l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
প্রতি মাসে
র ২১ তারিখে
কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
প্রয়োজনে আসবেন, আশ্বাস প্রধানমন্ত্রীর
অগ্নি রায় ও অনমিত্র সেনগুপ্ত • নয়াদিল্লি
আগামিকাল রাজধানীতে জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠক। তার আগে আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠকে আলাদা করে কোনও বিশেষ আর্থিক প্যাকেজের দাবি তুলে ধরেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং সমস্যার মূল ধরে নাড়া দিয়ে কেন্দ্রের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুরাহা প্রার্থনা করেছেন তিনি। কী সেই ‘সমস্যার মূল’? পশ্চিমবঙ্গের তরফে বলা হচ্ছে, রাজ্যের বর্তমান ‘সঙ্কটজনক’ পরিস্থিতির মূলে যেমন রয়েছে শোচনীয় আর্থিক অবস্থা, তেমনই আছে পরিকাঠামো উন্নয়নে খামতিও। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনায় এই সংক্রান্ত সব ক’টি বিষয়ই উঠে এসেছে। বা বলা ভাল, বিচক্ষণ ভাবে তুলেছেন মুখ্যমন্ত্রী নিজেই। পরে বলেছেন, “পাঁচ মাস হল সরকারে এসেছি, এখনও কিছু পাইনি। আজ তাই আবার সাহায্যের অনুরোধ করে এলাম।” সূত্রের খবর, বৈঠকে মমতাকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই তিনি পশ্চিমবঙ্গে যাবেন এবং সব বিষয় নিয়ে ফের কথা বলবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশের সঙ্গেও আজ দীর্ঘ বৈঠক করেছেন মমতা।
বিস্তারিত...
বকেয়া মিটিয়ে রাজারহাটে জমি নিল ইনফোসিস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বকেয়া অর্থের পুরোটা মিটিয়ে জমির অধিকার নিল ইনফোসিস। শুক্রবার সকালে নিউটাউনে তাদের জন্য চিহ্নিত ৫০ একর জমি পরিদর্শন করেন দেশের অন্যতম বৃহত্তম তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিসের কর্তারা। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর এবং হিডকোর অফিসারেরা। জমি এবং জমিকে ঘিরে পরিকাঠামো দেখে সন্তুষ্ট হন তাঁরা। দুপুরেই এই নিয়ে তিন পক্ষের কথাবার্তার পর জমির দাম বাবদ বকেয়া ৭৫% অর্থ মিটিয়ে দেন ইনফোসিসের কর্তারা। সঙ্গে সঙ্গেই তাঁদের হাতে জমির অধিকার সংক্রান্ত কাগজপত্র তুলে দেওয়া হয়। হিডকোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন বলেন, “ইনফোসিস-কে জমি হস্তান্তর করা হল। পরে ৯৯ বছরের লিজ-দলিল দেওয়া হবে।” বাম আমলে গত বছরের ২৩ নভেম্বর হিডকোকে জমি দেওয়া হবে বলে ঠিক হয়। এ জন্য নিউটাউনের অ্যাকশন এরিয়া-থ্রি-তে ৫০ একর জমি চিহ্নিত করে হিডকো। তথ্য-প্রযুক্তি সংস্থার জন্য কম দামে জমি দেবে বলে ঠিক করে আগের সরকার। সেই মতো জমির দাম ঠিক হয় একর প্রতি দেড় কোটি টাকা (মোট ৭৫ কোটি টাকা)।
বিস্তারিত...
