্যত কিছুই পাল্টায়নি। এ দিনও তাঁকে সহ্য করতে হল মত্ত সমাজবিরোধীদের কটূক্তি। রাত তখন সাড়ে ১১টা। সেই বারাসত স্টেশন। এক বছর আগে কাজ থেকে ফিরে যে স্টেশনে নেমেছিলেন তিনি। সেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের রাস্তা। যে রাস্তা দিয়ে ভাই রাজীব তাঁকে নিয়ে গিয়েছিল সাইকেলে চাপিয়ে। সেই আদালত চত্বর। যেখান থেকে তাঁদের পথ আটকে দাঁড়িয়েছিল তিন নেশাগ্রস্ত যুবক। ভাই-বোনকে ‘ভ্যালেন্টাইন’ ভেবে গায়ে ঢেলে দিয়েছিল মদ। দিদির ‘আব্রু’ রক্ষা করতে গিয়ে একের পর এক ছুরির ঘা খেয়ে লুটিয়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব। ।
বিস্তারিত...
জুয়ার প্রতিবাদ, রাস্তায় বেধড়ক মার অটোচালককে
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর
সাট্টা ও জুয়া খেলার প্রতিবাদ করায় হাসপাতাল থেকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হল এক অসুস্থ অটোচালককে। রেয়াত করা হল না তাঁর স্ত্রীকেও। ভদ্রেশ্বরের বাসিন্দা সুব্রত দে নামে ওই অটোচালক সোমবার স্ত্রীকে নিয়ে চন্দননগর হাসপাতালে গিয়েছিলেন। সুব্রতকে চিকিৎসকের ঘর থেকে বের করে এনে রাস্তায় ফেলে মারে বেশ কিছু যুবক। তাদের মধ্যে অটোচালকদের একাংশও ছিল বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুব্রতকে ওই হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই অটোচালকের মাথার আঘাত গুরুতর। ‘স্ক্যান’ জরুরি।
বিস্তারিত...
দলের হাতে প্রহৃত প্রতিবাদী তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এক পান-বিড়ির দোকানদারকে ‘উৎখাত করে’ সেখানে দলীয় কার্যালয় করার প্রতিবাদ করায় নিজের দলেরই লোকজনের হাতে মার খেলেন এক তৃণমূল নেতা। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মীও। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানার পাশেই নস্কর পাড়া রোডে। পুলিশ জানায়, আহত তৃণমূল নেতা ও কর্মীর নাম সুরজিৎ নস্কর এবং গৌতম শেঠ। সুরজিৎবাবু উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের সম্পাদক। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে দু’টি পাড়ার মধ্যে গোলমাল বলে দাবি করা হয়েছে। অন্য দিকে, এই ঘটনা তৃণমূলের স্বাভাবিক পরিণতি বলে কটাক্ষ করেছে সিপিএম।
বিস্তারিত...
মাইক বাজানোর ‘প্রতিবাদ’
করায় ‘মারধর’ ভাটপাড়ায়
নিজস্ব সংবাদদাতা • ভাটপাড়া
বাড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ‘তারস্বরে’ মাইক বাজানোয় তাঁর মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে বলে পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন জুটমিলের কর্মী দেবাশিস পাল। রবিবার রাতে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানানোর ‘অপরাধে’ তাঁকে মারধর করা হয় বলে দেবাশিসবাবুর অভিযোগ। ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা এলাকার তৃণমূল কাউন্সিলর মোহন দাস অবশ্য মারধরের অভিযোগ মানতে চাননি। ভাটপাড়ার পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ দাবি করেছেন, ওই অনুষ্ঠানে মাইক ব্যবহারই করা হয়নি। এলাকার জনাতিরিশ বাসিন্দা অবশ্য সোমবার ভাটপাড়া তদন্ত কেন্দ্রে দেবাশিসবাবুর বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেন। তাতে দাবি করা হয়েছে, ওই অনুষ্ঠানে মাইক বাজানো হয়নি।
বিস্তারিত...
