টুকরো খবর
ছড়াদিঘিতে শুরু ফুটবল টুর্নামেন্ট
আজ, শনিবার পটাশপুর ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছাড়াদিঘি গ্রামে ছাড়াদিঘি বন্ধুগোষ্ঠীর পরিচালনায় দু’দিনের নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে। ছাড়াদিঘি ফুটবল ময়দানে এই প্রতিযোগিতায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও কলকাতার মোট আটটি দল যোগ দিচ্ছে। দু’দিনে ১৫টি খেলা হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর প্রমুখের উপস্থিত থাকার কথা। এ দিকে, অশ্বিনী কুমার শী ও অরুণা রানি শী স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার ১-০ গোলে বালিঘাই প্রগতি সঙ্ঘকে হারিয়ে দেয় পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। ম্যান অফ দ্য ম্যাচ হন গোলকিপার শুভঙ্কর দাস। রবিবার ফাইনালে দাউদপুর উর্ধ্ববপুর তরুণ সঙ্ঘের সঙ্গে খেলবে এ দিনের বিজয়ী দল। এ দিনই গোবিন্দ-সাবিত্রী ও রাজলক্ষ্মী স্মৃতি কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হয়। ৫-২ গোলে চকশঙ্কর সত্যনারায়ণ সঙ্ঘ পরাজিত হয় পোক্তাপোল ইয়ং স্টারের কাছে। দু’টি গোল করে ম্যাচের সেরা হন সিপাই হাঁসদা। শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে ভিকনি নিশ্চিন্তিপুর আদিবাসী বিপ্লবী সঙ্ঘও মেদিনীপুর স্পোর্টিং ক্লাব।

দুর্ঘটনায় মৃত্যু নিয়ে প্রশ্ন পরিজনেদের
পুরীর পথে দুর্ঘটনায় হলদিয়ার বিসি রায় মেডিক্যাল কলেজের সাত আধিকারিকের মৃত্যু নিয়ে এ বার প্রশ্ন তুললেন তাঁদের আত্মীয়রাই। গত ৯ অক্টোবর ওড়িশার বালেশ্বরে পথ দুর্ঘটনায় প্রাণ হারান ওই ৭ জন। মারা যান তাঁদের গাড়ির চালকও। শুক্রবার মৃতদের কয়েক জনের পরিজন কলেজ হস্টেল থেকে জিনিসপত্র নিতে আসেন। বিকেলে কলেজ ছাড়ার আগে তাঁদের দাবি, দুর্ঘটনার বিষয়টি রহস্যজনক। বেশ কিছু প্রশ্নের উত্তর মিলছে না। এগরা থেকে এসেছিলেন চণ্ডীচরণ মিশ্র। তাঁর ছেলে অভিষেকও মারা গিয়েছেন ওই দুর্ঘটনায়। তাঁর অভিযোগ, “ছেলেকে অনেক দিন ধরে ছুটি দেওয়া হচ্ছিল না। ৮ তারিখ রাতেও ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছিল। তখনও ও বলেনি যে পুরী যাচ্ছে।” তাঁর আরও বক্তব্য, “৯ তারিখ দুর্ঘটনার পরে ১২ দিন কেটে গেলেও কলেজ কর্তৃপক্ষের কেউ কেন যোগাযোগ করল না, সেটাও তো প্রশ্ন।” মৃত সপ্তর্ষি মণ্ডলের ভাই রাজর্ষির অভিযোগ, “হস্টেলে আজ দাদার ঘরে ঢুকে দেখি সব লন্ডভন্ড। ট্রাঙ্কটা পর্যন্ত ভাঙা। সব যেন কেমন রহস্যজনক।” মৃত শুভ্র শীলের দাদা সৌম্য, শুভময় করণের দাদা অভিষেকও একযোগে বলেন, “একটা চক্রান্ত, রহস্য রয়েছে বলেই আমাদের মনে হচ্ছে।” চণ্ডীচরণবাবুরা অবশ্য এখনও পুলিশে অভিযোগ করেননি। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে যদি উপযুক্ত তদন্তের নির্দেশ দেন তা হলে রহস্য উদ্ঘাটিত হবে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা হচ্ছে বলেও জানান তাঁরা। বর্ধমানের অন্ডালের ছেলে রাহুল চট্টোপাধ্যায়ও সে দিনের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তাঁর বাবা নির্মাল্যবাবুও এ দিন হলদিয়ায় এসেছিলেন। তিনি অবশ্য কোনও অভিযোগ করেননি।

