মোবাইল চুরি করতে গিয়ে পাকড়াও বালক |
ভিক্ষে চাওয়ার আছিলায় সবার অলক্ষ্যে আবাসনের ভিতর ঢুকে পড়েছিল বছর আটেকের এক বালক। সঙ্গে বছর চারেকের ছোট্ট একটি মেয়ে। হাতে ব্যাগ। ব্যাগের ভিতর কুলো। সুযোগ বুঝে একটি বাড়ি থেকে তারাই নাকি হাতিয়ে নেয় তিনটি মোবাইল ফোনসেট ও একটি দামি ক্যামেরা। ঝটপট ব্যাগে ঢুকিয়ে সোজা উঠে পড়ে খড়্গপুরগামী বাসে। অবশেষে বমাল ধরাও পড়ে গেল তারা। মারধর করে পরে অবশ্য বয়সের কারণেই ছেড়ে দেওয়া হয় ওই বালক-বালিকাকে। শুক্রবার এ ঘটনা ঘটেছে মেদিনীপুর শহরের জজকোর্ট এলাকায়। যাঁর জিনিস চুরি গিয়েছিল সেই শিশির ভট্টাচার্য বলেন, “ভাবতেই পারিনি এ রকম বাচ্চা ছেলে-মেয়ে চুরি করতে পারে। অথচ, ওদের ব্যাগ থেকেই পাওয়া গেল খোওয়া যাওয়া তিনটি মোবাইল ও ক্যামেরা! ওদের ব্যাগে কুলো ছিল। সেটা দেখেই বাসের ভিতর চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাচ্চা বলেই আর থানা-পুলিশ করিনি।” অভাবি পরিবারের বাচ্চা ছেলেমেয়েদের ব্যবহার করে কোনও দুষ্টচক্র শহরে সক্রিয় রয়েছে বলে এই ঘটনার পরে সন্দেহ জোরালো হয়েছে।
|
রেজিস্ট্রারকে ঘিরে বিতর্ক আইআইটিতে |
খড়্গপুর আইআইটির রেজিস্ট্রার ডি গুণশেখরনের কাজে যোগ দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল। দীর্ঘ ৭ মাস ছুটিতে থাকার পর শুক্রবার তিনি কাজে যোগ দেন। কিন্তু আইআইটি কর্তৃপক্ষ তাঁর কাজে যোগ দেওয়াকে বেআইনি ঘোষণা করেন। এমনকী তাঁর অফিসে তালাও ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুণশেখরনের অভিযোগ, “আমাকে জোর করে ছুটি নিতে বাধ্য করেছিলেন আইআইটি কর্তৃপক্ষই। আমি কাজে যোগ দেওয়ার পরেও আমাকে সহযোগিতা করেননি। উল্টে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমার নামে নানা অপবাদ দেওয়ারও চেষ্টা হচ্ছে।” আইআইটি-র ডিরেক্টর দামোদর আচার্য এ দিন ছিলেন না। ডেপুটি ডিরেক্টর অরুণকুমার মজুমদারই গুণশেখরনের কাজে যোগদান ‘অবৈধ’ বলে ঘোষণা করেন। ডেপুটি ডিরেক্টরের বক্তব্য, “উনি একটা কারণে ছুটি নিয়েছিলেন। আইআইটি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এ দিন তিনি কাজে যোগ দিতে আসেন। এটা সঠিক পদ্ধতি নয় বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে।” ডি গুণশেখরনের পরিবর্তে বর্তমানে আইআইটি-র রেজিস্ট্রার পদে রয়েছেন তপন ঘোষাল। তাঁকেই বহাল রাখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
|
জঙ্গলবাসীর পূর্ণ অধিকারের দাবি |
জঙ্গল ও বনভূমির ব্যক্তিগত ও গোষ্ঠীগত অধিকার রক্ষার দাবিতে গোপীবল্লভপুরের ছাতিনাশোল হাইস্কুল প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হল এক কনভেনশন। গোপীবল্লভপুর-১ ব্লকের জঙ্গল লাগোয়া ৩০টি গ্রামের বন-সুরক্ষা কমিটিগুলির ডাকে এই কনভেনশনে আমন্ত্রিত বক্তা ছিলেন পিসিসি-সিপিআইএমএল’এর রাজ্য সম্পাদক সন্তোষ রানা, ঝাড়খণ্ড আন্দোলন সমন্বয় মঞ্চের নেতা উপাংশু মাহাতো, মনোরঞ্জন মাহাতো প্রমুখ। কমিটির সদস্যরা অভিযোগ করেন, সারা বছর তাঁরা জঙ্গল রক্ষা করেন। জঙ্গলকে কেন্দ্র করেই তাঁদের জীবন-জীবিকা আবর্তিত। অথচ তাঁরা জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত। আবেদন করা সত্ত্বেও প্রকৃত প্রাপকেরা এখনও পর্যন্ত বনভূমির পাট্টা পাননি। এলাকার যে জঙ্গল তাঁরা পাহারা দেন, তা বন-সুরক্ষা কমিটির নামে পাট্টা দেওয়ার দাবি ওঠে এ দিনের কনভেনশনে। বনজ-সম্পদ বিক্রির লভ্যাংশ ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ দেওয়ার দাবি করেন কমিটির সদস্যরা। সন্তোষ রানা-সহ আমন্ত্রিত বক্তারাও বনবাসীদের জঙ্গলের পূর্ণ অধিকার দেওয়ার দাবি করেন।
|
দ্রব্যমূল্য-বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে গণ-অবস্থানে বসল সিপিআই। শুক্রবার মেদিনীপুর শহরের পঞ্চুরচকে এই অবস্থান হয়। এ দিন সিপিআইয়ের এই কর্মসূচি ছিল রাজ্যব্যাপীই। মুখ্য দাবিগুলির মধ্যে রয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বিদেশে থাকা ভারতের কোটি কোটি টাকা দেশে নিয়ে আসা, শক্তিশালী লোকপাল গঠন, সরকারি কাজে স্বচ্ছতা প্রভৃতি। ছিলেন দলের জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সন্তোষ রানা, সাংসদ প্রবোধ পান্ডা প্রমুখ।
|
বজ্রাঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম অজিত দলবেরা (৫৬)। বাড়ি চন্দ্রকোনা থানার বান্দিপুরে। শুক্রবার সকালে অজিতবাবু বাড়ি-লাগোয়া মাঠে গরু নিয়ে গিয়েছিলেন। দুপুরে বাড়ি ফেরার সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছিল। আচমকা বজ্রাহত হন অজিতবাবু।
|
পুকুরে ডুবে মৃত্যু হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের। মৃতের নাম দেবজ্যোতি পাত্র (১৯)। বাড়ি দাঁতন থানার ছনবেড়িয়া গ্রামে। |