ঠিক কী ভাবে মৃত্যু হল গদ্দাফির,
তদন্তের দাবি তুলল রাষ্ট্রপুঞ্জ
নিজস্ব প্রতিবেদন
ধাতব মেঝের ওপর একটা গদি পাতা। যেমন-তেমন করে অর্ধেকটা ছেঁড়া তার পলিথিনের আবরণ। আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে লাল ছোপ। রক্তের। মৃতদেহটা ওই গদির ওপর পড়ে রয়েছে। অনাবৃত উর্দ্ধাঙ্গে ফালাফালা অগুনতি ক্ষত। সামান্য কাত হয়ে থাকা মুখটাতেও আঘাতের চিহ্ন। যে মুখের কয়েক ইঞ্চি দূরে ধরা একটা মোবাইল ক্যামেরার লেন্স। মোবাইলের মালিকের পাশে আরও কয়েকটা মুখ। কেউ হাসছে, কেউ দু’আঙুলে দেখাচ্ছে ‘ভিকট্রি’ চিহ্ন। যেন টুর্নামেন্টে জিতে আসা কোনও ট্রফি নিয়ে ছবি তোলার পর্ব চলছে। শুধু ট্রফির জায়গাটায় রাখা রয়েছে মুয়ম্মর গদ্দাফির নিষ্প্রাণ দেহ। চারটে দশক ধরে দুনিয়া কাঁপিয়েছেন। জীবন কাটিয়েছেন ঈর্ষণীয় ভোগবিলাসে। মৃত্যুর পরে সেই মুয়ম্মর গদ্দাফিই দাবিদারহীন দেহের মতো পড়ে রয়েছেন মিসরাতা শহরের পুরনো বাজারের এক হিমঘরে। ধাতব মেঝেওয়ালা ওই ঘরটায় আগে মাংস রাখা হত! শেষকৃত্য কবে হবে, ঠিক নেই। প্রবল দ্বিধা আর চাপের মুখে লিবিয়ার অন্তর্বর্তী প্রশাসন জানাতে বাধ্য হয়েছে, গদ্দাফির মৃত্যু কী ভাবে হল তার তদন্ত হবে। আর তাই এখনই সমাহিত করা হচ্ছে না তাঁর দেহ। যত ধোঁয়াশা ওই মৃত্যু ঘিরে।
বিস্তারিত...
এটাই শেষ চেষ্টা, ডানলপ খুলে বললেন রুইয়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ডানলপের সাহাগঞ্জ কারখানার দরজা খোলার কথা ঘোষণা করলেন পবন রুইয়া। কিন্তু বিদ্যুৎ প্রকল্পের জন্য সরকারি অনুমোদন না-পাওয়া পর্যন্ত কারখানা পুরোপুরি চালু করা সম্ভব হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে রুইয়ার ঘোষণা, নতুন করে সাহাগঞ্জ কারখানা চালু করার ক্ষেত্রে এটিই হবে তাঁদের শেষ চেষ্টা। কারখানা পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। কর্মী বিক্ষোভ বা অন্য কোনও কারণে তা রূপায়িত না-হলে, কারখানার চাকা ঘোরাতে আর সচেষ্ট হবে না রুইয়া গোষ্ঠী। তবে কি সাহাগঞ্জ থেকে পুরোপুরি হাত গুটিয়ে নেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিলেন রুইয়া গোষ্ঠীর কর্তা? স্বাভাবিক ভাবেই এর স্পষ্ট উত্তর দেননি রুইয়া। তবে ধারণা করা হচ্ছে, কারখানাটির নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুমোদন জোগাড়ের লক্ষ্যে তুরুপের তাস হিসেবেই এই কথা বলেছেন তিনি। সংস্থা সম্পর্কে ওয়াকিবহাল অন্য কয়েক জনের বক্তব্য, ২০০৬ সালে ছাবরিয়াদের কাছ থেকে পবন রুইয়া ডানলপ হাতে নেওয়ার পর প্রায় সব সময়ই সাহাগঞ্জ কারখানাকে তাড়া করেছে কর্মী সমস্যা কিংবা লাল ফিতের ফাঁস। ফলে কোনও দিনই কারখানাটি সে ভাবে চালাতে পারেনি রুইয়া গোষ্ঠী। সাহাগঞ্জ কারখানার সমস্যা মেটানোর পথ খুঁজতে শুক্রবার আলোচনায় বসে সংস্থার পরিচালন পর্ষদ।
বিস্তারিত...