কাঁথিতে বৈঠক
মহকুমার ৮টি ব্লকের উন্নয়ন প্রকল্পগুলির গতিপ্রকৃতি নিয়ে বৃহস্পতিবার কাঁথির মহকুমাশাসকের দফতরে এক বৈঠক হল। বৈঠকে মহকুমাশাসক সুমিত গুপ্ত ছাড়াও ৮টি ব্লকের উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রতিনিধিরা ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের পাঠান নতুন নিদের্শিকা নিয়েও আলোচনা হয়। পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের নতুন নিদের্শিকা অনুসারে মহাত্মা গাঁধী ন্যাশনাল রুর্যাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট বা একশো দিনের প্রকল্পে এ বার থেকে গ্রামীণ রাস্তা, বিশেষ করে তফশিলি জাতি, উপজাতি অধ্যুষিত গ্রামের রাস্তা (২.৫ মিটার পরিসরে) পাকা করা যাবে। যে সব গ্রামীণ রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তালিকাভুক্ত হয়েছে, সেই সব রাস্তা এই প্রকল্পের আওতায় পড়বে না। যদিও প্রধানমন্ত্রী সড়ক যোজনায় ১০০ দিনের প্রকল্পে রাস্তার ড্রেন ও কালভার্ট তৈরি করা যাবে।” যে সব গ্রামপঞ্চায়েত বিভিন্ন প্রকল্পের টাকা খরচ করতে পারছে না তাদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে মহকুমাশাসকের সভায়।

সিপিআইয়ের অবস্থান
দ্রব্যমূল্য-বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে গণ-অবস্থানে বসল সিপিআই। শুক্রবার মেদিনীপুর শহরের পঞ্চুরচকে এই অবস্থান হয়। এ দিন সিপিআইয়ের এই কর্মসূচি ছিল রাজ্যব্যাপীই। মেদিনীপুরের গণ-অবস্থানে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকেই সিপিআই সমর্থকেরা যোগ দেন। পূর্ব মেদিনীপুরের তমলুকেও অবস্থান-বিক্ষোভ করে জেলা সিপিআই।

কিশোরী উদ্ধার
কাঁথির শ্যামহরিবাড় জলপাই গ্রাম থেকে মাস আটেক আগে অপহৃত এক কিশোরীকে উত্তরপ্রদেশের বেরিলি থেকে উদ্ধার করে আনল পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত ফেব্রুয়ারিতে শ্যামহরিবাড় জলপাই গ্রামের বছর পনেরোর মেয়েটি নিখোঁজ হওয়ার পরে তার বাবা কাঁথি থানায় ডায়েরি করেন। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, জুনপুট গ্রামের দশরথ মিশকিন নামে এক জন মেয়েটিকে উত্তরপ্রদেশে বিক্রি করে দিয়েছে। গত ১ অক্টোবর পুলিশ দশরথকে গ্রেফতার করে। এর পর উত্তরপ্রদেশের বেরিলি গিয়ে বৃহস্পতিবার মেয়েটিকে উদ্ধার করে আনে।

পুকুরে ডুবে মৃত্যু
পুকুরে ডুবে মৃত্যু হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের। মৃতের নাম দেবজ্যোতি পাত্র (১৯)। বাড়ি দাঁতন থানার ছনবেড়িয়া গ্রামে। এ দিন দুপুরে পুকুরে স্নান করতে নেমে ডুবে যান দেবজ্যোতি। কিছুক্ষণ পরে তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন বেলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

গণ্ডগোল মেটেনি
মাদ্রাসার পরিচালন সমিতির ক্ষমতা নিয়ে পটাশপুর থানা সংলগ্ন তুপচিবাড় ও আশপাশের গ্রামে গোলমাল থামার কোনও লক্ষণ নেই। একের পর এক সংঘর্ষের ঘটনায় দুই বিবদমান গোষ্ঠীর বেশ কয়েকজন গ্রেফতার হলেও লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ছোটখাটো সংঘর্ষ চলছেই।

পরিবর্তনের প্রতীক
নিজস্ব চিত্র
পুলিশি সন্ত্রাস-বিরোধী জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতোর ছেলেকে এর আগে খেলতে দেখা গিয়েছিল পুলিশ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায়। শুক্রবার লালগড় থানায় এসে জুনিয়র কনস্টেবল পদে চাকরির জন্য ফর্ম তুললেন কমিটির নিহত সম্পাদক সিদো সরেনের (ভুতা বাস্কে) ভাই নীলু বাস্কে। পুলিশ সম্পর্কে জঙ্গলমহলের যুবমানসে পরিবর্তনেরই যেন প্রতীক এই ঘটনা। রামগড়ের করকাটা গ্রামের বাসিন্দা নীলু বলেন, “সংসারে অভাব। পেটের টানেই পুলিশে চাকরির আবেদন করছি। তবে আমি যে সিদোর ভাই তা ফর্ম নেওয়ার সময়েই থানায় জানিয়ে দিয়েছি। জানি না এর পর চাকরি পাব কি-না!’’


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.