|
|
|
|
পাম্প ম্যানেজারকে মাফলারে বেঁধে ডাকাতি আড়াই লক্ষ |
নিজস্ব সংবাদদাতা • রেজিনগর |
মুর্শিদাবাদে রেজিনগরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে একটি পেট্রলপাম্পে বুধবার রাতে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করে পালাল এক দল দুষ্কৃতী। পুলিশ জানায়, ওই দিন রাতে জনা সাতেক দুষ্কৃতী পাম্পে ঢুকেই কাউন্টারে বসে থাকা ম্যানেজারকে তাঁর নিজের গলার মাফলার দিয়েই বেঁধে ফেলেন। তারপর, পাম্পের অন্য কর্মীকে মারধর করে ঠেলেঠুলে ঢুকিয়ে দেওয়া হয় জেনারেটরের ঘরে। মিনিট দশেকের মধ্যে প্রায় আড়াই লক্ষ টাকা ক্যাশ বাক্স থেকে ছিনিয়ে তারা উধাও হয়ে যায়। পুলিশের কাছে এমনই জানিয়েছেন পাম্পের ম্যানেজার স্বপন রাজোয়ার। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত আশপাশের গ্রামে তল্লাশি চালিয়েও এ ব্যাপারে অবশ্য ধরা যায়নি কাউকে।
রেজিনগর এলাকায় এ ঘটনা অবশ্য নতুন নয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর পাম্পগুলির নিরাপত্তা নিয়ে বেশ কিছু দিন ধরেই পুলিশের কাছে আর্জি জানিয়ে আসছেন স্থানীয় পাম্প মালিকেরা। অভিযোগ, ওই রাস্তায় পুলিশি টহল প্রায় নেই। ফলে মাঝে মধ্যেই দুষ্কৃতী-হানা এবং ছিনতাইয়ের ঘটনা প্রায় নিয়মমাফিক হয়ে দাঁড়িয়েছে। ফলে জাতীয় সড়কের উপরে পাম্পগুলি সন্ধের আগেই বন্ধ হয়ে যায়। বেশ কিছু পাম্প ইতিমধ্যেই তাদের ব্যবসাও গুটিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাত এগারোটা নাগাদ, রেজিনগরের লোকনাথপুরেও ওই পাম্পের সামনে এসে দাঁড়ায় দু’টি মোটরবাইক। দ্রুত তা থেকে নেমে আসে ওই যুবকেরা। স্বপনবাবু বলেন, “কিছু বুঝে ওঠার আগেই আমার কলার ধরে, টাকা কোথায় রয়েছে জানতে চায় ডাকাতেরা। আমি হতভম্ব হয়ে কী করব ভাবছি, সেই সময়ে এক জন আমার গলা থেকে মাফলারটা খুলে বেঁধে ফেলল আমাকে। তারপর ক্যাশ বাক্স থেকে টাকা তুলে নিতে তাকল দ্রুত।” এই সময়েই পাম্পের অন্য কর্মী বিবেক ঘোষকে ঠেলেঠুলে জেনারেটরের ঘরে ঢুকিয়ে দেয় অন্য দুষ্কৃতীরা। মিনিট দশেকের ‘অপারেশন’ সেরে রাতের অন্ধকারে হারিয়ে যায় বাইক দু’টি। কিন্তু নিয়মিত এই দুষ্কৃৃতী হানা সত্ত্বেও পুলিশ কেন টহলদারি বাড়াচ্ছে না? মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “টহলদারি যে চলছে না তা নয়। তবে ঠিক ওই সময়ে পুলিশের পেট্রলিং ভ্যান কাছাকাছি ছিলা না। ওরা বোধহয় ব্যাপারটা হিসেব কষেই করেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দুষ্কৃতীরা সংখ্যায় বেশ কয়েক জন ছিল। দলের কয়েক জন ডাকাতি করছিল তখন অন্যেরা ছিল পাহারায়।” |
|
|
|
|
|