বাবার ‘খুনিদের’ চরম
শাস্তি চান সোনামণি অধিকারী
পীযূষ সাহা • গাজল
ছোটবেলা থেকে এক সঙ্গে বড় হয়ে ওঠা। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এক সঙ্গেই পড়া। সহপাঠী তো বটেই, দু’জনে ঘনিষ্ঠও বন্ধুও। সেই বন্ধুর হাতেই যে বাবা ‘খুন’ হয়ে যাবেন, এখনও ভাবতে পারছেন না সোনামণি অধিকারী। সেই বন্ধু প্রসেনজিৎ বিশ্বাসের তাই ‘চরম শাস্তি’ চান মালদহ কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোনামণি। সোনামণির বাবা, পেশায় কৃষিজীবী গোপাল অধিকারীর মৃত্যুর খবর গাজল থানার গারাধোল গ্রামে চাউর হতেই প্রসেনজিৎ-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছেন গ্রামের বাসিন্দারাও। প্রেমে ‘প্রত্যাখ্যাত’ হয়ে গোপালবাবুকে লাঠি, উইকেট দিয়ে পেটানো ও হাঁসুয়ার কোপে খুন করার অভিযোগ উঠেছে প্রসেনজিৎ, তাঁর ভাই চিরঞ্জিৎ, কাকা সুশান্ত বিশ্বাস ও খুড়তুতো ভাই রমেনের বিরুদ্ধে। গুরুতর জখম গোপালবাবু রবিবার মারা যান কলকাতার নার্সিংহোমে।
বিস্তারিত...
মোর্চার অনুরোধে মমতা এক দিন সফর পিছোলেন
কিশোর সাহা • শিলিগুড়ি
গোর্খা জনমুক্তি মোর্চা নেতাদের অনুরোধে একদিনের জন্য দার্জিলিং সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর দার্জিলিঙে যাওয়ার কথা ছিল। কিন্তু, ওই সময়ে মোর্চার শীর্ষ নেতৃত্ব দেরাদুনে একটি অনুষ্ঠানে যাবেন। সেই জন্য তাঁরা সফর একদিন পিছোতে অনুরোধ করেন। মোর্চা নেতাদের আর্জি মেনে সফর একদিনের জন্য পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোর্চা সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে পরিবর্তিত সফরসূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে। দাজির্লিং জেলা প্রশাসনের কাছেও সে খবর পৌঁছেছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, প্রথমে ঠিক হয়েছিল, মুখ্যমন্ত্রী ২৭ ফেব্রুয়ারি পৌঁছবেন। পরের দিন দার্জিলিং জিমখানা ক্লাবে বৈঠক করবেন।
বিস্তারিত...
দুর্ঘটনায় বেঁচে গেল শুধু ৩ মাসের শিশুকন্যা
নিজস্ব সংবাদদাতা • বাগনান
সেতু থেকে প্রায় ৫০ মিটার নীচে নদীতে পড়ল গাড়িটি। বাবা, মা, দাদা সবাই মারা গেলেন। বেঁচে রইল শুধু তিন মাসের মেয়েটি। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে নেপালের কুলেখানির কাছে। গাড়িটিতে মোট ১২ জন ছিলেন। পাঁচ জন মারা গিয়েছেন। জীবিত সাত জনের মধ্যে তিন মাসের মেয়ে সিথুও আছে। সে বুঝতেও পারছে না, বাবা সুনীল রায় (২৬), মা টুম্পা রায় (২৪) ও দাদা শঙ্কু রায় (৩)-এর সঙ্গে তার আর দেখা হবে না। সুনীলবাবুরা হাওড়ার বাগনানের বাসিন্দা। মৃতদের মধ্যে দু’জনের বাড়ি নেপালে। নেপালে বসবাসকারী আত্মীয়দের কাছ থেকে ওই দিন সন্ধ্যায় দুঃসংবাদ পেয়েছিলেন সুনীলের বাবা প্রফুল্লবাবু। সোমবার সকাল থেকে নিজের বাড়িতে বসে ছিলেন টেলিভিশনের সামনে।
বিস্তারিত...
