গোর্খা জনমুক্তি মোর্চা নেতাদের অনুরোধে একদিনের জন্য দার্জিলিং সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর দার্জিলিঙে যাওয়ার কথা ছিল। কিন্তু, ওই সময়ে মোর্চার শীর্ষ নেতৃত্ব দেরাদুনে একটি অনুষ্ঠানে যাবেন। সেই জন্য তাঁরা সফর একদিন পিছোতে অনুরোধ করেন। মোর্চা নেতাদের আর্জি মেনে সফর একদিনের জন্য পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মোর্চা সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে পরিবর্তিত সফরসূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে। দাজির্লিং জেলা প্রশাসনের কাছেও সে খবর পৌঁছেছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “প্রথমে ঠিক হয়েছিল, মুখ্যমন্ত্রী ২৭ ফেব্রুয়ারি পৌঁছবেন। পরের দিন দার্জিলিং জিমখানা ক্লাবে বৈঠক করবেন। কিন্তু, ওই সময়ে দলের সভাপতি বিমল গুরুঙ্গকে দেরাদুনে যেতে হবে। দলের প্রথম সারির অনেক নেতাই সেখানে যাবেন। সেটা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। উনি দিন পিছিয়ে দিয়েছেন। আমরা খুশি।”
প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ২৯ ফেব্রুয়ারি শিলিগুড়ি পৌঁছে সরাসরি দার্জিলিঙে যাবেন। যেহেতু ওই সময়ে স্কুল-কলেজে নানা পরীক্ষা চলবে সে জন্য প্রকাশ্য কোনও অনুষ্ঠান মুখ্যমন্ত্রী করবেন না। তবে দার্জিলিঙের জিমখানা ক্লাবে মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করে সাধারণ পাহাড়বাসীর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে সেদিন মুখ্যমন্ত্রী সান্দাকফু যেতে পারেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সান্দাকফু এলাকায় পর্যটন প্রসারের সম্ভাবনার বিষয়টি মুখ্যমন্ত্রী সরেজমিনে দেখার বিষয়ে আগ্রহী।
মোর্চা সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে মোর্চা নেতাদের তরফে তাঁকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) চুক্তি রূপায়ণের ছাড়পত্র নিয়ে টালবাহানার অভিযোগ জানানো হয়। সেদিনই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দফতরে ফোন করে বিষয়টি জানিয়ে দ্রুত জিটিএও রূপায়ণের ব্যাপারে উদ্যোগী হন। জিটিএ রূপায়ণ নিয়ে টালবাহানা চলতে থাকলে পাহাড়ে প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা করেন মোর্চা নেতৃত্ব। শনিবার সকালে মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন।
সেদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দিনক্ষণও দিল্লি থেকে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়।
তাই দিল্লির বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরকে ঘিরে মোর্চার কর্মী-সমর্থকদের প্রতাশ্যাও বাড়ছে। |