পাশাপাশি শব্দছক ৪৬৬৬ উপর নীচে
শিলাবৃষ্টির অন্য নাম।
শোকমুক্ত।
এ তো পায়েসান্ন।
১০ অপর্ণা সেনের
এক বিতর্কিত ছবি।

১১ ক্ষুদ্রতরঙ্গ।
১২ চানাচুরের মতো এক
মুখরোচক খাদ্য।

১৩ নির্জন, এই জায়গায়
বসা যাক।

১৫ সাদাসিধে।
১৮ সবচেয়ে মহৎ।
২১ সমান আকৃতিযুক্ত,
একত্র মিশ্রিত।

২২ যাকে বিপদ স্পর্শ করে
না তাকে সম্বোধনসূচক।

২৪ রত্নের মতো দীপ্তিশালী।
২৫ শিবানন্দ, ‘আনন্দ মঠ’-এর
এক চরিত্র।

২৭ অবশ্যই করতে হবে
এমন, অবশ্যকরণীয়।

৩১ ‘আমি, হে জীবনস্বামী,
দাঁড়াব তোমার সম্মুখে’।

৩২ চলিত ঠাকুরানি-র কথ্যরূপ।
৩৪ ‘ওইআসে/দিকে দিকে
রোমাঞ্চ লাগে’।

৩৭ বেগুনের পোশাকি নাম।
৩৮ পার্লামেন্ট।
৩৯ দেহে রসাধিক্যের
জন্য যে রোগ।

৪০ রাবণের এক অপকীর্তি।
অ্যাটম-এর বাংলা, বোমা।
পামর বা নরাধমকে
বাদ না দিয়ে।

নষ্টশক্তি, বলহীন।
যে চিত্তে কপটতা নেই।
অসম্মানিত, লাঞ্ছিত।
মানুষের পক্ষে স্বাভাবিক
নয় এমন।

১১ এর আঠারো মাসে বছর।
১৪ মেধাবী ছাত্রের বৃত্তি।
১৬ গোয়েন্দাই জানতে পারে
এর হত্যাকারী।

১৭ না জানলে জলে
নামা উচিত নয়।

১৮ মনোমতো।
১৯ সরল ভাব।
২০ অপ্রাচুর্য, টানাটানি।
২৩ সুরকন্যা।
২৬ পিতা এবং পিতার পিতা।
২৮ সুর ভাঁজা।
২৯ হিংসার বদলে হিংসা, তা
হলে অশান্তিই তো বাড়বে।

৩০ বিনকার।
৩৩ শিবের আবাস।
৩৫ বাহবা জানানোর শব্দ।
৩৬ নগরে অবস্থিত।
সমাধান ৪৬৬৫
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.