l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• উলুবেড়িয়ায় বাস উল্টে নয়ানজুলিতে, আহত ১০
• গাড়ি-পুলকার সংঘর্ষ, আহত ৩ ছাত্রী
• আজ বাস ধর্মঘটের দ্বিতীয় দিন
বিস্তারিত...
আজকের খেলা...
শ্রীলঙ্কা
বনাম
জিম্বাবোয়ে
রাত ৭.৩০
জয়ী: শ্রীলঙ্কা
বিস্তারিত স্কোর
আজ ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি
বিশ্বকাপ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ক্রিকেটের সেই মহাযুদ্ধের সব কিছুই জানা যাবে
আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে। এমনকী লাইভ স্কোরবোর্ডও। ক্রিকেট
জ্বরে কেঁপে উঠতে তাই মাত্র একটা ক্লিক-ই যথেষ্ট। আর বিলম্ব নয়...
তিন মাসেই আসানসোলে ভগ্নদশা ত্রিফলার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
শহরের সৌন্দর্যায়নে আসানসোল পুরসভার তরফে কয়েক লক্ষ টাকা ব্যয়ে লাগানো হয়েছিল ত্রিফলা বাতি। মাত্র মাস তিনেকের মধ্যেই সেগুলির ভগ্নদশা। ইতিমধ্যেই ভেঙে পড়ছে সেগুলি। পুরসভার বিরোধী তথা বাম কাউন্সিলরদের অভিযোগ, নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে বাতিগুলি। যদিও বিরোধীদের এই অভিযোগ মানতে চাননি বিদ্যুৎ দফতরের মেয়র পারিষদ। বিধানসভা নির্বাচনে জয়ের পরেই পুর এলাকার সৌন্দর্যায়নের কাজে হাত লাগায় কংগ্রেস-তৃণমূল জোট পরিচালিত আসানসোল পুরসভা। পুরসভার বোর্ড বৈঠকে কলকাতার মতো আসানসোলের বিভিন্ন রাস্তায় ত্রিফলা বাতি বসানোর প্রস্তাব দেন ক্ষমতাসীন কাউন্সিলরেরা। সিদ্ধান্ত কার্যকরী হয়। আসানসোল পুরসভার বিদ্যুৎ দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আসানসোলের রবীন্দ্রভবন ও বার্নপুরের সম্প্রীতি প্রেক্ষাগৃহের সামনে এই ত্রিফলা বাতি লাগানোর সিদ্ধান্ত হয়। রবিউলবাবুর দাবি, “এর জন্য ব্যয় হয় প্রায় ১৫ লক্ষ টাকা।” মে মাসে এই ত্রিফলা বাতির উদ্বোধন করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত...
ভাদ্র সংক্রান্তির দিনে গ্রামবাংলায় অরন্ধন পালিত হয়। তারই প্রস্তুতিতে
মাঝ মাসের হাওয়াবদলে
আপনার রান্নাঘর
। ইতালির বিশেষ খাবার পাস্তা দিয়ে
এ বার
স্বাদবদল
ঘটুক প্রাক্ শরতের নাস্তায়। এক্কেবারে আনকোরা সব খবর নিয়ে
সংবাদের হাওয়াবদল
এবং বিপন্ন প্রকৃতি ও তার সন্তান বিষয়ে
আপনাদের চিঠি
।
ভাঙড়ে মাফিয়া-রাজে লোপাট চাষের জমির মাটিও
শুভাশিস ঘটক • কলকাতা
বছর খানেক আগেও নিজের দেড় বিঘা জমিতে বিপুল সব্জি ফলাতেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট-১ পঞ্চায়েত এলাকার আতিহার রহমান (নাম পরিবর্তিত)। মাস ছয়েক আগে তাঁর জমির উপর থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। বর্ষার জলে ওই জমি এখন কার্যত পুকুর। চাষ-আবাদ লাটে উঠেছে। একই ভাবে মাটি কেটে নেওয়া হয়েছে দক্ষিণ কাশীপুর থানার টোনা মৌজার ধিপধিপে গ্রামের আর