আজকের শিরোনাম
বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে জামিন সুশান্ত ঘোষের
বেনাচাপড়ার কঙ্কাল কাণ্ডে মূল অভিযুক্ত সুশান্ত ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। প্রায় ছ’মাস হাজতবাসের পর জামিন পেলেন তিনি। জামিনের প্রধান শর্তগুলি হল—
ক) প্রতি মাসের শেষ রবিবার স্থানীয় থানায় হাজিরা দিতে হবে।
খ) যে এলাকায় মামলা চলছে সেই এলাকায় যেতে হলে নিম্ন আদালতের অনুমতি নিতে হবে।
সুশান্ত ঘোষের জামিনের খবরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, “ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ঘটনায় আনন্দিত। বাকি সব মামলাতেই আমরা জয়ী হব।” অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, সবেমাত্র জামিন পেয়েছেন সুশান্তবাবু, তবে মামলাটি এখনও আদালতের বিচারাধীন। কালই ছাড়া পেতে পারেন জেল থেকে।

মুক্তি পেল ভারতীয় মৎস্যজীবীরা
গত ২৬ জানুয়ারি সুন্দরবনের কেঁদোদ্বীপে বাংলাদেশি জলদস্যুদের কবলে প্রাণ হারান ৪ ভারতীয় মৎস্যজীবী। অপহৃত হন বেশ কয়েকজন। অবশেষে খোঁজ মিলল তাদের। আজ বাংলাদেশের শরণখোলার কাছে জলদস্যুরা তাদের ছেড়ে দিয়ে যায়। আপাতত তারা বাংলাদেশের বন দফতরের হেফাজতে রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা হবে।

ফের ট্রেন দুর্ঘটনা
আবার রেল দুর্ঘটনা। অসমে লাইনচ্যুত নিউ বঙ্গাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার। বেসরকারি মতে, এখনও পর্যন্ত মৃত ৪, আহত ৬০-৭০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় মানুষের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। অসমের মির্জা স্টেশনের কাছে একটি প্রহরীবিহীন লেভেল ক্রসিং-এ দাঁড়িয়ে থাকা বুলডোজারে ধাক্কা মারে ট্রেনটি। সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয় ট্রেনের পাঁচটি কামরা। একেবারেই দুমড়ে গিয়েছে ট্রেনের প্রথম দু’টি কামরা। আংশিক লাইনচ্যুত চারটি কামরা। কামরার ভেতরে একাধিক যাত্রির আটকে থাকার আশঙ্কা। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বিশেষ উদ্ধারকারী দল, পৌঁছে গিয়েছে বিশেষ মেডিকেল টিম। ঘটনায় নিহত হয়েছেন ট্রেনের চালক। ঘটনার জেরে বন্ধ রয়েছে ওই লাইনে ট্রেন চলাচল। আহতদের নিয়ে যাওয়া হয়েছে গোয়ালপাড়া ও গুয়াহাটি হাসপাতালে। তবে, সরকারিভাবে এখনও কোনও মৃত্যুর ঘটনা স্বীকার হয় নি।

মহেশতলায় বিধ্বংসী আগুন
মহেশতলায় কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি দমকলের, তবে এখনও কিছু জায়গায় আগুন জ্বলছে। দূর্ঘটনায় সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে কাপড়ের গুদামটি। কাল সন্ধ্যা ৭টায় আগুন লাগে। খালি করা হয়েছে পাশের তিনটি স্টুডিও। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল।

পথ দুর্ঘটনায় মৃত দুই
আজ ভোরে বর্ধমানের কাছে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন দু’জন। বাসটি হুগলির বাঁশবেড়িয়া থেকে তারাপীঠ যাচ্ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.