l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে জামিন সুশান্ত ঘোষের
মুক্তি পেল ভারতীয় মৎস্যজীবীরা
অসমে ফের ট্রেন দুর্ঘটনা
মহেশতলায় বিধ্বংসী আগুন
পথ দুর্ঘটনায় মৃত দুই
বিস্তারিত...
‘উত্তরবঙ্গে ট্রেকিং’ করতে অপরূপ প্রকৃতির মাঝে
আপনার কলমে
বক্সা টাইগার রিজার্ভ প্রজেক্ট, সুনতালেখোলা আর রকি-আইল্যান্ড।
অন্য দিকে
কেমন সে দেশ
, যার নাম আরাকু ভ্যালি! সঙ্গে থাকছে
ফোটোশপ
-এ বরফের দুর্গম পথে হেমকুণ্ড সাহিব সরোবর।
দুর্ঘটনায় জনরোষ, পুলিশের গুলি
নিজস্ব সংবাদদাতা • কালিয়াচক
ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যুর পরে বৃহস্পতিবার বিকেলে উত্তাল হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি। ট্রাকের চালককে গ্রেফতারের দাবিতে উত্তেজিত জনতা মোথাবাড়ির পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। শুরু হয় পুলিশ-জনতা সংঘর্ষ। লাঠি চালিয়ে, কাঁদানে গ্যাস ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শূন্যে গুলি চালায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ অন্তত তিন-চার রাউন্ড গুলি চালায়। লাঠি-ঢিলের আঘাতে ৪ জন পুলিশকর্মী ও ১০ জন স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন। তাঁদের কালিয়াচক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। পক্ষান্তরে পুলিশের দাবি, গোলমালের সময়ে দুষ্কৃতীরাই শূন্যে গুলি চালিয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “হামলাকারীদের ঠেকাতে লাঠি চালাতে হয়েছে। তবে পুলিশ গুলি চালায়নি। গোলমালের সময়ে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে কিছু গ্রামবাসী বলেছেন। সবই খতিয়ে দেখা হবে।”
বিস্তারিত...
তাড়াতাড়ি হাসপাতালে নিলে
আমার মেয়েটা কি বাঁচত না
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অষ্টম শ্রেণির পড়ুয়া দীপশিখা ও সুদীপ্ত, দু’জনেই রক্তাক্ত অবস্থায় বুধবার সন্ধ্যায় পড়ে ছিল নিউ ব্যারাকপুরের সাজিরহাটে ‘রীতা’ আবাসনের নীচে। অভিযোগ,অ্যাম্বুল্যান্স আসার পরে শুধু সুদীপ্তকেই হাসপাতালে নিয়ে যান তার মা মীনাক্ষী চাকী। দীপশিখাকে কেন রক্তাক্ত অবস্থায় সেখানেই ফেলে রেখে গেলেন সুদীপ্তের বাড়ি লোকেরা? দমদমের মেঘনাদ সাহা রোডে নিজের পাঁচতলার ফ্ল্যাটে বৃহস্পতিবার দুপুরে কান্নায় ভেঙে পড়ে এই প্রশ্নই তুললেন ওই কিশোরীর মা শাশ্বতী দাম। তিনি বলেন, “ওই অ্যাম্বুল্যান্সে তুলে যদি আমার মেয়েটাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হত, তা হলে ও হয়তো বেঁচে যেত। এ রকম অমানবিক কাজ কী করে কোনও মানুষ করতে পারেন?” দমদমের দীপশিখার বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই আত্মীয়দের ভিড়। ওই কিশোরীর মামা কল্লোল মজুমদার বলেন, “স্কুল থেকে কোনও দিনই বাড়ি ফিরতে দেরি করত না দীপশিখা। প্রতিদিন ছুটি হলেই স্কুলবাসে করে বাড়ি চলে আসত। বুধবারও দীপশিখার বাবা পাড়ার মোড়ে দাঁড়িয়ে ছিলেন স্কুলবাসের অপেক্ষায়।
বিস্তারিত...