এক চাষির জমি থেকে। সেই জমিতেও চাষআবাদ শিকেয়। ভাঙড় এলাকায় এ দু’টি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। স্রেফ মাটির লোভে বিঘের পর বিঘে কৃষিজমি লোপাট হয়ে যাচ্ছে এই এলাকা থেকে। কেন কৃষিজমির মাটি বিক্রি করে দিচ্ছেন ভাঙড়ের চাষিরা? আতিহারদের কথায়, “জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়া হচ্ছে। বিনিময়ে দেওয়া হচ্ছে নামমাত্র টাকা। ওদের মাটি কাটতে না দিলে আমাদের ভিটে-মাটি থেকে উচ্ছেদ করা হবে। ভয়ে চুপ করে রয়েছি।” ওরা কারা? কাদের ভয়ে চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন এলাকার চাষিরা? স্থানীয় মানুষদের বক্তব্য, চাষির জমি থেকে জোর করে মাটি কেটে নিচ্ছে সিন্ডিকেটের দল। অভিযোগ, ওই সব সিন্ডিকেটের মাথার উপরে রয়েছে রাজনৈতিক নেতাদের নিরাপত্তার হাত। আর সেই সুবাদেই দিনের পর দিন দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে আতঙ্কের ছায়া তৈরি করেছে সিন্ডিকেটগুলি। অভিযোগ, এলাকার বেশ কিছু দুষ্কৃতীও ওই সব সিন্ডিকেটে ঢুকে পড়েছে। তারাই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। কী রকম সেই আতঙ্ক?
বিস্তারিত...
সমবায় সমিতির ভোটে মিশ্র ফল
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী
সমবায় সমিতির পরিচালন পর্ষদের ভোটে মিশ্র ফল হল পূর্বস্থলী ২ ব্লকে। রবিবার ওই ব্লকের চারটি সমবায়ে ভোট ছিল। দু’টি করে সমবায়ে জয়ী হয় সিপিএম এবং তৃণমূল। উখুরা সমবায় সমিতির পরিচালন কমিটি নিজেদের দখলেই রাখল সিপিএম। এখানকার মোট ৫১টি আসনের সব ক’টিতেই এ বার সিপিএম এবং তৃণমূল সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দেন। রবিবার রাতে ফল বেরোনোর পরে দেখা যায়, ৩২টিতে জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। বাকি ১৯টি গিয়েছে তৃণমূল সমর্থিতদের দখলে। বড়েয়া-মাজিদা কৃষি উন্নয়ন সমিতির ভোট চলাকালীন রবিবার সকাল ১০টা নাগাদ গণ্ডগোল বেধেছিল। তৃণমূলের অভিযোগ, ভোটগ্রহণ শুরুর পর থেকেই ভোটারদের ভয় দেখাতে শুরু করে সিপিএমের লোরজন। তাতে দুই তৃণমূল কর্মী বাধা দিলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। জখমদের এক জনকে কালনা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই তৃণমূলের তরফে ভোটারদের ভয় দেখানো ও মারধরের ঘটনায় দশ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। সিপিএমের পাল্টা অভিযোগ, ভোটারদের ভয় দেখাতে রাস্তায় নেমেছিল তৃণমূলই। সে জন্য অনেক ভোটদাতাই বুথে যাননি। রাতে ফল বেরোয়। ৬টি আসনের সব ক’টিতেই জেতেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আগে এখানে ক্ষমতায় ছিল সিপিএম। কমলনগর সমবায় সমিতির ৬টি আসনেই প্রার্থী দিয়েছিল সিপিএম এবং তৃণমূল। এই সমিতিতেও ক্ষমতা ধরে রেখেছে সিপিএম।
বিস্তারিত...
