|
|
|
|
পুড়শুড়া টেন্ডার জমায় বাধা, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
একশো দিনের কাজের টেন্ডার জমা দেওয়ার সময় আবেদনকারীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুশুড়ার চিলাডাঙি পঞ্চায়েতে। এ দিন ছিল টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। তৃণমূলের হামলায় আবেদনকারীরা কেউ পঞ্চায়েত অফিসে ঢুকতেই পারেননি বলে অভিযোগ। একটি মাত্র টেন্ডার জমা পড়ায় টেন্ডার-প্রক্রিয়াটি বাতিল হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আসে। তবে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে একটি রাস্তায় বোল্ডার-মোরাম ফেলার কাজে টেন্ডার চাওয়া হয়েছিল। যে ঠিকাদারেরা বুধবার আবেদন জমা দিতে এসেছিলেন, তাঁদের মধ্যে অমর মাইতি, সুনীল আদকদের অভিযোগ, “আমরা দীর্ঘ দিন ধরে টেন্ডার জমা দিয়ে পঞ্চায়েতের নানা কাজের বরাত পেয়ে আসছি। মাস চারেক ধরে তৃণমূলের কিছু নেতা-কর্মী আমাদের কোনও টেন্ডারে যোগ দিতেই দিচ্ছেন না। ভুয়ো শংসাপত্র তৈরি করে জোর করে কাজ ছিনিয়ে নেওয়া হচ্ছে। বুধবারও চিলাডাঙি পঞ্চায়েতে আমাদের ঢুকতে দেওয়া হয়নি।”
ঠিকাদার সংগঠনের পক্ষে এই নেতা-কর্মীদের নামে জাল শংসাপত্র পেশ করা নিয়ে পুড়শুড়ার বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও সম্রাট মণ্ডল। বুধবারের ঘটনা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “এ ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” যাঁর তত্ত্বাবধানে টেন্ডারটি হচ্ছিল, পঞ্চায়েতের সেই নির্মাণ সহায়ক সঞ্জীব মালিকের কথায়, “একটি মাত্র টেন্ডার পড়ায় প্রক্রিয়াটি বাতিল হয়েছে। পুনরায় টেন্ডার ডাকার কাজ চলছে।”
অভিযোগ, বুধবারের ঘটনায় জড়িত আঁকরি-শ্রীরামপুরের যুব তৃণমূল সভাপতি বলরাম হাজরা, শ্যামপুর অঞ্চলের প্রভাবশালী তৃণমূল নেতা শ্যামল ভুক্ত-সহ তৃণমূলের বেশ কয়েক জন। বলরাম হাজরা, শ্যামল ভুক্তদের বক্তব্য, “কোনও গোলমাল হয়নি। কথা কাটাকাটি হয়েছে মাত্র। টেন্ডারে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট দিন পর্যন্ত ১০ জন আবেদনপত্র তুলেছিলেন। এ দিন অন্যায় ভাবে এক জন আবেদন তোলায় তার প্রতিবাদ করা হয়েছিল। কাজ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা না থাকায় বিডিওকে আমরাও অভিযোগ জানিয়েছি।” চিলাডাঙির ঘটনাও প্রশাসনকে জানানো হবে বলে মন্তব্য করেন ওই তৃণমূল নেতারা। পুড়শুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তৃণমূলের কিঙ্কর মাইতি বলেন, “ঘটনার খবর পেয়েছি। বিধায়ককে জানিয়েছি। তিনি যা ব্যবস্থা নেওয়ার নেবেন।” তৃণমূল বিধায়ক পারভেজ রহমান বলেন, “দলীয় ভাবে ঘটনাটির তদন্ত হচ্ছে।” |
|
|
|
|
|