কাটোয়া রেল স্টেশন এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার জিতল কাটোয়ার সংগ্রামী সঙ্ঘ। রেলওয়ে রিক্রিয়েশন মাঠে আয়োজিত এই খেলায় সংগ্রামী প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২১৪ রান তোলে। ওই দলের প্রভাকর ঘোষ শতরান করেন। পরে ব্যাট করে পূর্বস্থলীর বেলেরহাটের ইনিংস ১৭০ রানেই শেষ হয়ে যায়। বুধবারের খেলায় করজগ্রাম একাদশ হারিয়ে দিয়েছে মুর্শিদাবাদের টিঁয়া গ্রামের পল্লিশ্রী ক্লাবকে। আজ, শুক্রবার নদিয়া জেলার শান্তিপুরের কমপ্যাক্ট ক্লাবের সঙ্গে মুর্শিদাবাদের টিয়ার খোল্লা একাদশ খেলবে।
|
বর্ধমান সদর দ্বিতীয় ডিভিশন ভলিবল সুপার লিগে মেমারির মণ্ডলজোনা তরুন সঙ্ঘ ২৫-২৩, ২৫-২৩ পয়েন্টে বর্ধমান ক্লাবকে এবং অরবিন্দ কোচিং কেন্দ্র ব্লিজকে ২২-২৫, ২৫-২০, ২৫-১৬ পয়েন্টে হারিয়েছে। এর আগে ব্লিজ ২-১ সেটে মণ্ডলজোনাকে ও বর্ধমান ক্লাব একই ব্যবধানে অরবিন্দ কোচিং কেন্দ্রকে হারিয়েছিল।
|
ইএলবি রিক্রিয়েশন ক্লাব আয়োজিত আন্তঃশপ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার দ্বিতীয় সেমি ফাইনালে ৮৮ রানে ইএলএফ ১৬ হারায় ইএলএফ ১৯-কে। অজান্তিক মাঠের খেলায় প্রথমে ব্যাট করে ইএলএফ ১৬ তোলে ১৯১ রান। জবাবে ইএলএফ ১৯ সব উইকেট হারিয়ে ১০৩ রান তোলে। আয়োজক সংস্থা জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি ফাইনালে এ দিনের বিজয়ী দল আরপিএসএফ-র মুখোমুখি হবে।
|
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত পানুড়িয়া মাঠে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হয় জামগ্রাম একাদশ। তারা চিত্তরঞ্জন এরিয়া ফোর সিসি-কে ২ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে চিত্তরঞ্জন এরিয়া সিসি ১২৮ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় জামগ্রাম একাদশ। বিজয়ী দলের মিঠুন সিংহ ম্যাচের সেরা। |