টুকরো খবর |
নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
ছাত্র পরিষদ ছাড়া অন্য ছাত্র সংগঠন মনোনয়নপত্র তুলল না মালদহের চাঁচল কলেজে। সোমবার ছিল ওই কলেজে মনোনয়নপত্র তোলার দিন। ২৮টি আসনের জন্য ছাত্র পরিষদের তরফে মনোনয়নপত্র তোলা হয়। তবে এসএফআইয়ের তরফে একটিও মনোনয়নপত্র তোলা হয়নি বলে কলেজ এবং ওই ছাত্র সংগঠন সূত্রে জানা গিয়েছে। ছাত্র পরিষদে হামলার আশঙ্কায় চাঁচল কলেজে তারা অংশ নিচ্ছে না বলে এসএফআইয়ের তরফে অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ছাত্র পরিষদ। সংগঠনের নেতা সৌরভ চক্রবর্তী বলেন, “চাঁচল কলেজে ওঁদের পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে মনোনয়নপত্র তোলেনি। এখন অযথা ছাত্র পরিষদকে দোষারোপ করা হচ্ছে।” সংগঠন এখনও গড়ে না ওঠায় টিএমসিপির তরফেও মনোনয়নপত্র তোলা হয়নি বলে জানানো হয়েছে। সামসি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে জোট বেঁধেই লড়ছে টিএমসিপি ও ছাত্র পরিষদ। এদিন ওই কলেজে ১৯টি আসনের মধ্যে ৯টি করে আসনে প্রার্থী দিয়েছে দুই ছাত্র সংগঠন। একটি আসনে অবশ্য দুই সংগঠনই প্রার্থী দিয়েছে! পাশাপাশি ছাত্র সংসদ ধরে রাখতে জোট বেঁধে লড়াই করছে এসএফআই-পিএসইউ। এসএফআই ১৪টি ও পিইউসি ৫টি আসনে প্রার্থী দিয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র তোলা নিয়ে টিএমসিপি-সিপি জোটের সঙ্গে এসএফআইয়ের ব্যাপক সংঘর্ষ হয়। তারপর এদিন মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কলেজে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
|
ধিক্কার দিবস
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
কলেজের অধ্যক্ষ নিগ্রহের ঘটনার জেরে সোমবার ধিক্কার দিবস পালন করল তৃণমূল ছাত্রপরিষদ। এদিন টিএমসিপি সমর্থক কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকশিক্ষিকারা কালো ব্যাজ পরে ধিক্কার দিবস পালন করেন। জোট করে ভোটে লড়লেও সিপি এবং টিএমসিপি’র মধ্যে সাধারণ সম্পাদক পদ নিয়ে টানাপোড়েন শুরু হয়। গত শনিবার ছাত্র ব্লক এবং টিএমসিপি’র তরফে সম্পাদক পদ নিয়ে একটি প্যানেল অধ্যক্ষের কাছে জমা পড়তেই সিপি তা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে। সেই অধ্যক্ষের হাত থেকে নির্বাচল সংক্রান্ত ফাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। এর জেরেই হাতে চোট পান অধ্যক্ষ। টিএমসিপি’র হলদিবাড়ি ব্লক সম্পাদক সম্পাদক পবিত্র রায় বলেন, “ছাত্র পরিষদের ভূমিকাকে ধিক্কার জানাতে এদিন ধিক্কার দিবস পালন করা হয়েছে।” পাশাপাশি, কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচন নিয়ে তৈরি অচলাবস্থা কাটানোর জন্য উপাচার্যের পরামর্শ চেয়েছেন হলদিবাড়ি কলেজের অধ্যক্ষ তরুণ বন্দ্যোপাধ্যায়। কলেজের অধ্যক্ষ তরুণবাবু বলেন, “উপাচাযের্র মত পেলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
|
আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
গত তিনমাস ধরে পেনশন মিলছে না, মিলছে না অবসরকালীন নানা আর্থিক সুযোগ সুবিধে। বারবার কর্তৃপক্ষের কাছে দরবার করেও কোনও লাভ না হওয়ায় এবারে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার ফোরামের সদস্যরা। সোমবার সকাল ১০টা থেকে সংগঠনের কয়েকশো সদস্য রায়গঞ্জ ডিপোতে ডিভিশনাল ম্যানেজারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্য পরিবহণ দফতরের কর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফ্রেব্রুয়ারি মাসের মধ্যে নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন চালু করে অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়া না-হলে ফোরামের তরফে উত্তরবঙ্গে সরকারি বাস পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামবেন বলে হুমকি দেন। ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় বলেন, “অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি পূরণের এক্তিয়ার নেই। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।” ফোরামের নালিশ, সংস্থার ২৭০০ অবসরপ্রাপ্ত কর্মী নভেম্বর মাস থেকে পেনশন পাচ্ছেন না। ২০০৮ সাল থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা গ্র্যাচুইটি, অনুমদিত ছুটির বেতন ও পেনশন বিক্রি বাবদ টাকা পাচ্ছেন না।
|
ডিপো ওঠার সিদ্ধান্তে ক্ষোভ জানালেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুর শহর থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপো উঠে যাওয়ার সিদ্ধান্ত জেনে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। সোমবার ইসলামপুরের সার্কিট হাউজে বসে তিনি বলেন, “শহরের এই ডিপো অনেক পুরনো। তা ইসলামপুর শহর থেকে যাতে না উঠে যায় সে বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রী মদন মিত্রের সঙ্গে কথা বলব।” ইসলামপুর শহর থেকে নিগমের ডিপো উঠে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন ইসলামপুরের সাধারণ মানুষ থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতারা। ডিপোর সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ইসলামপুর ডিপো রক্ষা কমিটি নামে ওই বিক্ষোভ মঞ্চের এক প্রতিনিধি দল সোমবার সার্কিট হাউজে মন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। গ্রন্থাগার মন্ত্রী বলেন, “ইসলামপুর শহর থেকে যে ডিপো উঠে যাচ্ছে তা জানা ছিল না। জানা থাকলে আপত্তি জানাতাম।”
