l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
আট মাস ধরে বাঁকুড়া মর্গে পড়ে পার্থর দেহ
সুনন্দ ঘোষ • কলকাতা
মৃতদেহ উদ্ধার হয়েছে। ডিএনএ-পরীক্ষার ফলও মিলেছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্য পুলিশের ইনস্পেক্টর পার্থ বিশ্বাসের স্ত্রী বর্ণালি ওই দেহটি তাঁর স্বামীর বলে মানতে চাননি। তাই প্রায় আট মাস মৃতদেহটি পড়ে রয়েছে বাঁকুড়া মর্গে। বর্ণালির বক্তব্য, “আমি বিশ্বাস করি না ওটা পার্থর দেহ।” পুলিশ সূত্রে খবর, তাই ফের তদন্ত দাবি করেছেন তিনি। পার্থ ও সৌম্যজিৎ বসু অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান গত বছরের অক্টোবর মাসে। গত মার্চে অযোধ্যা পাহাড় থেকেই পুলিশ দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে। পোশাক দেখে দেহ দু’টি পার্থ ও সৌম্যজিতের বলে প্রাথমিক ভাবে পুলিশের মনে হয়। সন্দেহ কাটাতে দুই যুবকের মায়ের রক্তের নমুনা উদ্ধার হওয়া দেহের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৭ মে পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষা অনুযায়ী, দেহ দু’টি পার্থ ও সৌম্যজিতেরই। সৌম্যজিতের পরিবারের তরফে সেই দেহ ১৭ তারিখই বাঁকুড়া থেকে চুঁচুড়ায় এনে সৎকার করা হয়। সৌম্যজিতের দাদা অভিজিৎ বসুর কথায়, “১৯ অক্টোবর ওরা বেড়াতে গিয়েছিল। ২২ অক্টোবর রাতে ভাইয়ের মোবাইল থেকে শেষ ফোন এসেছিল। আমরা ধরে নিয়েছি সেটাই তাঁর মৃত্যু দিন।”
বিস্তারিত...
বৃষ্টির জন্য কমেছে কয়লা উৎপাদন, জানালেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
রাজ্য জুড়ে ভয়াবহ আকার নিয়েছে লোডশেডিং। আর, পরোক্ষে তার জন্য খানিকটা হলেও দায়ী অতিবর্ষণ। কারণ, অতিরিক্ত বৃষ্টির জন্য কোল ইন্ডিয়া অধিগৃহীত সব ক’টি কয়লা উত্তোলন সংস্থায় এ বছর কমে গিয়েছে উৎপাদন। ফলে, তাপবিদ্যুৎ কেন্দ্র ও কয়লার অনুসারী শিল্পগুলিতে কয়লা সরবরাহের লক্ষ্যমাত্রাই পূরণ করা যায়নি। শুক্রবার ইসিএলের কয়লা খনিগুলি পরিদর্শন করতে এসে এই কথা জানালেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী প্রতীক প্রকাশবাপু পাটিল। তবে চলতি বছরেই এই ক্ষতি পুষিয়ে দেবেন বলে মন্ত্রীর কাছে জানিয়েছেন প্রতিটি সংস্থার আধিকারিকেরা। এ দিন সকালে মন্ত্রী ইসিএলের কয়লা খনিগুলি পরিদর্শনে যান। তিনি জানান, এই রাজ্যে বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত কয়লা পাঠানো সম্ভব হয়নি। তার প্রধান কারণ, কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া। কেন এই লক্ষ্যমাত্রা পূরণ করা গেল না, তার উত্তরেই মন্ত্রী বলেন, “এই রাজ্যে খনিগুলিতে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার একমাত্র কারণ অতিবৃষ্টি। অধিকাংশ খনিতেই জল ঢুকে যাওয়ায় উৎপাদন মার খেয়েছে।”
বিস্তারিত...