বুদ্ধ-বিমানের কাছে গণতন্ত্র
শিখব না, পাল্টা মুকুলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
চব্বিশ ঘণ্টার ব্যবধানে মেদিনীপুরের কলেজ মাঠ সাক্ষী রইল রাজ্য-রাজনীতির দুই প্রধান পক্ষের পিঠোপিঠি সমাবেশের। দলের জেলা সম্মেলন উপলক্ষে সমাবেশে বুধবার এই মাঠ থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে ‘সন্ত্রাস’, ‘প্রতিহিংসা’, ‘গণতন্ত্র খর্ব করা’, ‘অকর্মণ্যতা’র অভিযোগ তুলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের মতো সিপিএমের শীর্ষ নেতারা। আর বৃহস্পতিবার একই মাঠের মঞ্চ থেকে সিপিএমের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতৃত্ব। বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নির্যাতনের নানা ঘটনা তুলে ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় এ দিন বললেন, “বুদ্ধ-বিমানদের কাছ থেকে গণতন্ত্র শিখব না!” পুলিশের হিসাবে বুধবার সিপিএমের সমাবেশে লোক হয়েছিল হাজার পঁচিশ। আর এ দিন তৃণমূলের সমাবেশে হাজার ষাটেরও বেশি। যা দেখে উচ্ছ্বসিত মুকুলবাবুর মন্তব্য, “২৪ ঘণ্টা আগে এই মাঠেই বুদ্ধদেব ভট্টাচার্যেরা সভা করেছিলেন। আমাদের সভায় মমতা আসছেন না, সবাই জানতেন। তবু সিপিএমের সভার মোকাবিলা হবে জেনেই এত মানুষ এসেছেন।”
বিস্তারিত...
কলেজ ভোটে সিপি-টিএমসিপি ‘বিচ্ছেদ’
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
নদিয়ার কোনও কলেজেই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র পরিষদ-টিএমসিপি জোট হচ্ছে না। জেলার ১৯টি কলেজের মধ্যে ১৭-টিতে আগামী ১৭ ফেব্রুয়ারি নির্বাচন। তার আগে বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিলেন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শঙ্কুদেব পন্ডা। তিনি বলেন, ‘‘ছাত্র পরিষদের সঙ্গে জোট করার কোন প্রশ্নই নেই। সিপিএমের বি টিমের সঙ্গে জোট করা মানে পাপ বহন করা।’’ জেলা কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সমর চক্রবর্তী এ কথার জবাব বলছেন, ‘‘শুধু আমাদের ছাত্র-সমর্থকদের উপরেই নয়, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাবাহিনী কলেজ অধ্যাপকদের উপরেও যে ভাবে হামলা চালাচ্ছে তাতে ওদের সঙ্গে জোট করে ছাত্রদের কাছে ভোট চাওয়ার সাহস কে দেখাবে!” ছাত্র সংসদ নির্বাচনে প্রতিটি কলেজেই ছাত্র পরিষদ ও টিএমসিপি আলাদাভাবে লড়ছে। গতবারও অবশ্য দু-একটি কলেজ ছাড়া সব কলেজেই জোট করে লড়াই করেছিল সিপি এবং টিএমসিপি। কিন্তু গত কয়েক মাসে দুই ছাত্র সংসদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
বিস্তারিত...