ফুঁসছে ফুলহার, বাঁধ ভাঙার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদন
উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে ডুয়ার্সের পরে এ বার বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করছে মালদহের ফুলহার নদী। সোমবার ফুলহারে জলস্তর বিপদ সীমা ছাড়িয়ে যায়। পুজোর মুখে নদী ফুঁসে ওঠায় মালদহের হরিশ্চন্দ্রপুর ও রতুয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। নদীর জল উপচে হরিশ্চন্দ্রপুর ও রতুয়ার অসংরক্ষিত এলাকার মাঠের ফসল ডুবে গিয়েছে। ডুবে গিয়েছে যাতায়াতের পথঘাটও। ঘরে জল না ঢুকলেও কার্যত জলবন্দি হয়ে পড়েছেন হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের আটটি এলাকার বাসিন্দারা। বেশ কয়েকটি এলাকায় শুরু হয়েছে নদী ভাঙনও। সেচ দফতর সূত্রের খবর, নদীর অসংরক্ষিত এলাকায় বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফুলহার নদীতে অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। মালদহের সেচ দফতরের মহানন্দা ‘এমব্যাঙ্কমেন্ট’-এর নির্বাহী বাস্তুকার জয়প্রকাশ পান্ডে বলেন, “আপার ক্যাচমেন্ট তথা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পরে সেখানকার নদীগুলির জল নামছে। ফুলহারে জল বাড়তে শুরু করেছে। অসংরক্ষিত এলাকায় নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।”
বিস্তারিত...
ভোটে যুযুধান তৃণমূলের দুই গোষ্ঠী
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া
সিপিএম নেই। তবু ফাঁকা মাঠে গোল করার আনন্দে কিছুটা চোনা ফেলেছে দলেরই অন্তর্দ্বন্দ্ব! ‘বাঁকুড়া গার্লস স্কুল’-এর পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী-কোন্দল ফের প্রকাশ্যে এসেছে। সিপিএম এ বার প্রার্থী দেয়নি। কিন্তু, বাঁকুড়া পুর তৃণমূল কংগ্রেস এবং বাঁকুড়া শহর যুব তৃণমূল অভিভাবক প্রতিনিধির ৬টি আসনেই পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। দু’পক্ষই নিজেদের সমর্থিত প্রার্থীদের প্রচারে ‘হ্যান্ডবিল’ ছড়িয়েছে শহর জুড়ে। জেলা তৃণমূলের একাংশের দাবি, এই দ্বন্দ্ব আদতে বাঁকুড়ার বিধায়ক মিনতি মিশ্র এবং জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শম্পা দরিপার গোষ্ঠীর লড়াই। বাঁকুড়া পুর-তৃণমূল কংগ্রেসের লাগাম রয়েছে মিনতিদেবীর হাতে। অন্য দিকে যুব তৃণমূলের কর্তৃত্ব শম্পাদেবীর হাতে। বাঁকুড়া পুর-তৃণমূলের ছাপানো হ্যন্ডবিলের তলায় প্রকাশক হিসাবে যে ব্যক্তির নাম রয়েছে, সেই সিন্টু রজক বাঁকুড়ার প্রয়াত তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর শহর যুব তৃণমূলের হ্যান্ডবিলের নীচে নাম রয়েছে সংগঠনের সভাপতি তথা বাঁকুড়া পুরসভার কাউন্সিলর দেবদাস দাসের। দেবদাসবাবু শম্পাদেবীর অনুগামী হিসেবে পরিচিত। যদিও মিনতিদেবী বা শম্পাদেবী, কেউই গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে রাজি নন। তাঁদের দাবি, ওই স্কুল নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই প্রার্থী দিচ্ছে বলে তাঁদের অন্তত জানা নেই। হ্যান্ডবিল ছাপানো হয়েছে বলেও কোনও খবর নেই তাঁদের কাছে।
বিস্তারিত...