রাজ্য সম্মেলনে ‘পর্যবেক্ষক’ সভাধিপতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
জেলা কমিটিতে তাঁর নাম নেই। জেলা থেকে রাজ্য সম্মেলনের জন্য যে প্রতিনিধি-তালিকা তৈরি করা হয়েছে, সেখানেও তাঁর নাম নেই। শেষ পর্যন্ত সিপিএম রাজ্য কমিটিই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্যকে রাজ্য সম্মেলনে জেলার ‘পর্যবেক্ষক’ মনোনীত করল। এ ঘটনায় জেলা সিপিএমের অন্দরে শোরগোল পড়েছে। অন্তরাদেবীকে জেলা কমিটিতে না-রাখার ‘প্রতিবাদে’ আগেই সোচ্চার হয়েছিলেন দলের একাংশ। সিপিএম রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে জেলায় দলের সেই ক্ষুব্ধ অংশ যেমন ‘খুশি’, তেমনই কিছুটা অস্বস্তিতে জেলা নেতৃত্ব। সদ্য-সমাপ্ত সিপিএম জেলা সম্মেলন থেকেই রাজ্য সম্মেলনের জন্য প্রতিনিধিদের নাম চূড়ান্ত হয়। জেলা কমিটি কিংবা রাজ্য সম্মেলনের প্রতিনিধি, দু’টো ক্ষেত্রেই জেলা সম্পাদক দীপক সরকারদের পেশ করা তালিকাই ‘সর্বসম্মতিক্রমে’ গৃহীত হয়।
বিস্তারিত...
হারানো মেয়েকে ফিরিয়ে দিল অচেনা গ্রাম
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
মসজিদে মসজিদে শুরু হয়েছে হারানো মেয়ের সন্ধানে প্রচার। গ্রামে গ্রামে মাইক হাতে ভ্যান রিকশায় ঘুরছেন মা ও বাবা। সকালে বাড়ির উঠোনে খেলতে খেলতে উধাও এক বছরের ছোট্ট জিন্নাতুন খাতুন। ঠিক মতো কথাও ফোটেনি। প্রায় ১২ ঘণ্টা পরে সেই মেয়েকে ফিরিয়ে দিয়ে গেলেন অজানা অচেনা গ্রামবাসীরা। জিন্নাতুনের মা মর্জিনা বিবি মেয়েকে কোলে নিয়ে কেঁদে ফেললেন। বললেন, “এখনও ফরিস্তারা রয়েছেন। এ আমার ও আমার মেয়ের নতুন জন্ম হল।” মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লবনচোয়া গ্রাম লাগোয়া চাঁদপুরে সারা দিনের উৎকণ্ঠা কেটে তখন খুশির তুফান। বাড়ির সামনেই রোজ খেলে জিন্নাতুন। তার তেমন কোল বাছাবাছি নেই। সারা গ্রামই যেন তার পরিবার। ফুটফুটে সেই শিশুকন্যাকে ভালবাসেন গ্রামের মানুষও।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শরিককে দুষেও
ঐক্যের ডাক
অচলাবস্থা বরদাস্ত
হবে না: ব্রাত্য
দক্ষিণবঙ্গ
মনে হচ্ছে বাম জমানাতেই
আছি, বললেন প্রদেশ
কংগ্রেস সভাপতি
পুলিশের উপরে হামলায়
ধৃত ৭ জনের জেল-হাজত
বর্ধমান
একশো দিনে মজুরি
কত, জানাল পুতুল
ফের মাটি ফুঁড়ে ধোঁয়া,
আতঙ্ক সাঁকতোড়িয়ায়
পুরুলিয়া
নানা অভিযোগে তালা
দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলে
স্বনির্ভর গোষ্ঠীর বাধায়
ফের রান্না বন্ধ
মুর্শিদাবাদ
রাস্তায় যত্রতত্র গাড়ি
রাখলেই ‘হুইল লক’
পুরপ্রধানের
বাড়িতে হামলা
মেদিনীপুর
রাজনৈতিক অস্থিরতা
অব্যাহত জেলা জুড়েই
উন্নয়নের কাজ খতিয়ে
দেখলেন অতিরিক্ত সচিব
কলকাতা
২৯.২/১৪.৪
আজকের দিনে
♥
সেন্ট ভ্যালেন্টাইন্স ডে।
• ১৯৯০:
অভিনেত্রী
দীক্ষা শেঠের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.