|
|
|
|
সীমান্তে ঢিলেঢালা বিএসএফ |
ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
বিএসএফ ও প্রশাসনের সঙ্গে সীমান্তের চাষিদের ‘শান্তিপূর্ণ’ আলোচনার চব্বিশঘণ্টা পেরনোর আগেই বৃহস্পতিবার সীমান্তরক্ষীদের দিকে ফের অভিযোগের আঙুল উঠল। বিএসএফের নজরদারি চৌকি থেকে ঢিল ছোঁড়া দূরত্ব দিয়ে বিএসএফের ‘মদতেই’ ৮টি গরু-মোষ পাচার করা হচ্ছিল। জমির ফসল নষ্ট করে ওই পাচারের খবর পেয়ে বিএসএফের ভরসায় আর চুপ করে বসে থাকেননি গ্রামের মানুষজন। তাঁরা নিজেরাই দৌড়ে গিয়ে পদ্মার জলে নেমে পড়া গরুগুলি আটক করেন। পরে সেগুলি পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়। কাছারিপাড়া গ্রামের ওই বাসিন্দাদের দাবি, সাত সকালে মাঠে যাওয়া সময়ে গ্রামের অনেকেই দেখেন, জমির ফসল নষ্ট করে বেশ কিছু গরু চলেছে পদ্মার দিকে। অদূরেই বিএসএফের নজরদারি চৌকি। সাতসকালে এই পাচার দেখে সন্দেহ হয় তাঁদের। গ্রামবাসীদের হইচই শুনে চম্পট দেন পাচারকারীরা। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছে মধুগাড়ি গ্রামপঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে। ২৬ জানুয়ারি পদ্মার ওপারে ভারতীয় চরের জমিতে কাজ করতে গিয়েছিলেন চাষিরা সেইসময় বাংলাদেশি দুষ্কৃতীরা সবার সামনেই মাঠ থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। সেই সময়ে বিএসএফ পদ্মার ওপারে দাঁড়িয়ে দুর থেকে গোটা ঘটনাটা দেখলেও ভারতীয় চাষিদের কোন সাহায্য করেনি। |
|
এর পরেই ক্ষুব্ধ চাষিরা বাউসমারি ক্যাম্পের কোম্পানি কম্যান্ডারের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। করিমপুরের বিধায়ক সিপিএমের সমরেন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘বুধবার ব্লক অফিসের বৈঠকে বিএসএফ বড় মুখ করে কথা দিল যে পাচার বন্ধের জন্য যাবতীয় ব্যবস্থা তারা নেবে অথচ চব্বিশ ঘন্টা না কাটতেই বিএসএফই পাচারে মদত দিচ্ছে বলে অভিযোগ উঠল। এ’টা খুবই উদ্বেগজনক।’’ করিমপুর ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কংগ্রেসের ইসমাইল বিশ্বাস বলেন, ‘‘বৃহস্পতিবার সকালের ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে বিএসএফের মদতেই সীমান্তে পাচারের রমরমা বেড়েছে, এর বিহিত না হলে সীমান্তে চাষআবাদ করা তো দুরের কথা এখানে বাস করাই দায় হয়ে পড়বে।’’
তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, ‘‘ওই এলাকায় বিএসএফের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ উঠছে। সীমান্তে বিএসএফের এমন গাফিলতির ঘটনা বিএসএফের উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।’’ তেহট্টের এসডিপিও মলয় মজুমদার বলেন, ‘‘গ্রামের মানুষ আটটি গরু সীমান্তে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বিএসএফের ভূমিকা খুব সন্তোষজনক নয়।” |
|
|
|
|
|