শহরে নিয়ন্ত্রিত বাজার সমিতি তৈরি করছে রাজ্য
প্রভাত ঘোষ • কলকাতা
নভেম্বর থেকে কলকাতার সবকটি থানা এলাকার প্রতিষ্ঠিত বাজারগুলিতে আলাদা নিয়ন্ত্রিত বাজার সমিতি তৈরি করছে রাজ্য সরকার। এই সব বাজারে বিক্রেতাদের লাইসেন্স করাতে হবে। কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় এ ব্যাপারে বলেন, “সম্প্রতি আনাজপাতির দাম কেন চড়ে গেল সরেজমিনে জানতে বিভিন্ন বাজার ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই তিনি আমাকে নির্দেশ দেন বাজারগুলির উপর নজরদারি রাখার ব্যবস্থা করতে-- যাতে সাধারণ মানুষ আচমকা অসুবিধায় না-পড়েন।” তার পরেই অরূপবাবুর দফতরে আধিকারিকেরা মন্ত্রীকে জানান, কলকাতার বাজারগুলির নজরদারির জন্য আলাদা কোনও নিয়ন্ত্রণ সমিতি নেই। রাজ্যের রাজধানী শহরের বাজারগুলিতে কৃষিজ পণ্যের বিক্রিবাটা দেখার দায়িত্ব অনেককাল ধরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা নিয়ন্ত্রিত বাজার সমিতির উপর। ফলে কার্যত কলকাতার বাজারগুলিতে কোনও নিয়ন্ত্রণই ছিল না বলে জানান মন্ত্রী। এ বার সেটা বদলে যাচ্ছে। কৃষি বিপণন দফতর সূত্রের ব্যাখ্যা, কলকাতার কোলে বাজারের মতো বড় বড় বাজার থেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকার বাজার নিয়ন্ত্রিত হয়। কিন্তু এ রকম বড় বড় বাজারে কী চলছে, তার উপর নজরদারি রাখার কোনও ব্যবস্থা দফতরের ছিল না।
বিস্তারিত...
মমতাকে সাহায্যের আশ্বাস জয়রামের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
জঙ্গলমহল এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে যাচ্ছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ। গত বুধবার জঙ্গলমহল এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জয়রাম রমেশের ব্যক্তিগত সচিব আর ভিনিল কৃষ্ণ। ভিনিল ও রাজ্য প্রশাসনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন জয়রাম। বৈঠক শেষে জয়রাম জঙ্গলমহল এলাকার উন্নতিতে মমতাকে বিশেষ সাহায্য দেওয়ার পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যে রাজ্য সফরে যাওয়ার প্রতিশ্রুতি দেন। আজ মমতা-জয়রামের বৈঠকে মুখ্যমন্ত্রী মূলত বাঁকুড়া ও পুরুলিয়া জেলাকে ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান (আইএপি)-এর আওতায় নিয়ে আসার জন্য দরবার করেন। এর আগে বাম আমলেও এই দুই জেলাকে আইএপি-র আওতায় আনার দাবি বহু বার তোলা হয়েছিল। তখন না মানা হলেও আজ জয়রাম জানিয়েছেন, নীতিগত ভাবে এই দাবি মেনে নিতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু গোটা বিষয়টির ছাড়পত্র দেওয়ার অধিকার রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও যোজনা কমিশনের। জয়রাম বলেন, “পশ্চিম মেদিনীপুরের মতোই ওই দুই জেলাকে ওই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে আমাদের নীতিগত কোনও আপত্তি নেই। আমরা প্রস্তাবটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে দেব।”দেশের প্রতিটি মাওবাদী অধ্যুষিত এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।
বিস্তারিত...