পুরীর পথে দুর্ঘটনায় মৃত রঘুনাথচকেরই ৫ জন
দেবমাল্য বাগচি • হলদিয়া
মাঠের ধারে এক মনে বাঁশের চালি বানাচ্ছিলেন বৃদ্ধ। ডেবরার পথ দুর্ঘটনায় এলাকার পাঁচ জনের মৃত্যুর খবর ততক্ষণে ছড়িয়ে পড়েছে হলদিয়ার দুর্গাচক স্টেশন সংলগ্ন পূর্ব রঘুনাথচক গ্রামে। এক ধাক্কায় এত জনের মৃত্যু ও জখমের খবরে শোকস্তদ্ধ গ্রামবাসী। মৃতদের বাড়ি-বাড়ি কান্নার রোল। তারই সঙ্গে সঙ্গতে একটানা বাঁশ চেরাইয়ের শব্দ। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ এই পূর্ব রঘুনাথচক থেকেই ৬৫ জন তীর্থযাত্রীকে নিয়ে পুরী রওনা হয়েছিল একটি বাস। রাত বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভগবানবসানে, ৬ নম্বর জাতীয় সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেই বাসেরই যাত্রী ১০ মহিলা-সহ ১২ জন। আহত দুই শিশু-সহ ১৪ জন। সড়কের এক ধারে বাস দাঁড় করিয়ে চাকা পাল্টানোর কাজ হচ্ছিল। সেই সময়েই পিছন দিক থেকে অ্যাসিড বোঝাই একটি ট্যাঙ্কার এসে বাসে ধাক্কা মারে। সামনের দিকে কিছুটা গড়িয়ে উল্টে যায় বাসটি। গড়িয়ে যাওয়ার সময়েই সামনে দাঁড়ানো কয়েক জন যাত্রীকে পিষে দেয় বাসটি। যাঁদের বেশির ভাগই মহিলা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ডেবরা হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। শুক্রবার সকাল ১০টা নাগাদ রঘুনাথচক গ্রামে গিয়ে দেখা গেল চারদিকে থমথমে পরিবেশ।
বিস্তারিত...
চতুর্দশীতেই চক্ষুদান হয় মেজোকালীর
কেদারনাথ ভট্টাচার্য • কালনা
চতুর্দশী না পড়লে দেবীর চক্ষুদান হয় না। চক্ষুদানের পরে আনুষ্ঠানিকভাবে দেবীকে বেদিতে তোলা হয়। বহু বছর ধরে এটাই রেওয়াজ কালনা শহরের মেজকালী পুজোয়। শহরের বড়, মেজো ও ছোট কালীর পুজো নিয়ে নানা কথা শোনা যায়। বহু বছর আগে ভাগীরথীতে দেবীর বিসর্জনের আগে তিনটি মূর্তিকে মাপার পরেই না কি এই নামকরণ করা হয়। শহরের শ্যামলাল পাড়ার সাহা পরিবারে পূজিত হন মেজোকালী। দেবীর উচ্চতা ১২ ফুট। পরিবারের সদস্যদের দাবি, পুজো শুরু হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে। তবে এই দেবী প্রথম পুজো পান নদিয়ার কালিয়াডাঙার হরনদী গ্রামে। স্বপ্নাদেশ পেয়ে সাহা পরিবারে পুজো শুরু করেন সাগররঞ্জন সাহা ও তাঁর বউদি আনন্দময়ী সাহা। জনশ্রুতি, প্রথমবার পুজোয় দেবীকে সন্তুষ্ট করতে নিয়ে আসা হয় কালো রঙের পাঁঠা। বলির আগে তাকে শক্ত খুঁটিতে বেঁধে রাখা হয়। কিন্তু বলিদানের সময় দেখা যায়, পাঁঠা নেই, পড়ে রয়েছে শুধু দড়ি। সকলের ধারণা হয়, ‘মা বলি চান না।’ তখন থেকেই বন্ধ হয়ে যায় বলি। হরনদী গ্রামের ভাগীরথীর পাড়ে ছিল সম্ভ্রান্ত সাহা বাড়ি। কালী পুজোর জন্য আলাদা করে মন্দির তৈরি করা হয়। ভাগীরথী গর্ভে সব কিছু তলিয়ে যাওয়ায় পরিবারের সদস্য হরকালী সাহার ছেলে সুরেন্দ্রনাথ সাহা চলে আসেন কালনা শহরে।
বিস্তারিত...
