উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
ভাঙড়ে মাফিয়া-রাজে লোপাট চাষের জমির মাটিও |
|
শুভাশিস ঘটক, কলকাতা: বছর খানেক আগেও নিজের দেড় বিঘা জমিতে বিপুল সব্জি ফলাতেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট-১ পঞ্চায়েত এলাকার আতিহার রহমান (নাম পরিবর্তিত)। মাস ছয়েক আগে তাঁর জমির উপর থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। বর্ষার জলে ওই জমি এখন কার্যত পুকুর। চাষ-আবাদ লাটে উঠেছে। একই ভাবে মাটি কেটে নেওয়া হয়েছে দক্ষিণ কাশীপুর থানার টোনা মৌজার ধিপধিপে গ্রামের আর এক চাষির জমি থেকে। সেই জমিতেও চাষআবাদ শিকেয়।
ভাঙড় এলাকায় এ দু’টি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। স্রেফ মাটির লোভে বিঘের পর বিঘে কৃষিজমি লোপাট হয়ে যাচ্ছে এই এলাকা থেকে। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে দুষ্কৃতী-রাজের মোকাবিলায় কোমর বাঁধছে পুলিশ। বিশেষ করে মেয়েদের উপরে হামলা রুখতে তারা এ বার মেয়েদের স্কুলগুলির সাহায্য নিচ্ছে। রবিবার সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং রাতে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। দু’টি ঘটনাতেই অভিযুক্তেরা গ্রেফতার হয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে বারাসত কদম্বগাছি এলাকা থেকে এক মোটরসাইকেল পাচার চক্রের চাঁই-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। |
দুষ্কৃতী দমনে
মেয়ে-স্কুলেরও
দ্বারস্থ পুলিশ |
|
চোলাই নিয়ে জেরবার
বসিরহাট, চলছে প্রচার |
প্রতিবেশিনীকে ধর্ষণের নালিশ,
যুবক ধৃত হিঙ্গলগঞ্জে |
|
হাওড়া-হুগলি |
হাওড়া কোর্টের নয়া ভবন
তৈরি নিয়ে কাটল জট |
দেবাশিস দাশ, কলকাতা: ছ’বছরে যা মেটেনি, তা মিটে গেল এক বছরেই!
২০০৬ সাল থেকে জমি হস্তান্তরের জটে আটকে গিয়েছিল হাওড়ায় আধুনিক মানের বহুতল আদালত ভবন তৈরির কাজ। রাজ্যে তৃণমূল সরকার আসার এক বছরের মধ্যে সেই জট কেটে গেল। রাজ্যে প্রথম বহুতল আদালত ভবন তৈরির সবুজ সঙ্কেত পেল জেলা প্রশাসন। এ জন্য প্রাথমিক ভাবে সরকারি অর্থ বরাদ্দও হয়ে গিয়েছে।
জেলা প্রশাসন সূত্রের খবর, হাওড়া আদালত চত্বরের প্রায় ২৪ কাঠা জায়গায় ১২তলা ওই ভবন তৈরি হবে। এ জন্য জমি হস্তান্তরের কাজ শেষ। |
|
নিজস্ব সংবাদদাতা, চন্দননগর: দ্বাদশ শ্রেণির ছাত্রী, দুই বোনের উদ্দেশে ‘কটূক্তি’ সহ্য করতে না পেরে প্রতিবাদ জানিয়েছিলেন যুবক। সেই ‘অপরাধে’ বাড়ির কাছেই রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল কয়েক জন মদ্যপ যুবকের বিরুদ্ধে। দাদাকে বাঁচানোর জন্য দুই বোন বাড়িতে গিয়ে বাবাকে খবর দেয়। বাবা ঘটনাস্থলে এলে তাঁকেও রেয়াত করা হয়নি। বেধড়ক মারধর করে তাঁকে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। |
ছাত্রীদের ‘কটূক্তি’,
প্রতিবাদ
করায়
মারধর বাবা-দাদাকে |
|
মন্ত্রীর দেখা মিলল না, হতাশ চাষিরা |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|