ছাত্রীদের ‘কটূক্তি’, প্রতিবাদ
করায় মারধর বাবা-দাদাকে
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর
দ্বাদশ শ্রেণির ছাত্রী, দুই বোনের উদ্দেশে ‘কটূক্তি’ সহ্য করতে না পেরে প্রতিবাদ জানিয়েছিলেন যুবক। সেই ‘অপরাধে’ বাড়ির কাছেই রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল কয়েক জন মদ্যপ যুবকের বিরুদ্ধে। দাদাকে বাঁচানোর জন্য দুই বোন বাড়িতে গিয়ে বাবাকে খবর দেয়। বাবা ঘটনাস্থলে এলে তাঁকেও রেয়াত করা হয়নি। বেধড়ক মারধর করে তাঁকে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার রাতে চন্দননগরের জেলেপাড়া এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় পাশের ছুতোরপাড়ার বাসিন্দা কুন্তল বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবক এবং তাঁর বাবা অরূপবাবুকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অরূপবাবুর ডান পায়ে গভীর ক্ষত হয়েছে। বুকে-পেটে চোট লাগে। কুন্তলের মুখ ফেটে গিয়েছে। তাঁর চোয়ালে তিনটি সেলাই পড়ে। ওই রাতেই তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ জেলেপাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় বাগ, শ্যামল সিংহ, অভিজিৎ রায় এবং সাগর নিয়োগী নামে চার জনকে গ্রেফতার করে বলে জানিয়েছেন এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষ। ধৃতদের সোমবার চন্দননগর আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের পাঁচ দিন জেল হাজতের নির্দেশ দেন। অভিযোগ অস্বীকার করে ধৃত অভিজিতের দাবি, তাঁদের ফাঁসানো হয়েছে।
বিস্তারিত...
বাস বন্ধ দিনভর দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
বেসরকারি বাস চলাচল বন্ধ থাকায় সোমবার দিনভর সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। আজ, মঙ্গলবারও একই পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মতো এ দিন সকাল থেকে জেলা জুড়ে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। ডান-বাম কোনও সংগঠনের মালিকেরাই বাস চালাননি। পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে বিভিন্ন রুটের প্রায় ৮০০ বেসরকারি বাস চলাচল করে। নিত্যযাত্রীদের অধিকাংশই এই বাসের উপর নির্ভরশীল। সকাল থেকেই চরম সমস্যায় পড়েন তাঁরা। সোমবার ছিল বিশ্বকর্মা পুজো। এই দিন এমনিতেই কম বাস পথে নামে। তবে নিত্যযাত্রীদের গন্থব্যে পৌঁছতে তেমন সমস্যা হত না। কারন, যে রুটে আধ ঘন্টা অন্তর বাস চলে, এই দিনটিতে সেই রুটে এক-দেড় ঘন্টা অন্তর বাস চলত। তবে এ দিন বেসরকারি বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। রাজ্য সরকার দ্রুত বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না- নিলে যে সমস্যা আরও বাড়বে, তা মানছেন ডান-বাম দুই বাস সংগঠনই।
বিস্তারিত...
এক নজরে
• শিলদা মামলায় যুক্ত হল রঞ্জন
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বাস ধর্মঘটে যাত্রী দুর্ভোগ
পরিষেবা বাড়াতে পুরসভা
দক্ষিণবঙ্গ
দুষ্কৃতী দমনে মেয়ে-
স্কুলেরও দ্বারস্থ পুলিশ
হাওড়া কোর্টের নয়া ভবন
তৈরি নিয়ে কাটল জট
বর্ধমান
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে
মৃত যুবক, অশান্তি স্টেশনে
সেচখালের পাড় ভাঙে
প্রতি বর্ষায়, ক্ষোভ
পুরুলিয়া
ক্ষতির আশঙ্কা গুমগড়ে
মেঘ দেখলেই খাবার
পায় না শিশুরা
মুর্শিদাবাদ
মাজদিয়ায় টিএমসিপি-র
নেতা প্রহৃত, অভিযুক্ত
এসএফআই
হারিয়ে যাওয়া ঘুড়ি
দাপিয়ে বেড়াল আকাশ
মেদিনীপুর
উৎসবের হলদিয়ায় জনস্রোত
থিমের ছোঁয়া, শহরে
বাড়ছে বিশ্বকর্মার জাঁক
কলকাতা
৩১.৩/২৬.৪
আজকের দিনে
•
বিশ্ব জল
সুরক্ষা
দিবস।
• ১৯৫০:
অভিনেত্রী শাবানা
আজমির
জন্ম। ১৯৭৪
-
এ
মুক্তি
পায়
তাঁর
অভিনীত
প্রথম
ছবি
‘
অঙ্কুর
’
।
এই
ছবির
জন্য
তিনি
জাতীয়
পুরস্কার
পান।
হপ্তা শেষে...
শুক্রবার
শনিবার
রবিবার
প্রতি মাসের ২১ তারিখ
আজ সারাদিন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.