টুকরো খবর
হিরাপুরের যুবক নিহত গুলিতে
গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে আসানসোল মহকুমা হাসপাতালে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মহেন্দ্র সিংহ (২৭)। তাঁর বাড়ি হিরাপুর থানার সাতা গ্রামের কাছে ৮ নম্বর বস্তিতে। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল পুলিশের গোয়েন্দা বিভাগ। মৃতের ভাই বীজেন্দ্র সিংহ পুলিশকে জানিয়েছেন, বুধবার রাতে খাওয়াদাওয়ার পরে বাইরে বেরিয়েছিলেন মহেন্দ্র। তার পরে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে মহেন্দ্র গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বলে খবর পান তাঁরা। বৃহস্পতিবার সকালে সাতা ৮ নম্বর বস্তিতে গিয়ে দেখা গিয়েছে, এলাকার পরিস্থিতি থমথমে। প্রতিবেশীরা প্রথমে মুখ খুলতে চাননি। পরে দু’এক জন জানান, রাতে তাঁরা গুলির শব্দ শুনেছেন। কিন্তু বাইরে বেরোনোর সাহস পাননি। বৃহস্পতিবার সকালে সব শোনার পরে এলাকায় অশান্তি ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজু বাউড়ি নামে এক জন বুধবার মাঝরাতে মহেন্দ্রকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। পুলিশ রাজু বাউড়ির খোঁজ করছে। আসানসোলের গোয়েন্দা প্রধান চন্দ্রশেখর বর্ধন জানান, ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এক জনকে আটক করেছে পুলিশ। নিহতের পেশা সম্বন্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে। গোয়েন্দা প্রধান জানান, প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো বিবাদের জেরেই খুন হয়েছেন ওই ব্যক্তি।

বাস ধর্মঘট তুললেন মালিকেরা
সাময়িক ভাবে বাস ধর্মঘট তুলে নিলেন মালিকেরা। বৃহস্পতিবার সকাল থেকে চালু হল চিত্তরঞ্জন-রূপনারায়ণপুর রুটের বাস। খারাপ রাস্তায় বাস চালাতে অসুবিধা হচ্ছে, এই অভিযোগে ৩১ জানুয়ারি থেকে ওই রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছিল মালিকদের সংগঠন। তাদের অভিযোগ ছিল, বারবার জানানো সত্ত্বেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। খারাপ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাসকর্মীরা প্রহৃত হচ্ছেন। রাস্তা সংস্কার না হলে বাস চালানো হবে না বলে হুমকি দিয়েছিল সংগঠনগুলি। এর জেরে বিপাকে পড়েছিলেন মহকুমার কয়েক হাজার যাত্রী। আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, শীঘ্রই রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হবে। এই আশ্বাস পেয়েই ধর্মঘট তুলে নিয়েছেন বাস মালিকেরা। তাঁদের তরফে আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় জানান, প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে রাস্তা মেরামতির কাজ শুরু হবে। প্রশাসনের এই আশ্বাসে আপাতত তাঁরা ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কিন্তু সময়সীমার মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত না দেওয়া হলে ফের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

লরি থেকে পাখা লুঠ
ধানবাদ থেকে কলকাতা যাওয়ার পথে কাঁকসা থানার পানাগড় এলাকায় একটি লরি থেকে বৈদ্যুতিক পাখা লুঠ করল এলাকারই কয়েক জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটিতে মোট ৮০টি পাখা ছিল। সব ক’টি নিয়েই পালিয়ে যায় তারা। পরে পুলিশ ও বাসিন্দাদের উদ্যোগে ২৪টি পাখা উদ্ধার হয়। বাসিন্দারা জানান, এ দিন ওই লরিটি পানাগড়ে এসে দাঁড়ায়। এর পরে লরির চালক স্থানীয় এক জনকে একটি পাখা বিক্রি করার চেষ্টা করছিলেন। সেই সময় আরও কয়েক জন এসে লরি থেকে পাখা নিয়ে পালাতে শুরু করে। একে একে সবগুলিই লুঠ হয়ে যায়।