|
গ্রেফতারের দাবি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের শিক্ষক বাবুলাল বালাকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা তপন নাগের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল ছাত্র পরিষদ। সোমবার সংগঠনের তরফে কলেজ চত্বরে গণসই সংগ্রহ অভিযানে নামা হয়। কাল, বুধবার কয়েক হাজার পড়ুয়ার স্বাক্ষরিত ওই স্মারকলিপি উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে জমা দেওয়া হবে। ছাত্র পরিষদ নেতা নবেন্দু ঘোষ বলেন, “ওই শিক্ষক থানায় জানালেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।” তপনবাবু জানান, তাঁর হয়ে বাসিন্দাদের একাংশ থানায় স্মারকলিপি দিয়েছেন।
|
পাট্টা দিল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বোল্লা অঞ্চলের বানহাট এলাকার ৪৩ জন ভূমিহীন, দুঃস্থদের মধ্যে জমির পাট্টা বিলি করল প্রশাসন। সোমবার বালুরঘাটের বিডিও অফিস চত্বরে এক অনুষ্ঠানে মোট ৬ একর ৬৬ শতক কৃষি জমির পাট্টা বিলি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ প্রশান্ত মদুমদার, মহকুমাশাসক দেবপ্রসাদ মুখোপাধ্যায়, বিডিও পঙ্কজ তামাং প্রমুখ। বিডিও জানান, পাট্টা প্রাপকেরা ওই জমিতে বাড়ির পাশাপাশি চাষ আবাদ করে জীবিকা নির্বাহ করতে পারবেন। মাথাপিছু ৭ শতক থেকে সর্বোচ্চ ২০ শতক জমির পাট্টা দেওয়া হয়েছে।
|
অবরোধ, স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
|
পিটিটিআই ছাত্রছাত্রীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল প্রাইমারি টিচার্স ট্রেনিং স্টুডেন্ট ইউনিয়ান। সোমবার বালুরঘাটে জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান বাচ্চু হাঁসদার কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। পাশাপাশি, তাঁরা রঘুনাথপুরের ট্যাঙ্ক মোড়ে প্রায় তিন ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। সংগঠনের সভাপতি রামকৃষ্ণ সরকার বলেন, “প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্রিজকোর্স এবং ডিএড ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। প্রয়োজনে আমরা জোরদার আন্দোলন কর।” সংসদের চেয়ারম্যান বলেন, “প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে সরকারি তরফে নির্দেশিকা আসেনি।”
|
২৩ বন্দির জামিন
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জামিন পেলেন গ্রেটার কোচবিহারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ কর্মী খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত ২৩ জন বন্দি। ওই ঘটনার পর থেকে তারা কোচবিহার জেলে বন্দি ছিলেন। সোমবার কলকাতা হাইকোর্ট তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেছে।
|
দুর্ঘটনায় মৃত্যু |
রাস্তা পার হওয়ার সময়ে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার ডালখোলা বাজার এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ আফতার(২৫)। তাঁর বাড়ি বিহারের বলরামপুর থানার বাগডোগড়া এলাকায়। তিনি ডালখোলায় একটি দোকানে দর্জির কাজ করতেন। এদিন রাস্তা পার হওয়ার সময় রায়গঞ্জগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে।
|
আন্তঃস্কুল ক্রীড়া |
টাউন ক্লাব মাঠে সোমবার থেকে দুই দিনব্যাপী জেলা আন্তবিদ্যালয় ক্রীড়া শুরু হল। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সচিব বিনয়কুমার বসু জানান, জেলার বিদ্যালয়গুলির মোট ৪৩০ জন প্রতিযোগী যোগ দিচ্ছে। মহকুমা স্তরের প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীরা প্রতিযোগিতায় যোগ দিয়েছে। এই প্রথম হলদিবাড়িতে এই প্রতিযোগিতা হচ্ছে।
|
আন্দোলন |
এনবিএসটিসি’র ঠিকা কর্মী ছাটাইয়ের নির্দেশ বাতিলের দাবিতে আন্দোলনে নামল শ্রমিক সংগ্রাম কমিটি। সোমবার সংস্থা কোচবিহার সদর দফতরের সামনে কমিটির সদস্যরা দিনভর অবস্থান বিক্ষোভ করেন।
|
বিক্ষোভ |
এনবিএসটিসির চাঁচল ডিপো তোলার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ট্রাফিক মোড়ে সোমবার দুপুরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ দেখানো হয়। চাঁচল ডিপোকে মালদহ ডিপোর সঙ্গে জোড়ার সিদ্ধান্ত হয়।
|
মেলা, বাড়তি কামরা |
হুজুর সাহেবের মেলা উপলক্ষে বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে হলদিবাড়ি এবং এনজেপি’র মধ্যে যাতায়াতকারি তিনজোড়া ট্রেনে গাড়িতে অতিরিক্ত কামরা জুড়বে উত্তরপূর্ব সীমান্ত রেল। |
|