বর্ধমান |
তছরুপে অভিযুক্ত ব্যাঙ্ককর্তা,
আর্জি আগাম জামিনের |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: টাকা তছরুপ ও আমানতকারীদের প্রতারণা-সহ বিভিন্ন বেআইনি কাজে অভিযুক্ত জেলার এক সমবায় ব্যাঙ্কের কর্তা ভাস্কর মুখোপাধ্যায়কে ধরেও ছেড়ে দিয়েছিল বর্ধমান থানা। অথচ আউশগ্রাম থানায় জামিনঅযোগ্য ধারায় মামলা থাকায় তিনি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন। আজ, শুক্রবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা। পুলিশ সূত্রের খবর, ১৯৯৯ সালে ভাস্করবাবুর বিরুদ্ধে বর্ধমান ও বিভিন্ন থানায় বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছিল। |
|
একই দিনে পৃথক সম্মেলনের ডাক তৃণমূলের দুই গোষ্ঠীর
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: একই দিনে তৃণমূলের দু’টি আলাদা সম্মেলনের ডাকে পোস্টার পড়ল আউশগ্রামে। আউশগ্রাম ১ ব্লক তৃণমূলের তরফে আগামী শনিবার একটি সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। সেই দিনেই আউশগ্রাম বিধানসভা তৃণমূলের নামে ‘পঞ্চায়েতী রাজ সম্মেলন’-এর ডাক দেওয়া হয়েছে। প্রথম সম্মেলনটিতে থাকার কথা প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী নূরে আলম চৌধুরী, বীরভূমের দলীয় জেলা সভাপতি অনুব্রত সিংহ, বর্ধমানের দলীয় জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ প্রমুখের। |
|
|
|
অনুদান এলেও মেলেনি জমি,
ক্লাস হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
প্রয়োজনীয় বর্জ্য না মেলায় বন্ধ হল প্রক্রিয়াকরণ কেন্দ্র
|
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: প্রয়োজনীয় পরিমাণ বর্জ্য মিলছে না। এমন অভিযোগ তুলে বুধবার গভীর রাত থেকে দুর্গাপুরের কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পটি বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। বৃহস্পতিবার সকালে সেখানে বর্জ্য ফেলতে গিয়ে সমস্যায় পড়েন পুরকর্মীরা। মেয়র রথীন রায় বলেন, “আগাম কোনও কিছু না জানিয়ে হঠাৎ প্রকল্পটি বন্ধ করে দিয়েছে বেসরকারি সংস্থাটি। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে।” |
|
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: জমির চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল সিপিএমের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জমি মালিকদের নামে ভুয়ো স্বাক্ষর করে ইসিএলের সঙ্গে জমি নিয়ে চুক্তি করে ফেলেছেন ওই প্রাক্তন প্রধান তথা সিটু নেতা, এমনই অভিযোগ জামুড়িয়ার কেন্দা গ্রাম এলাকার কয়েক জন বাসিন্দার। এ ব্যাপারে তাঁরা ইসিএলের সিএমডি এবং বর্ধমানের জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছেন। |
কেন্দায় জমি নিয়ে দুর্নীতির
নালিশ সিটু নেতার বিরুদ্ধে |
|
হোটেল-শপিং মলের সামনে ওয়েবক্যাম, নিদান পুলিশের |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|
|