দিল্লি বিস্ফোরণ: নতুন তথ্য |
সোমবার ইজরায়েলি দূতাবাসকর্মীর গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য অনুযায়ী সন্দেহের তির সিমি ও লস্কর জঙ্গিদের দিকে। যদিও থানা মার্কেটের ফুটেজে সন্দেহজনক কোনও তথ্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রককে ৪৮ ঘন্টার মধ্যেই রিপোর্ট দেওয়া হবে, জানিয়েছে দিল্লি পুলিশ। হামলাকারীরা ৪-৫ জন ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং দুষ্কৃতীরা একটি লাল রঙের বাইক ব্যবহার করেছিল। তারা এখনও দিল্লিতে আছে বলে সন্দেহ গোয়েন্দাদের। বোমাটিতে নাইট্রো গ্লিসারাইড যুক্ত রাসায়ণিক ব্যবহার করা হয়েছে। এই অবস্থায় দিল্লিতে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।
|
আদালত চত্বরে বিবাহ অনুষ্ঠান |
অবসরপ্রাপ্ত আদালতকর্মীর পরিবারের বিয়ের অনুষ্ঠান হল আদালত চত্বরে। খবর পাওয়া মাত্র অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন বিচারক। অনুমতি না-নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ।
|
মেট্রোয় ছিনতাইয়ের চেষ্টা |
ফের মেট্রোয় ছিনতাইয়ের চেষ্টা। আজ সকালে এই ঘটনায় টালিগঞ্জ স্টেশন থেকে চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা সবাই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার তদন্ত করছে সিআরপিএফ ও রেল পুলিশ।
|
নিরাপত্তা নিয়ে আশঙ্কায় বড়বাজারের ব্যবসায়ীরা |
৪৮ ঘন্টায় তিন বার দুষ্কৃতী হানা বড় বাজারে। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশ যথাযথ ব্যবস্থা না-নেওয়ার ফলেই এ রকম ঘটনা ঘটছে। ঘটনায় শঙ্কিত বড়বাজারের ব্যবসায়ী-সহ বাসিন্দারা।
|
বারাসত রেল স্টেশন থেকে উদ্ধার ৫০০ লিটার চোলাই। তিন জন মহিলা-সহ দু’জন পুরুষকে গ্রেফতার করে রেল পুলিশ। |
পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি |
পরীক্ষা কেন্দ্রে টোকাটুকি সংক্রান্ত বিশৃঙ্খলায় ভুগতে হয় অন্যান্য পরীক্ষার্থীদের। সেই অশান্তি রুখতে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ব্যবহারের সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। |
খোঁড়া বাদশার জামিনের আবেদন খারিজ |
সংগ্রামপুর বিষমদ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত খোঁড়া বাদশাকে জামিনের আবেদন খারিজ করল আদালত। বরং ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। |