|
|
|
|
ভোটারদের ভোটদানে বিশেষ কর্মসূচি |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
‘জাতীয় নির্বাচক দিবস’ উপলক্ষে গত বুধবার হুগলি জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল।
জেলা সদর চুঁচুড়ার ৫টি ব্লক এবং দু’টি পুরসভা-স্তরে অনুষ্ঠান হয়। সকালে মহসিন কলেজ, এইচআইটি কলেজ ও ওমেন্স কলেজের ছেলেমেয়েরা পদযাত্রা করেন। মহসিন কলেজে এক অনুষ্ঠানে ২০ জন নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর অ্যালিয়াস ভেজ, মহকুমাশাসক (সদর) জলি চৌধুরী প্রমুখ। বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে ভোটদানের প্রয়োজনীয়তা এবং অধিকার প্রসঙ্গে প্রবন্ধ প্রতিযোগিতা, ক্যুইজ, বিতর্কের আয়োজন করা হয়। চন্দননগর মহকুমাতেও এই উপলক্ষে অনুষ্ঠান পালিত হয়েছে।
শ্রীরামপুর মহকুমাতেও বুধবার দিনটি পালিত হয়েছে। মহকুমাশাসকের দফতর প্রাঙ্গণে অনুষ্ঠানে ভোটদানের প্রয়োজনীয়তা এবং অধিকার প্রসঙ্গে সচেতনামূলক আলোচনার ব্যবস্থা ছিল। এই সংক্রান্ত বিতর্ক, ক্যুইজও হয়েছে। স্কুল-কলেজের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে হাজির ছিলেন মহকুমাশাসক মুক্তা আর্য, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের ২০৫টি বুথের অধিকাংশতেই নতুন ভোটারদের সচেতন করার কর্মসূচি নেওয়া হয়। শ্রীরামপুর ব্লক কার্যালয়ের সামনে বেশ কয়েক জন নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেন বিডিও শ্রাবন্তী দাস। এই ব্লকের প্রায় সাড়ে ৬ হাজার নতুন নাম ভোটার তালিকায় উঠেছে বলে জানান তিনি।
লিপিকাদেবী জানান, নতুন ভোটারদের উৎসাহিত করতে কিছু দিন ধরেই নানা কর্মসূচি নেওয়া হয়েছে। গত ৬ জানুয়ারি ব্লক ও পুরসভা-স্তরে বিভিন্ন স্কুল-কলেজের ছেলেমেয়েদের নিয়ে বিতর্ক, ক্যুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছে। প্রথম স্থানাধিকারীদের নিয়ে জেলা-স্তরে প্রতিযোগিতা হয় চুঁচুড়ায়। সেখানে প্রথম স্থানাধিকারীরা রাজ্য-স্তরে প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন। |
|
|
|
|
|