মামলা জিতে দেবী হন ফৌজদারি কালী
রানা সেনগুপ্ত • বর্ধমান
তিনি শুধু দেবী নন! তিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ। এটাই বিশ্বাস বর্ধমান শহরের বাসিন্দাদের। তাই আজও ফৌজদারি কালীর বিসর্জনের মিছিলে হাঁটাকে পুণ্য বলে মনে করেন তাঁরা। এখনও বিশাল মিছিল করে ভক্তদের কাঁধে চড়ে দেবী যান বিসর্জনের পথে। এই বিশ্বাসের পিছনে থাকা গল্প শোনালেন পুজো কমিটির সম্পাদক শম্ভুনাথ মিশ্র। ১৯২৫ সালের ঘটনা। তৎকালীন লিগ সরকার রাজ্যে কালী প্রতিমা নিয়ে শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। প্রতিবাদে ফেটে পড়েছিল স্বদেশী বাংলা, বিশেষত বর্ধমান। শ্রীকুমার মিত্র, টোগো ওরফে অজিত সরকার-সহ পাঁচ সমাজসেবী প্রতিবাদের এক অভিনব উপায় বের করেন। তাঁরা কালীপুজোর সময় শহরের বাড়ি বাড়ি গিয়ে বলতে থাকেন, কেউ যদি তাঁদের একটি প্রতিমা দেন তো এই ‘কালা কানুন’-র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করবেন সেই প্রতিমা নিয়ে। ব্রিটিশ পুলিশের ভয়ে বর্ধমানের বর্ধিষ্ণু পরিবারের সদস্যেরা বাড়িতে কালীপুজো করলেও, প্রতিমা তাঁদের হাতে তুলে দিতে সাহস পাননি। সেই সাহস দেখিয়েছিলেন তৎকালীন রাজরাজেশ্বর শিবতলা লেনের বাগদিরা। তাঁরা দেবীকে তুলে দেন শ্রীকুমারবাবুদের হাতে। আর সেই প্রতিমা নিয়ে বিসর্জনের মিছিল করেন প্রতিবাদকারীরা। শহর জুড়ে এই মিছিল পরিক্রমা করার পরে রাজবাড়ি উত্তর ফটকের কাছে ভেড়িখানায় পুলিশ এই মিছিলের গতি রোধ করে।
বিস্তারিত...
দু’রাত থাকলেও ভাড়া
কিন্তু গুনতে হচ্ছে চার রাতের
সুব্রত গুহ ও দিবাকর রায় • কলকাতা
কলকাতার হাতিবাগানের বাসিন্দা অজয় সাহার পরিবার দু’দিনের জন্য দিঘাতে গিয়েছিলেন। কিন্তু হোটেল বুক করতে গিয়ে সমস্যায় পড়লেন। হোটেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিলেন, চার দিনের কমে বুকিং নেওয়া হবে না। অগত্যা অজয়বাবু চারদিনের টাকা দিয়ে দু’দিন থাকলেন। শুধু অজয়বাবু নন, সম্প্রতি দিঘাতে গিয়ে বেশির ভাগ পর্যটকই এমন সমস্যায় পড়েছেন। সমস্যা যে হচ্ছে তার কথা স্বীকার করেছেন দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তারা। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর ও পর্যটন দফতরের কাছে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে ও পর্যটন মন্ত্রী রচপাল সিংহ। বছর খানেক আগেও ‘মৃতপ্রায়’ সৈকত শহর দিঘায় পর্যটকদের যাওয়া কমে গিয়েছিল। নোংরা, ঘিঞ্জি, আবর্জনাময় সৈকতশহর আর দূরপাল্লার বাস ছাড়া যাতায়াতের বিকল্প কোনও ব্যবস্থা ছিল না। তার জেরে পর্যটকেরা ছুটি কাটাতে আর দিঘামুখো হচ্ছিলেন না। সে সময়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে দিঘাকে তুলে আনলেন রেল মানচিত্রে। রাজ্যে ক্ষমতায় এলে দিঘাকে ‘গোয়া’ বানানো হবে বলে নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করলেন। এরই মধ্যে রেললাইন দিয়ে কলকাতার সঙ্গে দিঘার যোগসূত্র তৈরি হল।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দেড় বছরেও পেশ হয়নি
দুর্নীতি মামলার চার্জশিট
মিলছে না পর্যাপ্ত জল,
ধুঁকছে তিস্তা বিদ্যুৎ প্রকল্প
দক্ষিণবঙ্গ
কংগ্রেস নেতাকে
গুলি করে, কুপিয়ে খুন
হরিপালে মারামারি,
ধৃত সিপিএম কর্মী
বর্ধমান
ক্যানাল বেহাল, চাষের জল
না পেয়ে ক্ষোভ মন্তেশ্বরে
মাধ্যমিকের ভয় কাটাতে
দাওয়াই পাড়ার ক্লাবের
পুরুলিয়া
আলু ব্যবসায়ীর
অপমৃত্যু জয়পুরে
প্রাচীন রীতি মেনেই
পুজো হয় পাষাণকালীর
মুর্শিদাবাদ
দুষ্কৃতী-দাপটে
উদ্বিগ্ন ব্যবসায়ীরা
এ বার বীরভূমও খেলবে
কামদাকিঙ্কর প্রতিযোগিতায়
মেদিনীপুর
বাসে ধাক্কা মারল
ট্যাঙ্কার, মৃত ১২
রাতের শহরে চুরি
ছিনতাই বাড়ছে, উদ্বেগ
কলকাতা
৩২.২ /২৬.০
আজকের দিনে
•১৯২৯:
সোভিয়েত ফুটবলার
লেভ ইয়াসিনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ কয়েকটি পদ নিয়ে মাঝ মাসের হাওয়াবদলে নিবেদিত হল
ভোগ-ব্যঞ্জন
— সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.