একই দিনে পৃথক সম্মেলনের
ডাক তৃণমূলের দুই গোষ্ঠীর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
একই দিনে তৃণমূলের দু’টি আলাদা সম্মেলনের ডাকে পোস্টার পড়ল আউশগ্রামে। আউশগ্রাম ১ ব্লক তৃণমূলের তরফে আগামী শনিবার একটি সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। সেই দিনেই আউশগ্রাম বিধানসভা তৃণমূলের নামে ‘পঞ্চায়েতী রাজ সম্মেলন’-এর ডাক দেওয়া হয়েছে। প্রথম সম্মেলনটিতে থাকার কথা প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী নূরে আলম চৌধুরী, বীরভূমের দলীয় জেলা সভাপতি অনুব্রত সিংহ, বর্ধমানের দলীয় জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ প্রমুখের। তৃণমূলের গুসকরা শহর কমিটির সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের দাবি, “যে নেতাদের ওই পঞ্চায়েতী রাজ সম্মেলনে যোগ দেওয়ার কথা, তাঁরা প্রায় সকলেই দল থেকে ইতিমধ্যে বহিষ্কৃত। শুধু তাই নয়, সম্মেলনের পোস্টারে কোনও অনুমতি না নিয়েই জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হোসেন আলি খন্দকারের নাম রাখা হয়েছে। ইতিমধ্যেই তিনি জেলার পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।”
বিস্তারিত...
গ্রেফতার ‘সাসপেন্ড’ হয়ে যাওয়া প্রধান শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • হুড়া
সর্বশিক্ষা প্রকল্পের স্কুল ঘর নির্মাণের প্রায় দু’লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে ‘সাসপেন্ড’ করা এক প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। নির্মলকান্তি পাত্র নামের ওই ব্যক্তি হুড়া ব্লকের কলাবনী হাইস্কুলের প্রধানশিক্ষক ছিলেন। পুলিশ জানিয়েছে, ২০১০ সালের অক্টোবর মাসের পর থেকে তিনি ‘পলাতক’ ছিলেন। কোনও কারণ না দেখিয়ে দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকা এবং বিভিন্ন খাতে ব্যয় করা টাকার হিসেব না দেওয়ার কারণে এক বছর আগেই স্কুল পরিচালন সমিতি ওই প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছিল। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া শহর বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাঁকে ধরে। বৃহস্পতিবার পুরুলিয়া আদালতে তাঁকে তোলা হলে বিচারক তাকে তিন দিন পুলিশ হেফাজতের রাখার নির্দেশ দেন। পুরুলিয়া জেলা স্কুল শিক্ষা দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সর্বশিক্ষা মিশন প্রকল্পে শ্রেণিকক্ষ নির্মাণের জন্য বরাদ্দ ১ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল নির্মলবাবুর বিরুদ্ধে।
বিস্তারিত...
এক নজরে
• গোষ্ঠী গড়ে চা-কারখানা
• মানবিক পুলিশ, মানসিক ভারসাম্যহীন ছেলে ফিরল মায়ের কোলে
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে
দিনভর বিক্ষোভ-সমাবেশ
জল নেই খালে, বন্ধ
বীজ ছড়ানোর কাজ
দক্ষিণবঙ্গ
বড়রাই বরং ভাবুন, ছেলেমেয়েরা কেন এমন করে
পুড়শুড়া টেন্ডার জমায়
বাধা, অভিযুক্ত তৃণমূল
বর্ধমান
তছরুপে অভিযুক্ত ব্যাঙ্ককর্তা,
আর্জি আগাম জামিনের
প্রয়োজনীয় বর্জ্য না মেলায়
বন্ধ হল প্রক্রিয়াকরণ কেন্দ্র
পুরুলিয়া
রান্না করা নিয়ে বিবাদ
কংগ্রেস-সিপিএমের
বধূ নির্যাতনে আট
জনের জেল হাজত
মুর্শিদাবাদ
বেহাল রাস্তাতেই
চলছে কর আদায
পাম্প ম্যানেজারকে মাফলারে
বেঁধে ডাকাতি আড়াই লক্ষ
মেদিনীপুর
সমাবেশে বন্ধ বাস, দুর্ভোগ
সাংসদ, বিধায়কেরাও
অর্থ দিচ্ছেন না নিয়মিত
কলকাতা
২৪.৬/১২.৬
আজকের দিনে
•
১৯৬৯:
তামিলনাড়ুর প্রাক্তন
মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.