আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর

প্রশ্ন: এ বার মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে (বিজ্ঞান বিভাগে) ভর্তি হয়েছি। ছোট থেকেই আই আই টি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে পড়ার ইচ্ছে। তবে প্রথাগত বি ই বা বি-টেক নয়। আই আই টিগুলিতে কি এমন কোনও কোর্স আছে, যেগুলি দেশের খুব কম জায়গাতে পড়ানো হয়। সেই সঙ্গে এটাও জানাবেন যে, যদি ১০+২-এর পর না ভর্তি হয়ে, স্নাতক হয়ে আই আই টি-তে পড়তে চাই। তা হলে কী কী বিষয় পড়ার সুযোগ আছে এবং এর জন্য কী যোগ্যতার প্রয়োজন?

উত্তর: সম্প্রতি দেশে আই আই টি-র সংখ্যা বেড়েছে। ফলে স্বাভাবিক ভাবেই বেড়েছে আসন, নতুন ধরনের পাঠ্যক্রমও হাজির করা হয়েছে ছাত্রছাত্রীদের সামনে। ভুবনেশ্বর, মুম্বই, দিল্লি, গাঁধীনগর, গুয়াহাটি, হায়দরাবাদ, ইনদওর, কানপুর, খড়্গপুর, চেন্নাই, মান্ডি, পটনা, রাজস্থান, রুরকি, রোপার-এ রয়েছে আই আই টিগুলি। একই সঙ্গে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-এর ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স-এ ভর্তির জন্যও আই আই টি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়।
এ বার যদি বলা যায় যে, আই আই টিগুলিতে কী কী এমন পাঠ্যক্রম রয়েছে যা দেশের খুব কম শিক্ষাপ্রতিষ্ঠানে চালু রয়েছে। তা হলে উল্লেখ করতে হয় নিম্নোক্ত পাঠ্যক্রমগুলির কথা। বি-টেক ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, বি-টেক ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং, পাল্প অ্যান্ড পেপার ইঞ্জিনিয়ারিং।
চলছে তেল সন্ধানের কাজ।
স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বেশ কয়েকটি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে আই আই টিগুলিতে। যেমন১০+২ পেরিয়ে কেমিস্ট্রি, ইকনমিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্টিফিক কম্পিউটিং ও ফিজিক্স নিয়ে চার বছরের ডিগ্রি করা যায় কানপুর আই আই টি থেকে।
আবার, ১০+২ পেরিয়ে বেশ কিছু আই আই টি-তে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এম এসসিও পড়া যায়অ্যাপ্লায়েড জিওলজি, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, কেমিস্ট্রি, ইকনমিক্স, এক্সপ্লোরেশন জিওফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং ইত্যাদি কোর্সে। ইন্টিগ্রেটেড এম-টেক (পাঁচ বছরের) পড়া যায় জিওলজিক্যাল টেকনোলজি, জিওফিজিক্যাল টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিএই সমস্ত বিষয়গুলিতে। এ ছাড়াও ‘বি টেক-এম টেক ডুয়াল ডিগ্রি’ কোর্স চালু রয়েছে বিভিন্ন আই আই টি-তে। এই কারণে আইআইটি জয়েন্টের মাধ্যমে শুধু নির্দিষ্ট কয়েকটি বিষয়ে বি-টেকই নয়, পড়া যেতে পারে অন্য অনেক পাঠ্যক্রমই। যে কোনও বিজ্ঞান বিষয়ে স্নাতক হওয়ার পর এম এসসি (দু’ বছরের), জয়েন্ট এম এসসি-পি এইচ ডি, এম এসসি-পি এইচ ডি ডুয়াল ডিগ্রি-সহ একাধিক পাঠ্যক্রম পড়া যায়। তবে, স্নাতকস্তরে ৫৫% নম্বর থাকা জরুরি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর এম এসসি এই প্রবেশিকা পরীক্ষাতে বসার জন্য। বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, জিওলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, জিওফিজিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্যাল স্টাটিসটিকস, ফিজিক্স ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি করার সুযোগ মেলে।

প্রশ্ন: কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বা ‘আইআইএসডব্লিউবিএম’ স্নাতকোত্তরে কোন কোন কোর্স করানো হয়?

উত্তর: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (আই আই এস ডব্লিউ বি এম)-এ এমবিএ (দিবাকালীন) এবং এমবিএ (সান্ধ্যকালীন), মাস্টার ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, হেল্থ কেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট, পি জি ডিপ্লোমা ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। এ ছাড়া ক্যালকাটা মিডিয়া ইনস্টিটিউট (সিএমআই)-এর সঙ্গে যৌথ উদ্যোগে এখানে সম্প্রতি শুরু হয়েছে এক বছরের পি জি ডিপ্লোমা ইন ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন ও এক বছরের পি জি ডিপ্লোমা ইন টেলিভিশন ম্যানেজমেন্ট। ওয়েবসাইট: www.iiswbm.edu


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.