শব্দদানবকে শায়েস্তা করতে
গণ-উদ্যোগ, সমর্থন মন্ত্রীর
মিলন দত্ত • কলকাতা
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি এ বার নাগরিক উদ্যোগেও চলবে সমান্তরাল নজরদারি। গত কয়েক বছর ধরেই কালীপুজোর রাতে শব্দবাজি রোধে নজরদারি চালায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের অফিসারেরা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে শব্দবিধি ভঙ্গের ঘটনা বা নির্দিষ্ট অভিযোগে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। সঙ্গে পুলিশের তৎপরতাও থাকে। অভিযোগ জানানোর জন্য থাকে বিশেষ ফোন নম্বর। তার পরেও ফি-বছর শব্দবাজির তাণ্ডবে সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে। রাজ্য পরিবেশ দফতর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা পুলিশ কড়া আইন হাতিয়ার করেও সেই তাণ্ডব বন্ধ করতে পারছে না। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তাই এ বার এগিয়ে আসছেন নাগরিকেরাই। কলকাতা ও শহরতলির চল্লিশটি স্বেচ্ছাসেবী সংগঠন একজোট হয়ে গড়ে তুলেছে ‘সবুজ মঞ্চ’ নামে একটি শীর্ষ সংগঠন। সেই মঞ্চের তরফেই শব্দবাজির তাণ্ডব মোকাবিলায় নজরদারির এই সমান্তরাল উদ্যোগ। মঞ্চের পক্ষ থেকে নব দত্ত জানালেন, তাঁরা দু’টি দলে ভাগ হয়ে উত্তর এবং দক্ষিণ কলকাতায় গাড়ি নিয়ে নজরদারি চালাবেন। সঙ্গে থাকবে শব্দ মাপার যন্ত্র। কোথাও শব্দবিধি লঙ্ঘনের ঘটনা দেখলে বা অভিযোগ পেলে তাঁরা সঙ্গে সঙ্গে তা পর্ষদের আধিকারিক এবং পুলিশকে জানিয়ে দেবেন।
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
সাবওয়ের ফাঁকা
দোকানঘর নিয়ে বোর্ডের
দ্বারস্থ রেল-কর্তারা
রাজ্য
শিল্প-আবেদনপত্র
ছেঁটে সাত পাতার,
তবু সংশয়
কয়লার মজুত কম,
তবু বিদ্যুৎ দফতরকে
‘বাঁচাল’ বৃষ্টি
দেশ
দুর্নীতি দমনে কেন্দ্র এ বার নজর দেবে বেসরকারি ক্ষেত্রেও
মনমোহন ‘দুর্বলতম’
প্রধানমন্ত্রী, মন্তব্যের
সাফাই দিলেন আডবাণী
বিদেশ
লিবিয়ার পর কে,
অপেক্ষায় আরব দুনিয়া
সাপ পুষলে ভুগতে
হবে, হুঁশিয়ারি হিলারির
ব্যবসা
প্রযুক্তিতে রাজ্যকে
হারাচ্ছে শিবকাশী
বড়বাজারের বিকল্প হোক গঙ্গারামপুর, চান জরিশিল্পীরা
খেলা
কলকাতার জন্য স্বপ্ন
দেখছেন চ্যাম্পিয়ন কোচেরা
কাপ-জয়ের শহরে ধোনির অভিধানে বদলাই আছে,
নেই কোনও বিশ্রাম
স্বাস্থ্য
পৌনে ২ কোটি ক্ষতিপূরণের
নির্দেশ অনুরাধা মামলায়
‘কল’ পেয়েও হাসপাতালে
এলেন না চিকিৎসক
জীবজগত্
নিষিদ্ধ শব্দবাজির
দাপট কমবে কি, প্রশ্ন
আবর্জনা জমে
বন্ধ হচ্ছে নর্দমা
সম্পাদকীয়
গদ্দাফির বিদায়
উপনির্বাচনের বার্তা
কলকাতা
৩২.২ /২৬.০
আজকের দিনে
•১৯২৯:
সোভিয়েত ফুটবলার
লেভ ইয়াসিনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ কয়েকটি পদ নিয়ে মাঝ মাসের হাওয়াবদলে নিবেদিত হল
ভোগ-ব্যঞ্জন
— সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.