শুরু হল বঙ্গ সংস্কৃতি উৎসব
ভাষা শহিদ স্মারক সমিতির আসানসোল আঞ্চলিক পরিষদ আয়োজিত বঙ্গ সংস্কৃতি উৎসব শুরু হল বৃহস্পতিবার। চার দিনের এই উৎসবের সূচনা করেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন মুক্তাঙ্গনে ছিল বাউলগান। সন্ধ্যায় রবীন্দ্র ভবনের মূল মঞ্চে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন মনোজ মুরলী ও রঞ্জিৎ চট্টোপাধ্যায়। দ্বিতীয় দিন মুক্তাঙ্গনে রামায়ণগানের পরে সন্ধ্যায় হবে সুবীর দাসের নৃত্য ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গীতানুষ্ঠান। তৃতীয় দিন মুক্ত মঞ্চে কবিতাপাঠের পর মুক্তাঙ্গনে বসবে কবি গানের আসর। সন্ধ্যায় মূলমঞ্চে বিভাস চক্রবর্তীর নির্দেশনায় পরিবেশিত হবে নাটক ‘হ্যামলেট’। শেষ দিন আসানসোল রামকৃষ্ণ মিশনের পরিচালনায় স্বামী বিবেকানন্দ দিবস ও পরে সন্ধ্যায় দেবেশ ঠাকুরের কবিতা পরিবেশিত হবে। সন্ধ্যায় থাকছে সঙ্গীতের আসর।

পঞ্চায়েত অফিসে তালা
কর্মীদের বের করে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাল তৃণমূলের আঞ্চলিক কমিটি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তৃণমূলের তপসি আঞ্চলিক কমিটির সভাপতি মনোঞ্জয় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামবাসীরা সিপিএম পরিচালিত তপসি পঞ্চায়েত কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দেন। মনোঞ্জয়বাবুর অভিযোগ, প্রধান ও অন্য কর্মীরা সঠিক সময়ে আসেন না। ফলে বাসিন্দারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তালা বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। দুপুর ১২টা নাগাদ পঞ্চায়েতের জব অ্যাসিস্ট্যান্ট সুকুমার সামুই পঞ্চায়েতে যান। তিনি অভিযোগ করেন, কাজের জন্য তিনি বাইরে ছিলেন। বাকি দুই কর্মী সকাল ১০টায় কার্যালয়ে এসেছেন। তৃণমূল জোর করে ওদের বের করে দিয়ে তালা ঝুলিয়েছে।

বিসর্জনকে কেন্দ্র করে গণ্ডগোল
সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে মারামারি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটল জামুড়িয়ার বুদ্ধ কলোনি এলাকায়। বুদ্ধ কলোনির বাসিন্দা রামসোনাই যাদবের অভিযোগ, বুধবার রাতে সব্জিপট্টির কিছু বাসিন্দা সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলেন। কোনও কারণে বুদ্ধ কলোনির বাসিন্দাদের সঙ্গে বচসা হয় তাঁদের। কলোনির কয়েক জন বাসিন্দা বিনা প্ররোচনায় তাঁর দোকানে হামলা চালায়। স্থানীয় বাসিন্দা জ্যোতিষ যাদব পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, রামসোনাই যাদব কোনও কারণ ছাড়াই কিছু বহিরাগতকে নিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই অভিযোগ করেছে। তদন্ত চলছে।

মদের ঠেক ভাঙতে গিয়ে ‘প্রহৃত’
একটি অবৈধ মদের দোকান ভাঙতে গিয়ে ‘আক্রান্ত’ হলেন বাসিন্দারা। ডালুরবাঁধ আমবাগানে বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা সন্তোষ পাসোয়ানের অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় একটি অবৈধ মদের ঠেক ভাঙতে গিয়েছিলেন তাঁরা। ভাঙচুর চালানোর পরেই এক ব্যক্তি পাল্টা বাসিন্দাদের মারধর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা একজোট হয়ে পাণ্ডবেশ্বর থানায় বিক্ষোভ দেখানোর পরে দাবিপত্র জমা দেন। পাণ্ডবেশ্বর থানার ওসি জ্ঞানপ্রকাশ সাউয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।

কর্মী নিয়োগের দাবি তৃণমূলের
জামুড়িয়ার একটি গাড়ির শো-রুমে কর্মী নিয়োগ নিয়ে দাবিপত্র পেশ করল তৃণমূল। দলের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জানানো হয়, যে কোনও ধরনের নিয়োগের ক্ষেত্রে তাদের পরামর্শ নিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ায় উদ্যোগী হবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.