টুকরো খবর |
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মদত, ধৃত সিপিএম নেতা |
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
বোমাবাজিতে তৃণমূলের এক গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগে মঙ্গলকোটের গোতিষ্ঠা গ্রামের আওগ্রামে সিপিএমের পঞ্চায়েত সদস্য মেহের আলি শেখকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবারের ঘটনা। এসডিপিও (কাটোয়া) ধ্রুবজ্যোতি দাস জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রামে বোমাবাজি ও সংঘর্ষে মদত দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মঙ্গলকোট থানা সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি ভোরে তৃণমূলের স্থানীয় দুই গোষ্ঠী আশাদুল্লা শেখ ও সাহাবুদ্দিন শেখের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। সাহাবুদ্দিন শেখের দুই সমর্থককে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হয়। ওই তৃণমূল নেতার খড়ের পালুইতে আগুন লাগানোর অভিযোগ দায়ের হয়। অন্য দিকে, আশাদুল্লা শেখের অভিযোগ, সংঘর্ষের সময় সাহাবুদ্দিন গোষ্ঠীকে মদত দিয়েছিল গ্রামে সিপিএমের পঞ্চায়েত সদস্য মেহের আলি। দলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের পিছনে ‘চক্রান্ত’ রয়েছে বলে অভিযোগ মঙ্গলকোটের সিপিএম বিধায়ক শাহজাহান চৌধুরীর। তিনি বলেন, “তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধল আর মাঝখান থেকে গ্রেফতার হল আমাদের পঞ্চায়েত সদস্য। অদ্ভুত ব্যাপার!” মঙ্গলকোট ব্লকের তৃণমূল নেতা প্রদীপ চক্রবর্তীর পাল্টা দাবি, “গ্রামে অশান্তি লাগানোর পিছনে যে সিপিএম-ই কলকাঠি নাড়ছে, ওই পঞ্চায়েত সদস্য গ্রেফতার হওয়ায় সেটাই প্রমাণিত হল।”
|
মঙ্গলকোটে খুন তৃণমূল কর্মী |
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে মঙ্গলকোট থানার নিগন চটির কাছে ব্রহ্মাণী নদী থেকে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে পুলিশ। মৃত তাহের আলি শেখের (৫২) বাড়ি ঠ্যাঙাপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন ও পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, তাহের আলি শেখকে খুন করা হয়েছে। এসডিপিও (কাটোয়া) ধ্রুবজ্যোতি দাস বলেন, “এ দিন সন্ধ্যায় নিহতের স্ত্রী মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন।” তাহের আলি শেখের স্ত্রী কলিজা বিবির অভিযোগ, “আমরা তৃণমূল করি। তাই সিপিএমের লোকেরাই ওঁকে মেরেছে।” তৃণমূল নেতা অপূর্ব চৌধুরীর অভিযোগ, “তাহের আমাদের কর্মী ছিলেন। তাই সিপিএম পরিকল্পনা করে ওঁকে খুন করেছে।” সিপিএমের ভাগীরথী অজয় জোনাল কমিটির সম্পাদক দুর্যোধন সর বলেন, “এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যত দূর জানি, মদ খাওয়া নিয়ে গোলমালের জেরে এই মৃত্যু।”
|
লিবারেশনের জেলা সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
শুরু হল সিপিআইএমএল (লিবারেশন)-এর বর্ধমান জেলা সম্মেলন। বৃহস্পতিবার বিকেলে পূর্বস্থলীর স্টেশন সংলগ্ন মাঠে দু’দিনের এই সম্মেলন শুরু হয়। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক পার্থ ঘোষ, পলিটব্যুরো সদস্য কার্তিক পাল-সহ অন্য নেতারা। এ দিনের সমাবেশে বর্ধমানে কৃষক আত্মহত্যার ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করা হয়। কার্তিকবাবুর অভিযোগ, “রাজ্যের শস্যভাণ্ডার বর্ধমানে তেইশ জন কৃষক আত্মহত্যা করেছেন। আমাদের দাবি, সরকারকে তাঁদের প্রত্যেকের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।”
|
কাঞ্চন উৎসব শুরু আজ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ধমানের কাঞ্চন উৎসব। কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মাঠে এই উৎসব চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথম রাতে গান গাইবেন শিবাজি চট্টোপাধ্যায়। শনিবার আসছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এ ছাড়াও নানা দিনে আসার কথা সঙ্গীতশিল্পী শিলাজিৎ, শুভমিতা, ঊষা উত্থুপ, জিৎ গঙ্গোপাধ্যায়ের। ১০ ফেব্রুয়ারি আসবেন অভিনেতা প্রসেনজিৎ। মঞ্চে থাকবেন অর্পিতা ও কাঞ্চন। শেষ দিন আতসবাজি প্রদর্শনের মধ্যে দিয়ে এই মেলার সমাপ্তি। অন্য বারের মতোই থাকছে বিভিন্ন প্রতিযোগিতা। উৎসব কমিটির তরফে বর্ধমান পুরসভার কাউন্সিলর খোকন দাস জানান, এ বার বাজেট ১৮ লক্ষ টাকা। মেলায় থাকছে প্রায় দেড়শোটি নানা জিনিসের স্টল।
|
পৃথক দু’টি অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
মঙ্গলকোটের মল্লিকপুর গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মলয় মাঝি (২৭)। অন্য দিকে, চাঁদ মাঝি (৪৮) নামে কেতুগ্রামের এক দিন মজুরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দু’টি ক্ষেত্রেই পারিবারিক বিবাদের কারণে এই মৃত্যু।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বুধবার দুপুরে বর্ধমানের রসুলপুরের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপি দেবনাথ (২১)। তিনি একটি বেসকারি ঠিকাদার সংস্থার কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে চড়ে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। সেই সময় মেমারিমুখী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। |
|