|
|
|
|
রাতের শহরে চুরি-ছিনতাই বাড়ছে, উদ্বেগ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চুরি-ছিনতাই থেকে দুষ্কৃতী তাণ্ডব। ক্রমেই নিরাপত্তা হারাচ্ছে রাতের মেদিনীপুর। নিয়মমতো রাতে পুলিশি টহলদারি থাকার কথা। উৎসবের মরসুমে কড়া নজরদারির কথা ঘোষণাও করেছে পুলিশ-প্রশাসন। কিন্তু আদৌ কি তা হচ্ছে? উঠছে প্রশ্ন।
মেদিনীপুর সদর কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, রাতের শহরে চুরি-ছিনতাইয়ের দু’-একটি অভিযোগ তাদের কাছে এসেছে। ব্যবস্থাও নেওয়া হয়েছে। সেই সঙ্গেই কোতোয়ালির আইসি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, “রাতে পুলিশি টহল বাড়ানো হবে। দুষ্কৃতী দেখলেই ব্যবস্থা নেওয়া হবে।”
কিছুদিন আগেও নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন ছিলেন না মেদিনীপুরের মানুষ। রাতেও শহরের বিভিন্ন এলাকায় মানুষজন অবাধে যাতায়াত করতেন। এমনকী মহিলারাও রাতে নিশ্চিন্তেই চলাফেরা করতেন। কিন্তু কিছুদিন হল ছবিটা পাল্টেছে। শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দুষ্কৃতী-তাণ্ডব। পথচলতি মানুষজনকে ঘিরে ধরে কেড়ে নেওয়া হচ্ছে টাকা, মোবাইল। মোটরবাইক আরোহীরাই মূলত এদের ‘শিকার’। সম্প্রতি রাত সাড়ে ৯টা নাগাদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও রাজনারায়ণ খান মহিলা মহাবিদ্যালয়ের রাস্তায় ছিনাতইয়ের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১১টা-১২টাতেও শরৎপল্লি, অরবিন্দনগরে ঘটেছে অনুরূপ ঘটনা। অভিযোগ, সশস্ত্র কিছু যুবকই এই কাণ্ড ঘটাচ্ছে। তবে কি বিশেষ কোনও চক্র এ কাজে সক্রিয়?
অরবিন্দনগরে কয়েক দিন আগে দুষ্কৃতীদের মুখে পড়েছিলেন শিশির দাস। তিনি বলেন, “মোটরবাইকে যাচ্ছিলাম। দু’জন হাত দেখিয়ে থামতে বলল। গাড়ির গতি একটু কমাতেই পাশ থেকে কয়েক জন হইহই করে ছুটে এল। ‘ধর ধর’ করে চেঁচাতেও থাকল। জোরে গাড়ি চালিয়ে অনেক কষ্টে বেঁচেছি সে দিন।” বিশ্ববিদ্যালয়ের রাস্তায় দেবনাথ সাহুর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে সম্প্রতি। শরৎপল্লিতে সৌরভ পালকে ঘিরে ধরার চেষ্টা হয়েছিল। সেই সময় পিছন থেকে আরও কয়েকটি মোটরবাইক আসছে দেখে দুষ্কৃতীরা চম্পট দেয়। সৌরভবাবু বলেন, “হঠাৎ মোটরবাইকের সামনে দু’জন দাঁড়িয়ে গাড়ি থামাতে বলে। অসুবিধেয় পড়ে সাহায্য চাইছে ভেবে গাড়ির গতি কমিয়েছিলাম। সেই সময় পিছন দিক থেকে আসা দু’-একটি গাড়ির আলো দেখে ওরা পালিয়ে যায়।”
মেদিনীপুর শহরে মোটরবাইক, সাইকেল চুরির ঘটনা প্রায়ই ঘটে। মাদকাসক্ত কিছু যুবক এই চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তারাই রাতের শহরে চুরি-ছিনতাইয়ের চক্রে জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ। সোমবার রাতে হাতিহলকা থেকে ৩টি চোরাই মোটরবাইক উদ্ধারও করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, চুরি ঠেকাতে পদক্ষেপ করা হচ্ছে। শহর ও শহরতলিতে নজরদারি বাড়ানো হচ্ছে। |
|
|
|
|
|